২৪ জুলাই অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে জননিরাপত্তা বিভাগের পরীক্ষার প্রশ্ন সমাধান
পূর্ণ সমাধান দেখুন নিচেঃ
১. সন্ধি বিচ্ছেদঃ
ক. নাবিক- নৌ + ইক
খ. উদ্যোগ- উৎ+যোগ
গ. নায়ক-নৈ + অক
ঘ. গবেষণা- গো + এষণা
ঙ. পবিত্র- পো + ইত্র
২. এক কথায় প্রকাশঃ
ক. ফল পাকিলে যে গাছ মরিয়া যায়- ওষধি
খ. কোথাও উঁচু কোথাও নিচু-বন্ধুর
গ. উপকারীর অপকার করেন যিনি- কৃতঘ্ন
ঘ. যার উপস্থিত বুদ্ধি আছে- প্রত্যুৎপন্নমতি
ঙ. যা বারবার দুলছে-দোদুল্যমান
৩. অফিস সহায়ক এর কাজসমূহ কি?
অফিস সহায়ক এর দায়িত্ব ও কর্তব্য
১। অফিসের আসবাবপত্র এবং রেকর্ডসমূহের সুন্দরভাবে বিন্যাস সাধন করা এবং পরিস্কার পরিচ্ছন্ন রাখা।
২। অফিসের ফাইল এবং কাগজপত্র নির্দেশক্রমে একস্থান হইতে অন্যস্থানে কিংবা অন্য অফিসে স্থানান্তর করা।
৩। হালকা আসবাবপত্র অফিসের মধ্যে একস্থান হইতে অন্যস্থানে সরানো।
৪। গোপন অথবা গুরুত্বপূর্ণ ফাইলসমূহ স্টিলের বাক্স বন্দী করিয়া নির্দেশক্রমে এক অফিস হইতে অন্য অফিসে নেয়া।
৫। কর্মকর্তা ও কর্মচারীগণকে পানীয় জল পান করাবেন।
৬। তাহারা অফিসের সমস্ত মনিহারী ও অন্যান্য দ্রব্যাদি সংরক্ষণের জন্য দায়ী থাকিবেন।
৭। তাহারা তাদের জন্য নির্ধারিত ইউনিফর্ম পরিধান করিয়া অফিসে আসিবেন।
৮। তাহারা স্ব স্ব শাখা এবং কর্মকর্তার নির্দেশিত কাজ করিবেন।
৯। তাহার দর্শণপ্রার্থী এবং পাবলিকের সহিত ভদ্রতা বজায় রাখিয়া ব্যবহার করিবেন
১০। তাহারা কর্মকর্তার পক্ষে ব্যাংকে চেক জমা এবং টাকা তুলিবেন।
১১। তাহারা অফিস সময়ের ১৫ মিনিট পূর্বে অফিসে আসিবেন এবং সহকারী সচিব/প্রধান সহকারীর নিকট আগমনের রিপোর্ট করিবেন।
১২। তাহারা বিনা অনুমতিতে কোন সময় অফিস ত্যাগ করিবেন না।
৪. Translate into English:
৫. Complete the sentences with the right form of verb.
৬. Write the full/ extended form of the following:
৭. a+b+c=15 এবং a2+b2+ c2=83 হলে, ab+bc+ac এর মান কত? Ans: 71
৮. পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৭০ বছর। ৭ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৫ঃ২ । ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? উঃ 13:7
৯. ক. ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? – ত্রিভূজের ক্ষেত্রফল = ১/ ২(ভূমি×উচ্চতা)
খ. বৃত্তের দৈর্ঘ্যকে কি বলা হয়? – পরিধি