এসএসসি পরীক্ষা ২০২০ এর ফল পুন:নিরীক্ষণের আবেদন করবেন যেভাবে


এসএসসি পরীক্ষা ২০২০ এর ফল পুনঃনিরীক্ষণের নিয়মাবলি :

আবেদন করার সময়: ০১/০৬/২০২০ থেকে ০৭/০৬/২০২০

শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে পুন:নিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মােবাইলের Message অপশনে গিয়ে RSC <Space> বাের্ডের নামের প্রথম তিন অক্ষর <Space> রােল নম্বর <Space> বিষয় কোড লিখে Send করুন 16222 নম্বরে।

উদাহরণঃ ঢাকা বাের্ডের কোন পরীক্ষার্থীর রােল নম্বর 123456 হলে message অপশনে RSC Dha 123456 101 (বাংলা) লিখে send করুন 16222 নম্বরে। ফিরতি এসএমএস-এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি PIN প্রদান করা হবে। এতে সম্মত থাকলে ম্যাসেজ অপশনে গিয়ে RSC <Space> Yes <Space> PIN <Space> Contact Number (QT capta calatzat pelasa) লিখে send করুন 16222 নম্বরে।

উল্লেখ্য পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএস এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলাে আলাদা করে লিখতে হবে। যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রি-পেইড মােবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে RSC <Space> Dha < Space> Roll Number <Space>101, 102, 107, 108 লিখতে হবে। এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য ১২৫ টাকা হারে ফি প্রযােজ্য হবে।