সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
Post Name: Assistant Co-ordination Officer (Logistic/General Administration)
MCQ Part Solution:
English Part Solution:
Fill in the gap:
১. After it was repaired, the car--------again. উত্তরঃ ran perfect
২. The test consists------forty questions. উত্তরঃ of
৩. Are you aware--------the situation in Libya. উত্তরঃ of
৪. I will help you to make your dreams-----true. উত্তরঃ come
৫. Identify the correct sentence? উত্তরঃ Why have you done this?
Select the correctly spelt word
৬. উত্তরঃ Apparent
৭. উত্তরঃ Aggregate
Find the appropriate meaning of the English word
৮. Adhere-উত্তরঃ লেগে থাকা
৯. Oppress-উত্তরঃ নিপীড়ন
১০. Concise- উত্তরঃ সংক্ষিপ্ত
Bangla Part Solution:
১১. আদ্যোপান্ত শব্দের অর্থ কি? উত্তরঃ আগাগোড়া
১২. সমীরণ শব্দের অর্থ কি? উত্তরঃ বাতাস
নিচের কোন বানানটি শুদ্ধ
১৩. উত্তরঃ মরীচিকা
১৪. উত্তরঃ দুরবস্থা
১৫. উত্তরঃ গীতাঞ্জলি
১৬. উত্তরঃ তিরস্কার
১৭. এক কথায় প্রকাশ করুন: যে ভূমিতে ফসল জন্মায় না। উত্তরঃ ঊষর
১৮. “ধর্মের ষাঁড়” বাগধারার অর্থ কি? উত্তরঃ অকর্মণ্য
১৯. কোন্দল শব্দের অর্থ কি? উত্তরঃ বিবাদ
২০. ”কি করতে হবে ভেবে পায়না ভাব” এই অবস্থাকে বলা হয়? উত্তরঃ কিংকর্তব্যবিমূঢ়
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
২১. ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? উত্তরঃ ১৯২১ সালে ( ১ জুলাই ১৯২১)
২২. বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য নূন্যতম বয়স কত বছর? উত্তরঃ ২৫ বছর
২৩. বাংলাদেশে প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? উত্তরঃ রাষ্ট্রপতি
২৪. পদ্মা সেতুতে এখন পর্যন্ত কতটি স্প্যান বসানো হয়েছে? উত্তরঃ ৩৮ টি
২৫. সম্প্রতি কোন দেশে এক সপ্তাহে ৩বার রাষ্ট্রপতি বদল করা হয়েছে? উত্তরঃ পেরু
২৬. ভাসানচর কোন জেলায় অবস্থিত? উত্তরঃ নোয়াখালী
২৭. URL শব্দটি কিসের সাথে সম্পর্কযুক্ত? উত্তরঃ ওয়েবসাইট
২৮. সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? উত্তরঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
২৯. ১ মেগাবাইট = কত বাইট? উত্তরঃ ১০,৪৮,৫৭৬ বাইট (যদি প্রশ্নে বলত, ১ মেগাবাইট = কত কিলো বাইট তাহলে উত্তর ১০২৪ হতো।
৩০. কোন ই-মেইলে CC এর অর্থ কি? উত্তরঃ Carbon Copy
গণিত অংশ সমাধানঃ
৩১. একটি কোম্পানির পুরুষ কর্মকর্তাদের 30% এবং মহিলা কর্মকর্তাদের 50% বিবাহিত। যদি ওই কোম্পানির মোট কর্মকর্তাদের 40% মহিলা হয়। তবে ওই কোম্পানির শতকরা কতজন কর্মকর্তা অবিবাহিত?
উত্তরঃ 62%
৩২. কোন পরীক্ষায় পরীক্ষার্থীর 70% গণিত এবং 50 % বাংলায় পাস করেছে যদি উভয় বিষয়ে 40% পাস করে থাকে, তবে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করেছে?
উত্তরঃ 20%
৩৩. অপুর পকেটের ৭ লাল, ৩ সবুজ এবং ৩ কাল মার্বেল আছে। অপু পকেট থেকে কমপক্ষে কতটি মার্বেল বের করলে প্রত্যেক রঙের অন্তর একটি করে মার্বেল থাকবে?
উত্তরঃ ১১
৩৪. যদি x+y=z হয় তবে x,y এবং z এর গড় কত? উত্তরঃ 2z/3
৩৫. রুবেলের ওজন 54 কেজি এবং ছোট ভাইয়ের ওজন রুবেলের ওজনের 0.5 গুন এবং তার ছোটবোনের ওজন রুবেলের ওজনের চেয়ে 30 কেজি কম। তাদের তিনজনের মোট ওজন কত কেজি?
উত্তরঃ 105
৩৬. একটি ট্রেন 72 কিলোমিটার গতিতে একটি সেতু এক মিনিট পারন হলো । দৈর্ঘ্য 700 মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?
উত্তরঃ 500
৩৭. যদি 12 ফুট দীর্ঘ এবং 9 ফুট প্রস্থ একটি কার্পেট দিয়ে একটি রুমের মেঝের 60% জায়গা ঢেকে ফেলা যায় তবে ওই মেঝের ক্ষেত্রফল কত বর্গফুট?
উত্তরঃ 120
৩৮. যদি দুই সংখ্যার অনুপাত 8:5 হয় তবে নিচের কোন সংখ্যাটি ওই দুটি সংখ্যার যোগফল হতে পারবে না?
উত্তরঃ 105
৩৯. পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি। পাঁচ বছর পর পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি 102 বছর হলে পুত্রের বর্তমান বয়স কত বছর?
উত্তরঃ 30
৪০. ফেব্রুয়ারীতে একটি পণ্যের মূল্য জানুয়ারির মূল্যের চেয়ে 20% বাড়ানো হলো। মার্চে ওই পণ্যের মূল্য ফেব্রুয়ারি মূল্যের চেয়ে আরও 15% বাড়ানো হলো। মার্চে ওই পণ্যের মূল্য জানুয়ারির মূল্যের তুলনায় শতকরা কত বৃদ্ধি পেল?
উত্তরঃ 38%
Written Part Solution:
১. করোনা থেকে কিভাবে রক্ষা পাবে, উপায়গুলো লিখ। ৫ নম্বর
করোনা থেকে রক্ষা পাওয়ার উপায়গুলো নিম্নরূপঃ
১. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হবে।
২. প্রক্রিয়াজাত খাবার, কেমিকেল মেশানো খাবার এড়িয়ে চলতে হবে।
৩. অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।
৪. মানসিক স্ট্রেস কমাতে হলে মেডিটেশন করতে হবে।
৫. সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।
৬. নিয়মিত হাত ধুতে হবে।
৭. হাঁচি বা কাশি দেওয়ার সময় টিস্যু দিয়ে মুখ ঢাকতে হবে।
৮. লক্ষ্মণ দেখা মাত্রই চিকিৎসা সেবা নিন।
২. RAM, LAN, AI পূর্নরুপ। একটি এন্ট্রি ভাইরাস নাম, সফটওয়ার নাম। ৫ নম্বর
RAM: Random Access Memory.
LAN: Local Area Network.
AI: Artificial intelligence
এন্ট্রি ভাইরাস সফটওয়ার এর নামঃ AVAST Antivirus
৩. Write a Paragraph on: Morning Walk
Morning walk is an exercise with many benefits. A person who goes on morning walk has to get up early in the morning; thus it teaches self-discipline. As one begins one’s walk in the peace of the morning, he begins to feel the freshness of the morning. The pure air goes into his lungs which purifies his blood. It has been proved scientifically that those who go for morning walk everyday tend to be more energetic throughout the day. morning walk has been found extremely effective in promoting the health of the heart. It is also good in maintaining proper blood pressure. Everyday morning walk target achieved gives a boost to self-confidence and upbeat mood. Besides making you feel cheerful it also brings you close to nature and sensitive to its beauty. In order to avail so many benefits, we all must go for morning walk every morning.