মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কাঁপছে পুরো দেশ। ১৩ এপ্রিল (রবিবার) সংবাদ সম্মলেন করে জানানো হয় দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৮০৩ জন।

সারাদেশে গত এক দিনে সর্বোচ্চ ১৮২ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ৮০৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এবং প্রাণ হারিয়েছে ৫ জন, এ নিয়ে দেশে মোট করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে।

১৩ এপ্রিল করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্যমন্ত্রী ও আইইডিসিআরের নিয়মিত অনলাইন বিফ্রিংয়ে এমনটি জানানো হয়।

করোনা ভাইরাসে বাংলাদেশের ৮টি বিভাগের মোট ৩৮ টি জেলায় করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। প্রথম বারের মতন নতুন করে ৩ টি জেলায় করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। আসুন জেনে নেই কোন জেলায় কত জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

ঢাকা বিভাগ:

  • ঢাকা সিটি: ৩৮৩ জন
  • ঢাকা জেলা: ২৪ জন
  • গাজীপুর: ৩৫ জন
  • কিশোরগঞ্জ: ১০ জন
  • মাদারীপুর: ১৯ জন
  • মানিকগঞ্জ: ৫ জন
  • নারায়ণগঞ্জ: ১৪৪ জন
  • মুন্সীগঞ্জ: ১৭ জন
  • নরসিংদী: ২০ জন
  • রাজবাড়ী: ৬ জন
  • টাঙ্গাইল: ৭ জন
  • শরীয়তপুর: ১  জন
  • গোপালগঞ্জ: ৩ জন

চট্টগ্রাম বিভাগ:

  • চট্টগ্রাম: ১৮ জন
  • কক্সবাজার: ১ জন
  • কুমিল্লা: ৯ জন
  •  ব্রাহ্মনবাড়িয়া- ৬ জন
  • লক্ষীপুর-১
  • চাঁদপুর: ৬ জন

সিলেট বিভাগ:

  • মৌলভীবাজার: ১ জন
  • হবিগঞ্জ-১ জন
  • সুনামগঞ্জ-১ জন (নতুন)
  • সিলেট জেলা: ১ জন

রংপুর বিভাগ:

  • রংপুর: ২ জন
  • গাইবান্ধা: ৬ জন
  • নীলফামারী: ৩ জন
  • লালমনিরহাট-১ জন
  • ঠাকুরগাঁও- ৩ জন

খুলনা বিভাগ:

  • চুয়াডাঙ্গা: ১ জন

ময়মনসিংহ বিভাগ:

  • ময়মনসিংহ: ৫ জন
  • জামালপুর: ৬ জন
  • নেত্রকোণা-১ জন
  • শেরপুর: ২ জন

বরিশাল বিভাগ:

 

  • পটুয়াখালী: ২ জন
  • বরগুনা-৩ জন
  • ঝালকাঠি-৩ জন
  • বরিশাল- ২ জন (নতুন)

রাজশাহী বিভাগ

রাজশাহী-২ জন  (নতুন)

নতুন করে প্রথমবারের মতো ৭ জেলায়  করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে।

সকল তথ্য উপাত্ত আইইডিসিআরের থেকে সংগৃহিত।