বিষয়: সহকারী শিক্ষক (কম্পিউটার) পদে নিয়ােগপ্রাপ্তদের এমপিও ভুক্তকরণ প্রসঙ্গে।

উপযুক্ত বিষয়ের বরাতে জানানাে যাচ্ছে যে, শিক্ষা মন্ত্রণালয় হতে ৩০.১২.২০১৫ তারিখে জারিকৃত এক পরিপত্রের মাধ্যমে সমগ্র দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়ােগের সুপারিশের দায়িত্ব এনটিআরসিএ-কে প্রদান করা হয়। তারই পরিপ্রেক্ষিতে ২০১৬ সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হতে সহকারী শিক্ষক (কম্পিউটার) এর শূন্য পদের চাহিদা অনলাইনে (e. Requisition) প্রদান করা হয়। চাহিদাকৃত পদসমূহের জন্য প্রার্থী সুপারিশ কার্যক্রম ২০১৬ সালে সম্পন্ন করার কথা থাকলেও মহামান্য হাইকোর্টে ৯৭৭৭/২০১৬ এবং ৯৭৯০/২০১৬ মামলার কারণে নিয়ােগের সুপারিশ কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করা যায়নি। পরবর্তীতে মামলা নিষ্পত্তি হয়ে যাওয়ায় মামলার রায়ের আলােকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ) এর শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতাদির সরকারি অংশ প্রদান এবং জনবলকাঠামাে সম্পর্কিত নির্দেশিকা (৪ ফেব্রুয়ারি, ২০১০ এ প্রণীত, মার্চ ২০১৩ পর্যন্ত সংশােধিত) অনুযায়ী সহকারী শিক্ষক (কম্পিউটার) পদের ফলাফল চূড়ান্ত করা হয়। মামলার রায় মােতাবেক সহকারী শিক্ষক (কম্পিউটার) পদে নিয়ােগের জন্য শিক্ষাগত যােগ্যতার ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মাতক ডিগ্রি/ সমমান এবং সরকার অনুমােদিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ন্যূনতম ৬ (ছয়) মাসের প্রশিক্ষণ [অনুচ্ছেদ ১১(১৭) মােতাবেক প্রশিক্ষণ গ্রহণযোগ্য হওয়ায় কম্পিউটার বিষয়ে ৬ মাস মেয়াদী প্রশিক্ষণধারীরাও নিয়ােগের জন্য সুপারিশ প্রাপ্ত হয়। মামলার রায় অনুযায়ী এ ব্যবস্থা কেবলমাত্র ২০১৬ সনের প্রার্থীদের বেলায় প্রযােজ্য, এর পরেরদের বেলায় নয়।