১৬-০১-২০২১ তারিখের Quiz War এর পরীক্ষায় বিজয়ী প্রার্থীদের তালিকা প্রকাশ। বাংলাদেশের প্রাচীন ইতিহাস থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রশ্নের উপরে Quiz War অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় থাকবে ৫ মিনিট। ৫ মিনিটে সর্বোচ্চ প্রশ্নের উত্তর দাতাকে পরীক্ষার বিজয়ী বলে গণ্য করা হবে। এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে নতুন ভার্সন অ্যাপ আপডেট করুন। এখানে (Quiz War)  সম্পূর্ণ ফ্রিতে সকল ক্লাসের পরীক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। 

আপডেট ভার্সন অ্যাপ লিংকঃ

https://play.google.com/store/apps/details?id=com.studyonlinebd.news&hl=en_US&gl=US

বিজয়ী প্রার্থীদের তালিকা প্রকাশঃ

1.nasrin khatun মার্কঃ 152.25 ( লটারির মাধ্যমে  ২০০ টাকা মোবাইল রিচার্জ বিজয়ী)
2. Sabrina yesmin মার্কঃ152.25 (লটারির মাধ্যমে  ১০০ টাকা মোবাইল রিচার্জ বিজয়ী)
3. Amiruzzaman মার্কঃ 150 ( ১০০ টাকা মোবাইল রিচার্জ বিজয়ী)

পরের ১২ জনের জন্য ৫০টাকা মোবাইল রিচার্জঃ
4. Amirul Islam মার্কঃ 141.75
5. Moslema মার্কঃ 141
6. Omar faruk মার্কঃ 139.75
7. Mi Reina মার্কঃ138.75
8. mamitu মার্কঃ137.5
9. Afsar Ali মার্কঃ 137
10. আশা  মার্কঃ 135
11. Md. Hanjala মার্কঃ 133.5
12. Raihan habib মার্কঃ 133
13. RiTu মার্কঃ 130
14. mishi মার্কঃ 128
15. Shima khan মার্কঃ 127.25

 নতুন পরীক্ষার সূচীঃ

 ২২-০১-২০২১ তারিখে বাংলাদেশের প্রাচীন ইতিহাস থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রশ্নের উপরে Quiz War অনুষ্ঠিত হবে।

আপডেট ভার্সন অ্যাপ লিংকঃ

https://play.google.com/store/apps/details?id=com.studyonlinebd.news&hl=en_US&gl=US

পুরস্কারের তালিকাঃ 

১।  প্রথম স্থান অর্জনকারী পাবেন ২০০ টাকার পুরস্কার।  

২। দ্বিতীয় স্থান অর্জনকারী পাবেন ১০০ টাকা পুরস্কার।

৩। তৃতীয় স্থান অর্জনকারী পাবেন ১০০ টাকা পুরস্কার।  

৪। পরের ১২ স্থান  অর্জনকারী পাবেন ৫০ টাকা মোবাইল রিচার্জ ।

নিয়মঃ  ১ম সহ যে কোন স্থানে যদি একের অধিক পরীক্ষার্থী  থাকে, তাহলে  লটারি করা হবে।  

Quiz War: এই পরীক্ষার সময় থাকবে  ৫ মিনিট । রাত ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত (২৪ঘন্টা) যে কোন সময় একবার অংগ্রহণ করতে পারবেন। 

পরীক্ষার নিয়মঃ

১। ৫ মিনিট সময় থাকবে পরীক্ষায় অংগ্রহণ করার। ৫ মিনিটে সর্বোচ্চ প্রশ্নের উত্তর দাতাকে পরীক্ষার বিজয়ী বলে গণ্য করা হবে। 

২। আপনি কোন প্রশ্নের উত্তর দিতে না চাইলে , টিক চিহ্ন না দিয়ে NEXT এ ক্লিক করুন । 

৩।প্রতিটা ভুল উত্তরের জন্য মার্ক কাটা যাবে ০.২৫ ।