৪১তম বিসিএসের জন্য ৮০ দিনের পরিকল্পনার গতকাল পরীক্ষা হয়েছে  অন্যান্য সাহিত্যকর্ম- ১: প্যারীচাঁদ মিত্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র, মীর মশাররফ হোসেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রমথ চৌধুরী, কায়কোবাদ এর  উপরে । মোট পরীক্ষার্থী ছিল ৭২৮ জন , বিসিএসের পাশ মার্ক অনুযায়ী মোট পাশ করেছে ২১১ জন(পাশ মার্ক ১৭)।বাংলাদেশের কোন কোচিং পরীক্ষায়ও এতো পরীক্ষার্থীর প্রতিযোগিতার আয়োজন একসাথে হয়না ।তাই নিজেকে যাচাই করার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে অনলাইন পরীক্ষা। তাই যারা প্রকৃত বিসিএস পরীক্ষার্থী তাদের উচিৎ নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ করা ।আর পরীক্ষাকে প্রতিযোগিতা হিসেবে নেওয়া । আপনারা যারা এখনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন না , তারা দ্রুত অংশগ্রহণ করুন । তা হলে দেখতে পাবেন আপনার পড়ার গতি  বাড়বে সাথেই প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে যাচাই করার সুযোগ পাবেন । 

অনলাইনের মাধ্যমে পরীক্ষা দিবেন কি ভাবে?  দেখুন ভিডিওতেঃ

গতকালের পরীক্ষার   ফলাফলঃ