আঞ্চলিক ও আন্তজাতিক ব্যবস্থা
বিসিএস বাংলাদেশের সর্বোচ্চ চাকরির পরীক্ষা । ৪০তম বিসিএস পরীক্ষায় পরীক্ষার্থী ছিল প্রায় ৪ লাখ । সেই হিসেবে ৪১ তম পরীক্ষায় ৫লাখ হতে পারে। এতো চাকরির পরীক্ষার্থীর মধ্যে আমাদের Android app: Jobs Exam Alert এর ব্যবহারকারী ৪১ তম পরীক্ষায় পরীক্ষার্থী কম করে হলেও ২লাখ হবে । এই পরীক্ষার্থীদের জন্য আমাদের ৯০ দিনের আয়োজন । আপনার মধ্যে ৩মাসের ধৈর্য্য এবং পড়ার ইচ্ছে থাকলে আপনি আমাদের সাথে পরীক্ষা দিতে পারেন। তবে প্রতিটা পরীক্ষায় আপনাকে টার্গেট করতে কবে ৮০%+ মার্ক । ৪১ তম বিসিএস পরীক্ষার জন্য আপনাদের সকল সহযোগিতা করা হবে। এখানে আপনি ফ্রি এবং পেইড মেম্বার হয়ে পরীক্ষা দিতে পারেন। দুইটা পরীক্ষা হবে একই রুটিন দিয়ে তবে ফ্রি পরীক্ষা হবে ৩০মার্কের এবং পেইড মেম্বারদের পরীক্ষা হবে ৬০মার্কের । মাসে ৪০টাকা ফি দিয়ে ৯০ দিনে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন আমাদের সাথে।
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক:
আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা
পরীক্ষার তারিখঃ 02-12-2019
পরীক্ষার সময়ঃ রাত ৮.০০টা থেকে ১২.০০টা
পরীক্ষা দিতে পারবেন www.studyonlinebd.comঅথবা Android app: Jobs Exam Alertএর মাধ্যমে
কি ভাবে পেইড মেম্বার হতে পারবেন নিচের ভিডিওতে দেখতে পাবেনঃ
প্রতিটা বিসিএস পরীক্ষার জন্য গ্রুত্বপূর্ণ একটা অধ্যায় । এই অধ্যায় থেকে প্রতিটা বিসিএস পরীক্ষায় ২-৩ মার্ক কমন পাবেন ।
৩৫ তমঃ
নেপালের সর্বশেষ রাজা ছিলেন- রাজা জ্ঞানেন্দ্র
ডমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল- দক্ষিণ পূর্ব এশিয়া
বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে শান্তির সংবিধান বলা হয়- জাপান
বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড এর প্রবক্তা- চীন
৩৬তমঃ
লাওসের সরকারি নাম কি- Loas Reople’sDemocratic Republic
আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত- সিরিয়া
৩৭তমঃ
সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনিবার্চিত সামরিক বাহিনীর সদস্য জন্য সংরক্ষিত থাকবে- ২৫%
সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়- ইতালি
৩৮ তমঃ
আফ্রিকার সাব-সাহারা অঞ্চলকে কী নামে অভিহিত করা হয়? উত্তরঃ সাভানা
ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি? উত্তরঃ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস
মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় কত সালে? উত্তরঃ ১৯৮২ সালে
৩৯তমঃ( বিশেষ পরীক্ষা ছিল এইটা তেমন গুরুত্ব না। )
মায়া সভ্যতা বিরাজমান ছিল- মধ্য আমেরিকার
৯২ বছর বয়সী মাহাথির মোহাম্মাদের রাজনৈতিক জোটের নাম- পাকাতান হারাতান
দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ- মিয়ানমার
মিনস্ক নিচের কোন দেশের রাজধানী- বেলারুশ
Sunshine policy এর সাথে কোন দুটি দেশ জড়িত- উত্তর কোরিয়া-দক্ষিণ কোরিয়া
এগুলো
৪০ তম:
চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের জন্য কৌশলগত সম্পর্ক স্থাপন করেছেন- জিবুতি
কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়- অষ্ট্রিয়া
আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থাঃ
ইংরেজিতে এটা Regional and International Order. এখন International Order বা World Order হল - কোন পদ্ধতিতে বা কাদের নিয়ন্ত্রণে পৃথিবী চলছে। যেমন, বর্তমান পৃথিবী নিয়ন্ত্রিত হচ্ছে যুক্তরাষ্ট্র ও তাঁর পশ্চিম ইউরোপীয় মিত্রদের মাধ্যমে পরিচালিত কিছু প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠানসমুহের প্রবর্তিত কিছু আইন দিয়ে। এই যে International Order, এটা শুরু হয়েছে ২য় বিশ্বযুদ্ধের পরে এবং আজও চলছে। ২য় বিশ্বযুদ্ধের আগে ব্রিটিশ নিয়ন্ত্রিত Liberal Democratic আর Colonial Order এর মিশ্রণ অনেক দিন চলেছে। WWII এর পর কয়েক দশক USA & USSR (সোভিয়েত ইউনিয়ন) এর মধ্যে স্নায়ু যুদ্ধ চলেছে, তখন bi-polar বা দুই মেরুর সিস্টেম বলা হত। তাতে USSR এর পরাজয়ের মধ্য দিয়ে USA এর একক কর্তৃত্ব বা unipolar বা এককেন্দ্রীক সময় এখন চলছে। তবে এগিয়ে আসছে চীন ও ভারতের মত উদীয়মান শক্তিগুলো। এদের মিলে পৃথিবীতে হয়তো multi-polar order এর সময় আসবে। আর আঞ্চলিক বা regional order হল - কোন মহাদেশ, উপমহাদেশ বা অঞ্চল কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। এর মধ্যে এশিয়াতে চীন ও ভারতের নিয়ন্ত্রণ পড়ে। এই ভাবে প্রতিটা অঞ্চল পরিচালিত হচ্ছে সাথে বিভিন্ন কারণে সমস্যাও হচ্ছে এবং সাম্প্রতিক আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে যাচ্ছে। আর এই সাম্প্রতিক বিষয় কে কেন্দ্র করেই বেশি ভাগ বিষয়ে প্রশ্ন হচ্ছে বিসিএস পরীক্ষায় । উপরে দেখেন বিগত সালের প্রশ্ন আছে , বেশি ভাগ প্রশ্নই এই বিষয় কে কেন্দ্র করে দিয়েছে । যে অঞ্চল বেশি আলোচিত সেই অঞ্চলের বিভিন্ন বিষয়ের উপরে প্রশ্ন করা হয়েছে। তাই এই অধ্যায়ে আপনাকে পড়ার পাশা পাশি বর্তমান বিষয়কে বেশি নজর দিতে হবে ।
আঞ্চলিক আলোচিত অঞ্চলঃ
ভারত, চীন , মিয়ানমার , নেপাল, শ্রীলংকা , যুক্তরাষ্ট্র , যুক্তরাজ্য, রাশিয়া, ফিলিস্তিন ও ইসরাইল , ফ্রান্স , জার্মানি , মিশর, দক্ষিণ আফ্রিকা , জাপান, ইরান , ইরাক, সিরিয়া । ভুটান , মালদ্বীপ , আফগানিস্থান , মালয়েশিয়া , কানাডা , ব্রাজিল , সৌদি আরব ,হংকং, ইন্দোনেশিয়া, উত্তর ও দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, স্পেন, সুইজারল্যান্ড, সোমালিয়া, সুদান, সিয়েরা লিওন, কিউবা, চিলি, ভেনিজুয়েলা, বলিভিয়া, (বুগেনভিলে-১৯৬ তম স্বাধীন দেশ হতে পারে -৭তারিখে ভোট )
পাশা পাশি ৭টা মহাদেশের গ্রুত্বপূর্ণ বিষয় পড়তে হবে ।
এই অধ্যায়ের পড়ার জন্য সব চেয়ে গ্রুত্বপূর্ণ বিষয় প্রতিটা দেশের রাজনীতি , অর্থনৈতিক উন্নয়ন ,গুত্বপূর্ণ ইতিহাস ,অবস্থান (বড় আলোচিত স্থান, শহর ,দ্বীপ এবং দেশ কোন অঞ্চলে) ,ভৌগলিক নাম, যে বিষয়ে বর্তমানে আলোচিত সেই বিষয় ও অতীতের ইতিহাস।