সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত 'সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫' এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লক্ষ্মীপুর জেলায় মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
যোগ্য প্রার্থীগণ যাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে:
- লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা।
কাগজপত্র জমা দেওয়ার সময়সীমা:
- তারিখ: ২৫ জানুয়ারি ২০২৬ থেকে ২৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
- সময়: অফিস চলাকালীন সময়ে।
কাগজপত্র জমা দেওয়ার স্থান:
- জেলা প্রাথমিক শিক্ষা অফিস, লক্ষ্মীপুর।
প্রয়োজনীয় কাগজপত্র:
- প্রার্থীর অনলাইন আবেদনে আপলোডকৃত রঙিন ছবি ২(দুই) কপি।
- অনলাইনে দাখিলকৃত আবেদন (পেইড কপি)।
- লিখিত পরীক্ষার প্রবেশপত্র।
- নাগরিকত্ব ও স্থায়ী ঠিকানার স্বপক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত সনদপত্র।
- জাতীয় পরিচয়পত্র।
- শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।
- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধার গেজেট ও মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক সনদের সত্যায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
- শারীরিক প্রতিবন্ধী (সুবর্ণ নাগরিক কার্ডধারী) ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)।
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিচিতি বিষয়ক সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)।
- অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র (যদি থাকে)।
বিশেষ নির্দেশনা:
- সকল কাগজপত্র ৯ম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।
- কাগজপত্র জমা দেওয়ার সময় মূল কপি অবশ্যই দেখাতে হবে।
- যাদের সার্টিফিকেট/ট্রান্সক্রিপ্টে ফলাফল প্রকাশের তারিখ উল্লেখ নেই, তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে ফলাফল প্রকাশের তারিখসহ প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।
- নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের অযোগ্য বলে বিবেচিত হবেন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ