প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের অনিচ্ছাকৃত synonym ভুল হওয়ার জন্য । পুরাতন ফাইল থেকে  synonym পরীক্ষার মধ্যে এড হয়েছে এই জন্য সমস্যা হয়েছে । সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন । আজকেই এই অধ্যায় সংশোধন করা হবে ।  

সংশোধনঃ synonym:  initiative- সঠিক উত্তরঃenterprise  

অন্য যে প্রশ্নগুলোকে আপনারা ভুল মনে করছেন তার ব্যাখ্যাঃ 

১। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটি?

ব্যাখ্যাঃ মারমা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী সূত্রঃ বাংলাপিডিয়া 

২। নিচের কোন উপজাতি মুসলিম  হিসেবে পরিচিত? -লাউয়া 

ব্যাখ্যাঃ বাংলাদেশে দুইটা মুসলিম উপজাতি আছে । প্রচলিত বই গুলোতে একটা উল্লেখ থাকলেও সঠিক হবে দুইটা (১) পাঙন (২) লাউয়া 

৩।বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য? -৩৪তম 

ব্যাখ্যাঃ Bangladesh becomes the 34th country to join the Commonwealth. সূত্রঃ Commonwealth অফিশিয়াল ওয়েবসাইট (প্রচলিত সকল বইয়ে এইটার উত্তর ভুল দেওয়া আছে  ৩২তম) 

সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। আমরা বিসিএস পরীক্ষার জন্য ভাল মানের প্রশ্ন তৈরি করতেছি যা আপনাদের অনেক কাজে দিবে । আর কোন প্রশ্ন নিয়ে সমস্যা মনে হলে প্রশ্ন রিপোর্ট করবেন । আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো । 

রিপোর্ট সংক্রান্ত উত্তরের সঠিক ব্যাখ্যা জানতে পারবেন Contact us থেকে ।