পদের নামঃ মেইল অপারেটর/ স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর/ নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
সাধারন জ্ঞান অংশ
1. শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায় অবস্থিত- যশোর
2. ২০১৮ সালের রাশিয়া ফুটবল বিশ্বকাপের মাসকটের নাম কি ছিল- জাবিভাকা
3. ইন্টারনেট কত সালে চালু হয়- ১৯৬৯
4. বাংলাদেশের স্থাপিত প্রথম কম্পিউটারের নাম কি- আইবিএম ১৬২০
5. বাংলাদেশের প্রথম পারমাণবিক কেন্দ্রের ইউনিট কয়টি- ২
6. ভিওআইপি কি- ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল
7. CPU কে কত ভাগে ভাগ করা যায়- ৩
8. MRT এর পূর্ণরূপ কি- Mass Rapid Transport
9. রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি কত মেগাওয়াট- ১৩২০
10. জি-৭ এর ৪২ তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়- জাপান
11. বাংলাদেশের সংবিধান গণপরিষদে উত্থাপিত হয় ১৯৭২ সালের- ১২ অক্টোবর
12. বিশ্বের বৃহত্তম বইমেলা অনুষ্ঠিত হয় কোথায়- ফ্রাংকফুর্ট (জার্মানি)
13. মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট কে প্রতিষ্ঠা করেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
14. বাংলাদেশের কোন পণ্য সর্ব প্রথম ভৌগোলিক নির্দেশক জিআই সনদ পায়- জামদানি শাড়ি
15. মাইক্রো প্রসেসরের কোন অংশটি ডাটা প্রসেসিং এ ব্যবহৃত হয়- ALU
16. 14 তম G-20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়-জাপান
17.বাংলাদেশের প্রথম লোহার খনি আবিষ্কৃত হয় কোথায়-দিনাজপুর
18. কোন দেশের মন্ত্রিসভার অর্ধেক সদস্য নারী-দক্ষিণ আফ্রিকা
বাংলা অংশ
19. গায়ক এর সন্ধি বিচ্ছেদ কোনটি-গৈ + অক
20. কুলি শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি- কামিন
21. ন্যাকামিটা এখন রাখো” বাক্যে ন্যাকামি শব্দের সঙ্গে টা যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ করে- নির্থকতা
22. শৈশব এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি- শিশু + ষ্ণ
23. ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি- এক কথায় কি হবে- ইতিহাসবেত্তা
24. কোন শ্রদ্ধেয় ব্যক্তি কে বিদায় অনুষ্ঠানে যে শ্রদ্ধার্ঘ্য পত্র দেয়া হয় তাকে কি বলে- মানপত্র
25. ফুলকুমারী সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি- ফুলের ন্যায় কুমারী
26. মৌলিক ধাতুর অপর নাম কি- সিদ্ধ বা স্বয়সিদ্ধ ধাতু
27. লাজুক কোন ধরনের শব্দ- যৌগিক
28. মন্ত্রের সাধন কিংবা শরীর পাত “ এখানে ”কিংব” শব্দ কোন অব্যয়- বিয়োজক
29.ঘোটকের গাড়ি” একটি কোন দোষে দুষ্ট-গুরুচন্ডালী দোষ
30. কোন সাহিত্যিক 1971 সালের 14 ডিসেম্বর শহীদ হন- মুনীর চৌধুরী
31. সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি–নীললোহিত
32. শত্রুকে দমন করে যে- অরিন্দম
33. কোন বানানটি শুদ্ধ-পিপীলিকা
34. কোনটি যৌগিক শব্দ-দৌহিত্র
35. নিচের কোনটি বহুবচন বাচক শব্দ নয়-মঙ্গল
ইংরেজী অংশ
36. Which of the following word can be used as a verb- Master
37. I will phone you when I —-the news. get
38. I——- to his house yesterday but could not meet- went
39. The correct passive form of “I know him”is– He known to me.
40. The correct passive form of “Open the window” is- Let the window be opened
41. The meaning of “starch” is- put an end to
42. The synonym of “delude” is- deceive
43. The meaning of “soft soap”is– flattery for self motives
44. The meaning of “White elephant” is--a very costly and troublesome possession
45. Translate into English “কেটলিতে পানি টগবগ করছে”–The water is simmering in the kettle.
46. Translate into English “আমি এটা না করে পারলাম না”- I could not help doing it
47. The passive form of “Do you know him”- is–Is he known to you?
48. Change the speech ” what do you want?” She asked him—She asked him what he wanted.
49. The noun of the word believe is--belief
50. The passive form of “You are to color this picture “ is– The picture is to be colored by you.
51. Modern farms are much larger than — of former times. that
52. The prefix “poly” in word “ polygamy” expressed in the sense- Many
53. The prefix “mis” can be added to–Misfire
গণিত অংশ
54. কোন ত্রিভুজের দুটি কোণ ১০ ডিগ্রি এবং ৮০ ডিগ্রি হলে, ত্রিভুজটি হবে- সমকোণী
55. নিচের কোনটি মৌলিক সংখ্যা- ৫৯
56. একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০। হয় সংখ্যাটি কত? ১৮
57. একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ঃ৪ঃ৫ হলে কোন তিনটিকে ডিগ্রিতে প্রকাশ করুন- ৪৫,৬০, ৭৫
58. একটি যোগ করতে কম্পিউটারের ৫০ ন্যানো সেকেন্ড সময় লাগলে সেকেন্ডে এটা কত কোটি যোগ করতে পারবে- ২ কোটি
59. একটি ট্রেন ঘন্টায় ৮৪ কিলোমিটার বেগে চলে। ট্রেনটি ৮০০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ১ মিনিটে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার-–৬০০
60. ঘন্টায় ৪ কিলোমিটার গতি বৃদ্ধি করায় ৩২ কিলোমিটার পথ অতিক্রম করতে ৪ ঘণ্টা সময় কম লাগে। বৃদ্ধির পূর্বে গতি কত কিলোমিটার ছিল-– ৪
61. a4+4 এর উৎপাদক কোনটি- (a2 +2a +2) (a2 -2a +2)
62. ১+২+৩+……….. ..৯৯ কত? ৫০৫০
63. যদি (x-y,3) +(0,x+2y) হয়, তবে (x,y)= কত– 1, 1
64. একটি চাকার ব্যাস ৪.২ মিটার । চাকাটি ৩৩০ মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে- ২৫
65. একটি ঘনকের কয়টি সমকোণ থাকে- ২৪
66. শতকরা বার্ষিক ৭ টাকা হারে সরল মুনাফায়, ৬৫০ টাকার ৬ বছরের মুনাফা কত টাকা- ২৭৩
67. 6a2bc, 8ab2c, 6a2b2c এর লসাগু কোনটি- 24a2b2c
68. ৭ঃ৫ এবং আর্টিস্ট ৮ঃ৯ দুইটি অনুপাত হলে, এদের ধারাবাহিক অনুপাত- ৫৬ঃ ৪০ঃ ৪৫
69. ১ + ২ + ৩ +৪…….+১৯= কত? ১৯০
70. একটি ত্রিভুজের তিন কোণের অনুপাত ১ঃ২ঃ৩ হলে ত্রিভুজটি হবে? সমকোণী