বিশ্ব বর্তমানে যেন মৃত্যুপুরীর , লাগামহীন ভাবে করোনায় মানুষ মারা যাচ্ছে । মৃত্যুর সংখ্যা যেভাবে বাড়ছে তার থেকে ২১ গুন বেশি মানুষ দিনে আক্রান্ত হচ্ছে । প্রতিদিনে গড় ৫০ হাজারের ও বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছে । এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখা বিশ্বে ৬ লাখ ছাড়িয়ে গিয়েছে । যে হারে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিনে বেড়ে যাচ্ছে তাতে আক্রান্ত দেশের সাথে সাথে সম্পূর্ণ বিশ্বের  ঘুম হারাম করে দিয়েছে । এই ভাবে চলতে থাকলে অনেক সময় লাগবে পৃথিবী স্বাভাবিক হতে । কোন ভাবেই যেন আক্রান্ত রোগীর সংখ্যা কমছে না । বাংলাদেশ সময়  ৭.৪১ পিএম এখন পর্যন্ত বিশ্বে আক্রান্ত রোগীর সংখ্যা  ৬ লাখ ১৭ হাজার ৮৪ জন । আজকে নতুন করে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে  ২০ হাজার ৭৭২ জন ।  আজকে এখন পর্যন্ত মারা গিয়েছে  ১০৩৫ জন  এবং মোট মারা গিয়েছে এখন পর্যন্ত ২৮ হাজার ৩৯৬ জন ।


সব চেয়ে বেশি আক্রান্ত  ২০ দেশের তালিকাঃ আপডেট সময় ৭.৪১ পিএম  তারিখঃ ২৮-০৩-২০২০


মার্কিন যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত – ১ লাখ ৪ হাজার ২৭৭ জন ,  আজকে আক্রান্ত – ১৫১জন ,   মোট মৃত-১৭০৪ , আজকে মৃত-৮ জন


ইতালিতে মোট আক্রান্ত – ৮৬ হাজার ৪৯৮ জন ,  আজকে আক্রান্ত – এখনও আপডেট হয়নি  ,   মোট মৃত-৯১৩৪ , আজকে মৃত- এখনও আপডেট হয়নি


চীনে মোট আক্রান্ত –  ৮১ হাজার ৩৯৪ জন ,  আজকে আক্রান্ত – ৫৪জন ,   মোট মৃত-৩২৯৫ , আজকে মৃত-০৩ জন


স্পেনে মোট আক্রান্ত – ৭২ হাজার ২৪৮জন ,  আজকে আক্রান্ত – ৬৫২৯ জন ,   মোট মৃত-৫৬৯০ , আজকে মৃত-৫৫২ জন


জার্মানিতে মোট আক্রান্ত – ৫৩ হাজার ৩৪০ জন ,  আজকে আক্রান্ত – ২৪৬৯জন ,   মোট মৃত-৩৯৯ , আজকে মৃত-৪৮ জন


ইরানে মোট আক্রান্ত – ৩৫ হাজার ৪০৮ জন ,  আজকে আক্রান্ত – ৩০৭৬জন ,   মোট মৃত-২৫১৭ , আজকে মৃত-১৩৯জন


ফ্রান্সে মোট আক্রান্ত – ৩২ হাজার ৯৬৪জন ,  আজকে আক্রান্ত – এখনও আপডেট হয়নি  ,   মোট মৃত-১৯৯৫ , আজকে মৃত-এখনও আপডেট হয়নি ।


যুক্তরাজ্যে মোট আক্রান্ত – ১৪ হাজার ৫৪৩ জন ,  আজকে আক্রান্ত – এখনও আপডেট হয়নি  ,   মোট মৃত-৭৫৯ , আজকে মৃত-এখনও আপডেট হয়নি


সুইজারল্যান্ডে মোট আক্রান্ত -১৩ হাজার ৩৭৭ জন ,  আজকে আক্রান্ত – ৪৪৯জন ,   মোট মৃত-২৪২ , আজকে মৃত-১১ জন


নেদারল্যান্ডসে মোট আক্রান্ত – ৯ হাজার ৭৬২ জন ,  আজকে আক্রান্ত – ১১৫৯জন ,   মোট মৃত-৬৩৯ , আজকে মৃত-৯৩ জন


দক্ষিণ কোরিয়ায় মোট আক্রান্ত – ৯ হাজার ৪৭৮ জন ,  আজকে আক্রান্ত – ১৪৬জন ,   মোট মৃত-১৪৪ , আজকে মৃত-৫ জন


বেলজিয়ামে মোট আক্রান্ত – ৯ হাজার ১৩৪ জন ,  আজকে আক্রান্ত – ১৮৫০জন ,   মোট মৃত-৩৫৩ , আজকে মৃত-৬৪ জন


অস্ট্রিয়ায় মোট আক্রান্ত – ৭ হাজার ৯৬৪ জন ,  আজকে আক্রান্ত – ২৬৭ জন ,   মোট মৃত-৬৮  , আজকে মৃত-১০ জন


তুরস্কে মোট আক্রান্ত – ৫ হাজার ৬৯৮ জন ,  আজকে আক্রান্ত – এখনও আপডেট হয়নি ,   মোট মৃত-৯২ , আজকে মৃত-এখনও আপডেট হয়নি



পর্তুগালে মোট আক্রান্ত – ৫ হাজার ১৭০ জন ,  আজকে আক্রান্ত -৯০২জন ,   মোট মৃত-১০০ , আজকে মৃত-২৪ জন


কানাডায় মোট আক্রান্ত –  ৪ হাজার ৭৫৭জন ,  আজকে আক্রান্ত – এখনও আপডেট হয়নি ,   মোট মৃত-৫৫জন , আজকে মৃত-এখনও আপডেট হয়নি


নরওয়েতে মোট আক্রান্ত – ৩ হাজার ৮১১ জন ,  আজকে আক্রান্ত – ৪০ জন ,   মোট মৃত-২০ , আজকে মৃত-১ জন


অস্ট্রেলিয়ায় মোট আক্রান্ত – ৩ হাজার ৬৩৫ জন ,  আজকে আক্রান্ত – ২৫৭ জন ,   মোট মৃত-১৪ , আজকে মৃত-১ জন


ব্রাজিলে মোট আক্রান্ত – ৩ হাজার ৪৭৭ জন ,  আজকে আক্রান্ত – ৬০জন ,   মোট মৃত-৯৩ , আজকে মৃত-১ জন


ইসরায়েলে মোট আক্রান্ত – ৩ হাজার ৪৬০ জন ,  আজকে আক্রান্ত – ৪২৫জন ,   মোট মৃত-১২ , আজকে মৃত-০জন


দক্ষিণ এশিয়ার দেশগুলোর  অবস্থাঃ


বাংলাদেশের করোনাভাইরাসে  মোট আক্রান্ত –  ৪৮ জন ,  আজকে আক্রান্ত – ০ জন ,   মোট মৃত-৫ , আজকে মৃত-০জন


ভারতে করোনাভাইরাসে  মোট আক্রান্ত –  ৯৩৩ জন ,  আজকে আক্রান্ত – ৪৬ জন ,   মোট মৃত-২০ , আজকে মৃত-০জন


পাকিস্তানে  করোনাভাইরাসে  মোট আক্রান্ত –  ১৪১৫ জন ,  আজকে আক্রান্ত – ৪২ জন ,   মোট মৃত-১২ , আজকে মৃত-১ জন


শ্রীলঙ্কায়  করোনাভাইরাসে  মোট আক্রান্ত –  ১১০ জন ,  আজকে আক্রান্ত – ৪ জন ,   মোট মৃত-০ , আজকে মৃত-০জন


নেপালে করোনাভাইরাসে  মোট আক্রান্ত –  ৫ জন ,  আজকে আক্রান্ত – ১ জন ,   মোট মৃত-০ , আজকে মৃত-০জন


যে সব দেশে এখনও করোনায় আক্রান্ত হয়নি কেউ

এশিয়া ও আফ্রিকা মহাদেশের বেশ কয়েকটি দেশে এখনও কোনও করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।


যদিও এখনও পর্যন্ত সেখানে কোনও আক্রান্তের খোঁজ মেলেনি। দেখে নেওয়া যাক সেইসব দেশের তালিকা—


এশিয়া মহাদেশ: ইয়েমেন, উত্তর কোরিয়া, তাজাকিস্তান, তুর্কেমিনিস্তান।


ওশেনিয়া মহাদেশ: সোলোমান আইল্যান্ড, ভানুয়াতু, সামোয়া, কিরিবিতি, মাইক্রোনেশিয়া, টোঙ্গা, মার্শাল আইল্যান্ড, পালাও, টুভ্যালু, নাউরু।


আফ্রিকা মহাদেশ: বুরুন্ডি, সাউথ সুদান, সিয়েরা লিওন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, বতসোয়ানা, লেসেথো।