পদের নামঃ সহকারী প্রশাসনিক কর্মকর্তা
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
৬ মার্কের মধ্যে সরাসরি ৫ টা প্রশ্ন কমন এসেছে । ৮৪% কমন জব'স পাসওয়ার্ড বই থেকে । বাকি দুইটা সাম্প্রতিক থেকে প্রশ্ন হয়েছে।
১. কৃষ্ণগহ্বরের প্রকৃতি সম্পর্কে প্রধান ধারণা দেন কে? উত্তরঃ স্টিফেন হকিং (ব্রিটিশ তাত্ত্বিক পদার্থবিদ ও মহাকাশবিদ স্টিফেন হকিং মারা যান ১৪ মার্চ ২০১৮) (নাই)
২. সম্প্রতি সরকার কর্তৃক গৃহীত শুদ্ধ বানান কোনটি? উত্তরঃ Chattogram (জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)
৩. কোন কর্মসূচি বাঙালির জাতির “মুক্তি সনদ” হিসেবে পরিচিত? উত্তরঃ ৬ দফা (১৯৬৬ সালে ছয় দফা পেশ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) (জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)
৪. বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি? উত্তরঃ পিপীলিকা (১৩ এপ্রিল ২০১৩ সালে এটি চালু হয়) (জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)
৫. বঙ্গবন্ধু কৃষি পুরস্কার এর বর্তমান নাম কি? উত্তরঃ বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার (সঠিক উত্তর নাই, যেহেতু অপশন B তে জাতীয় কৃষি পুরস্কার আছে তাই উত্তর B হবে) (সাম্প্রতিক প্রশ্ন- জব'স পাসওয়ার্ড বইয়ে কোন সাম্প্রতিক প্রশ্ন নাই)
৬. বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে? উত্তরঃ ১৭ বার ( এটি জাতীয় সংসদে পাশ হয় -৮ জুলাই ২০১৮, বিষয়বস্তুঃ সংসদে সংরক্ষিত নারী আসনের মেয়াদ ২৫ বছর বাড়ানো) (জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)
৭. বাংলাদেশ থেকে মিয়ানমারে প্রত্যাবর্তনে রোহিঙ্গাদের প্রধান দাবি কোনটি? উত্তরঃ নাগরিকত্ব ( প্রধান দাবিগুলো হল নাগরিকত্ব, নিরাপত্তা, বাড়িঘর জমি ফেরত পাবার নিশ্চয়তা। প্রসঙ্গত বাংলাদেশে প্রবেশ করা শুরু করেছিলো ২০১৭ সালের ২৫শে অগাস্ট) (জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)
৮. ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে কোন সংস্থা? উত্তরঃ WFP ( ১৯৬১ সালে প্রতিষ্ঠিত World Food Programme এর সদর দপ্তর ইতালীর রোমে) (সাম্প্রতিক প্রশ্ন- জব'স পাসওয়ার্ড বইয়ে কোন সাম্প্রতিক প্রশ্ন নাই)
গণিত অংশ সমাধানঃ
৮ মার্কের মধ্যে সরাসরি ৬ টা প্রশ্ন কমন এসেছে । ৭৫% কমন জব'স পাসওয়ার্ড বই থেকে ।
৯. কোন পুস্তকের ৯৬ পৃষ্ঠা পড়ার পরেও তার ৫/১৩ অংশ পড়তে বাকি থাকলে, পুস্তকটির মোট পৃষ্ঠা সংখ্যা কত?
উত্তরঃ ১৫৬(জব'স পাসওয়ার্ড বইয়ে এই নিয়মের অঙ্ক আছে )
১০. -১ পাওয়ার জন্য -৫/৪ এর সঙ্গে নিচের কোনটি যোগ করা উচিত? (নাই)
উত্তরঃ ১/৪
১১. √ .000009=? (জব'স পাসওয়ার্ড বইয়ে এই নিয়মের অঙ্ক আছে (√ .09কত? 0.3 )
উত্তরঃ .০০৩
১২. (2x^-1) ÷ x^-5=? (নাই)
উত্তরঃ 4x^3
১৩. এক ব্যবসায়ী তার উৎপাদিত পণ্যের দাম ১০% বাড়ালো, তারপর বর্ধিত মূল্য থেকে 10% কমালো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় শতকরা কত কম বা বেশি?
উত্তরঃ ১% কম (জব'স পাসওয়ার্ড বইয়ে এই নিয়মের অঙ্ক আছে (
গতকাল চিনির দাম ১০% বেড়েছিল, আজ ১০% কমেছে। চিনির দাম মোট কত বেড়েছে বা কমেছে? ১% কমেছে
)
১৪. একটি বইয়ের পূর্বমূল্য ও বর্তমান মূল্যের অনুপাত ২:৩ হলে বইটির দাম কি পরিমাণ বেড়েছে?
উত্তরঃ ৫০% (জব'স পাসওয়ার্ড বইয়ে এই নিয়মের অঙ্ক আছে (আয়-ব্যয় ও সঞ্চয়ের অংক)
১৫. ৪ টাকায় ৫টি করে কিনে ৫ টাকায় ৪ টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
উত্তরঃ সঠিক উত্তর নাই (সঠিক ৫৬.২৫% লাভ) (জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)
১৬. ১+২+৩+৪+ ................+৯৯= কত?
উত্তরঃ ৪৯৫০(জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)
বাংলা অংশ সমাধানঃ
৮ মার্কের মধ্যে সরাসরি ৭ টা প্রশ্ন কমন এসেছে । ৮৮% কমন জব'স পাসওয়ার্ড বই থেকে ।
১৭. নষ্ট হওয়ার স্বভাব যার এক কথায় কি হবে? উত্তরঃ নশ্বর(জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)
১৮. নিচের কোনটি পর্তুগিজ শব্দ? উত্তরঃ আনারস(জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)
১৯. শশাঙ্ক শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তরঃচাঁদ(জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)
২০. “A Bolt from the blue” সমার্থক বাংলা প্রবাদ কোনটি? উত্তরঃ বিনা মেঘে বজ্রপাত (জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)
২১. পুষ্প শব্দের বহুবচন কি? উত্তরঃ কোনটি নয় (সঠিক উত্তর পুস্পদাম) (জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)
২২. “গোঁফ খেজুরে” বাগধারাটির কোন অর্থে প্রয়োগ করা হয়? উত্তরঃ নিতান্ত অলস(জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)
২৩. নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? উত্তরঃ ক্ষুদ্রার্থে (জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)
২৪. ”নুরজাহান” উপন্যাসটি কে লিখেছেন? উত্তরঃ ইমদাদুল হক মিলন (নাই)
ইংরেজি অংশ সমাধানঃ
ইংরেজি প্রশ্নের ক্ষেত্রে সরাসরি কমন পাওয়া সম্ভব হয়না। তবে নিয়মের মধ্যেই আছে সকল প্রশ্ন।
২৫. In accordance ……...his advice, I should visit my sister’s house. উত্তরঃ with
২৬. Which sentence is not correct? উত্তরঃ I want that he go (এই বাক্যের সঠিক I want that he to go)
২৭. ”বয়সে সে আমার বড়” ইংরেজিতে নিচের কোনটি সঠিক? উত্তরঃ He is senior to me in respect of age.
২৮. Recognize the error as underlined in the sentence: The “invention” of the electric telegraph gave “birth” “of” the “industry”. উত্তরঃ The invention of the electric telegraph gave birth of the industry. উত্তরঃ of (সঠিক উত্তর The invention of the electric telegraph gave birth to the industry)
২৯. Identify the correct sentence. উত্তরঃ He is miserly. (He is a miser সঠিক, He is miserly সঠিক এখানে miserly adjective)
৩০. Which word has “correct spelling”? উত্তরঃ Hippopotamus (জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)
৩১. What is the “antonym” for the word “wild”. উত্তরঃ tame (wild মানে বন্য আর tame মানে পোষা)(জব'স পাসওয়ার্ড বইয়ে wild আছে)
৩২. The “synonym” for the word “Vigorous” is? উত্তরঃ strong (জব'স পাসওয়ার্ড বইয়ে Vigorous আছে)
প্রাথমিক শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন, মন্ত্রণালয় ও অধিদপ্তর সহ সকল সরকারি চাকরির প্রস্তুতি নিন একসাথে ।
জব'স পাসওয়ার্ড বইটির মূল্যঃ ৩৫০ টাকা। সেই সাথে প্রতিটা মেম্বারের জন্য আলাদা ৯০ দিনের পরীক্ষার রুটিন পরিকল্পনা করা হয়েছে । আপনি যে দিন বইটি ক্রয় করবেন এবং পরীক্ষার রুটিন ডাউনলোড দিবেন, সেই দিন থেকে আপনার জন্য ৯০ দিনের পরীক্ষার রুটিন তৈরি হবে এবং আপনি ৯০ দিনে বইটি শেষ করতে পারবেন।
জব’স পাসওয়ার্ড বইটি বিগত সকল বছরের প্রাক প্রাথমিক ও প্রাথমিক শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন, মন্ত্রণালয়, অধিদপ্তর সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ (Analysis) করে রচিত। সরকারি চাকরির পরীক্ষায় সর্বোচ্চ কমনের জন্য এবং প্রতিটা অধ্যায়ের কোন অংশ সবচেয়ে গুরুত্বপূর্ণ তা বইটিতে আলোচনা করা হয়েছে। বইটিকে পেজে বড় করার জন্য কোন আজেবাজে তথ্য যোগ করা থেকে বিরত থাকা হয়েছে। প্রতিটা চাকরির পরীক্ষার জন্য যা প্রয়োজন তা শুধু যোগ করা হয়েছে।
বাজারে প্রচলিত অনেক বই থেকে আমরা ব্যতিক্রম কেন?
প্রচলিত প্রাথমিক শিক্ষক নিয়োগের একটি বই ১২০০ পেজের + শিক্ষক নিবন্ধনের (স্কুল+কলেজ) = ১২০০+ ১২০০ পেজের, মন্ত্রণালয় অধিদপ্তরের প্রতিটি পদের জন্য আলাদা আলাদা প্রায় ১২০০ পেজের বই। দেখা যায় প্রায় ৩৬০০ থেকে ৪৮০০ পেজের বই পড়তে হচ্ছে ৩ ধরণের চাকরির পরীক্ষার জন্য যা কোন পরীক্ষার্থীর পক্ষে পড়া কি সম্ভব ?? একবার পড়ার পরে রিভিশন দিতে চাইলে চাকরির বয়স শেষ হয়ে যাবে প্রায়। অতিরিক্ত ও আজেবাজে তথ্য এবং বিশাল বিশাল বই চাকরির প্রার্থীদের ব্যর্থ হওয়ার প্রধান ও অন্যতম কারণ। প্রতিটি চাকরির পরীক্ষার জন্য বেসিক কিছু তথ্য প্রয়োজন যা থেকেই সর্বনিম্ন ৭০%+ কমন আসে। আর সেই বিষয়টিকে গুরুত্ব দিয়েই জব'স পাসওয়ার্ড বইটি রচনা করা হয়েছে।সাথেই আছে পড়ার জন্য কৌশল এবং কিভাবে সহজে ভাল ফলাফল করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা। কোন চাকরির প্রার্থী যদি জব'স পাসওয়ার্ড বইটি ভালভাবে পড়ে আমাদের দেয়া ৯০ দিনের রুটিন শেষ করতে পারে তাহলে বেশি ভাগ পরীক্ষায় ভাল করতে পারবে। তা ছাড়াও চাকরির পরীক্ষার জন্য যা কিছু প্রয়োজন সকল তথ্য আমরা আপডেট দিবো। সাথেই প্রতিবছর চাকরির পরীক্ষায় কিছু কমন প্রশ্ন হয়ে থাকে সেই বিষয়ে এবং প্রশ্ন প্যাটার্ন বিষয়ে বিস্তারিত আমরা পোস্ট করে জানিয়ে দিবো।
বইটির ডেমোঃ https://drive.google.com/file/d/11u9P4tsH25kCkY-JBOacHikQuQXbW_jp/view?usp=sharing
আপনার জেলা শহরের লাইব্রেরি থেকে বইটি সংগ্রহ করতে পারবেন।
আপনার জেলা শহরে কোন কোন লাইব্রেরিতে "জব'স পাসওয়ার্ড" বইটি পাবেনঃ Click Here
৮০ দিনে মন্ত্রণালয় ও অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি শুরু আগামী ১০ তারিখ থেকেঃ
পরীক্ষার রুটিনঃ https://drive.google.com/file/d/13hjctmjLVJ-OCKmh3iMf_GENg6hcCgE_/view?usp=sharing