পদ বাড়ছে ৩৮ তম বিসিএসে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চূড়ান্ত প্রস্তাব সরকারি কর্ম কমিশনের (পিএসসি) হাতে এসেছে। পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ৩৮ তম বিসিএসে ১৩৬টি পদ বাড়ছে। ফলে এই বিসিএসে ১৩৬ জন বেশি নিয়োগ পাবেন।

জনপ্রশাসন সূত্র জানায়, নতুন সিদ্ধান্ত অনুসারে পররাষ্ট্র ক্যাডারে ৮ টি, পরিবার পরিকল্পনাতে ১০, গণপূর্তে সিভিল ৩৯ ও মেকানিক্যালে ২৬, সড়ক ও জনপথে সিভিল ১৪ ও মেকানিক্যালে ৪ এবং ডাকে ৮টি পদ বেড়েছে।

পিএসসি সূত্র জানায়, ৩৮ তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে। প্রশাসন ক্যাডারের ৩০০, পুলিশ ক্যাডারের ১০০টি পদসহ ৩৮ তম বিসিএসে সাধারণ ক্যাডারে মোট ৫২০ টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯ টি, শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ থাকছে। তবে নতুন সিদ্ধান্ত অনুসারে পদ বেড়ে মোট ২ হাজার ১৬০ জন নিয়োগ পাবে।

জানতে চাইলে পিএসসির একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, ৩৮ তম বিসিএসে পদ বাড়ছে। এর বিস্তারিত কিছু জানাতে চায়নি সূত্রটি।

এদিকে প্রায় এক বছর হলেও পিএসসি ৩৮ তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেনি। ফলাফল কবে প্রকাশ করা হবে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক প্রথম আলোকে বলেন, ‘লিখিত পরীক্ষার খাতা দেখতে কিছুটা বেশি সময় লাগে। আলাদা আলাদা ক্যাডারের আলাদা আলাদা বিষয় থাকে। সেই খাতা সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকদের দেখতে দেওয়া হয়। এ ছাড়া লিখিত পরীক্ষার খাতা দুজন পরীক্ষক দেখেছেন।’

এবার বেশি সময় লাগার কারণ বলতে গিয়ে চেয়ারম্যান বলেন, এবারই প্রথম তৃতীয় পরীক্ষক খাতা দেখেছেন। তাই ফলাফল দিতে সময় বেশি লেগেছে। খুব দ্রুতই ফলাফল প্রকাশ করা হবে।

৩৮ তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় গত বছরের ১৩ আগস্ট। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ৩৮ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা হওয়ার প্রায় দুই মাসের মধ্যে এর ফল প্রকাশ করা হয়। এতে ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেন। সূত্রঃ প্রথম আলো