প্রথমে জানাতে চাই আপনাদের পড়াশুনাকে আরো গতিশীল করার জন্য আমরা অনেক কাজ করছি। আজ থেকে প্রশ্নের মান আরোও উন্নত হবে আশা করছি। নতুন নতুন ফিচার আসবে আর এর সাথেই নতুন কিছু নিয়ম থাকবে। আমরা অধ্যায় ভিত্তিক পরীক্ষা নিয়ে থাকি তাই অনেক অধ্যায় ছোট থাকায় সম্পূর্ণ প্রশ্ন মডারেট করা সম্ভব হয়না। প্রশ্ন করতে গিয়ে আমরা সবচেয়ে বেশি লক্ষ্য রাখি বিসিএস পরীক্ষায় কি ধরণের প্রশ্ন বিগত সালে হয়েছে। প্রতিটা অধ্যায় এমনভাবে পড়েন যাতে যেকোন প্রশ্ন পরীক্ষায় আসলে আপনি উত্তর করতে পারেন। আর এভাবে পড়ার সুবিধা হচ্ছে আপনার সামনে অজানা কোন প্রশ্ন আসলে আপনি অপশন বাদ দিয়ে সহজে উত্তর করতে পারবেন।
নতুন যেসব ফিচারসমূহ থাকছেঃ
১। মেরিট লিষ্টঃ পরীক্ষায় ৬০% মার্ক যারা পাবে তাদের শুধু মেরিট লিষ্টে নাম আসবে।
২। প্রশ্ন ও উত্তর সংশোধনঃ কোন প্রশ্নের উত্তর ভুল দেওয়া থাকলে তা সংশোধন করার সাথে সাথে সঠিক উত্তর যে দিয়েছিল তার মার্ক যোগ হবে আর ভুল উত্তর দিয়ে মার্ক পেয়েছিল তার মার্ক কাটা যাবে।
আপকামিং ফিচারঃ
৩। চ্যাটিং রুম সার্ভিসঃ প্রতিদিনের পরীক্ষার টপিকের উপরে আপনারা চ্যাটিং (কথোপকথন) করতে পারবেন। কোন প্রশ্ন নিয়ে সমস্যা হলে আপনারা আলোচনা করতে পারবেন। তবে টপিকের উপরে ছাড়া অন্য কোন বিষয়ে আলোচনা করা যাবে না। কোন প্রশ্ন নিয়ে জটিলতা দেখা দিলে তখন আমাদের টিম থেকে সমাধান খুঁজে বের করার চেষ্টা করবে ।
৪। ইনবক্স সিস্টেমঃ আপনাদের সাথে যোগাযোগের জন্য এবং আপনার প্রতিদিনের পরীক্ষার প্রস্তুতিকে নজর রাখার জন্য এটা চালু করা হবে। সাথে সাথে এখানে আপনার প্রস্তুতির উপরে বিভিন্ন গাইডলাইন দেওয়া হবে।
৫। পুরস্কার (Motivational Reward): মাসিক টপ পরীক্ষার্থীর জন্য আমাদের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে। সাথেই সপ্তাহিক বিশেষ পরীক্ষার জন্যও আমরা খুব দ্রুত পুরস্কারের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ্। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সেবা গ্রহণ করার জন্য ও আমাদের সাথে থাকার জন্য। পরীক্ষার্থীদের হেল্প হবে এমন কোন আইডিয়া/ফিচার থাকলে আমাদের জানাতে পারেন আমরা সেই ফিচার যোগ করার জন্য কাজ করব ইনশাআল্লাহ্।