৭৪৫ পদে পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় পূর্বাঞ্চল, চট্টগ্রাম (PMGEC Exam Question Solution 2026) এর পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান
প্রতিষ্ঠানের নামঃ পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, পূর্বাঞ্চল, চট্টগ্রাম
পরীক্ষার তারিখঃ ২৩ জানুয়ারি ২০২৬
পদের নাম: পোস্টাল অপারেটর
পরীক্ষার সময়ঃ ১ ঘণ্টা
Exam Type: MCQ
১. প্রাচীনকালে সমতট বলতে বোঝানো হতো কোন অঞ্চলকে?
ক. কুমিল্লা ও লক্ষীপুর খ. কুমিল্লা ও নোয়াখালী গ. ফরিদপুর ও বরিশাল ঘ. সিলেট ও কুমিল্লা’
উত্তরঃ খ. কুমিল্লা ও নোয়াখালী
২. ইউরোপ থেকে সর্বপ্রথম বাংলায় আগমন করে-
ক. ইংরেজ খ. জার্মান গ. ডাচ ঘ. পর্তুগিজ
উত্তরঃ ঘ. পর্তুগিজ
৩. ‘রাজবংশী’ নামক আদিবাসীরা বাস করে কোন জেলায়?
ক. দিনাজপুর খ. রংপুর গ. সিলেট ঘ. ময়মনসিংহ
উত্তরঃ খ. রংপুর
৪. স্বাধীনতার পর প্রকাশিত প্রথম স্মারক ডাকটিকেটে কিসের ছবি ছিল?
ক. কেন্দ্রীয় শহীদ মিনার খ. দোয়েল পাখি গ. শাপলা ফুল ঘ. ষাটগম্বুজ মসজিদ
উত্তরঃ ক. কেন্দ্রীয় শহীদ মিনার
৫. CIRDAP এর সদর দপ্তর কোথায়?
ক. নয়াদিল্লী খ. ঢাকা গ. ব্যাংকক ঘ. ম্যানিলা
উত্তরঃ খ. ঢাকা
৬. কোন মোঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ’?
ক. হুমায়ুন খ. বাবর গ. জাহাঙ্গীর ঘ. আকবর
উত্তরঃ ক. হুমায়ুন
৭. ‘ভাসানচর’ রোহিঙ্গা আশ্রয় কেন্দ্র কোন জেলায় অবস্থিত?
ক. কক্সবাজার খ. চট্টগ্রাম গ. নোয়াখালী ঘ. লক্ষীপুর
উত্তরঃ গ. নোয়াখালী ঘ.
৮. বাংলাদেশের সংবিধানের অভিভাবক-
ক. জাতীয় সংসদ খ. মন্ত্রীপরিষদ গ. সুপ্রিম কোর্ট ঘ. আইন মন্ত্রণালয়
উত্তরঃ গ. সুপ্রিম কোর্ট
৯. ‘গুলট্রাম’ কোন দেমের মুদ্রা?
ক. নরওয়ে খ. ভুটান গ. উজবেকিস্তান ঘ. নামিবিয়া
উত্তরঃ খ. ভুটান
১০. VOIP কি?
ক. Voice over Internet Protocol খ. Voice over International Protocol
গ. Vulnerable Office for Protocol ঘ. Voice of International Payment
উত্তরঃ ক. Voice over Internet Protocol
১১. ‘বঙ্গভঙ্গ’ রদ হয় কোন সনে?
ক. ১৯১৬ খ. ১৯০৫ গ. ১৯২০ ঘ. ১৯১১
উত্তরঃ ঘ. ১৯১১
১২. কোনটি EU ভুক্ত দেশ নয়?
ক. ফ্রান্স খ. ইতালি গ. যুক্তরাজ্য ঘ. পোল্যান্ড
উত্তরঃ গ. যুক্তরাজ্য
১৩. কোনটি ASEAN ভুক্ত দেশ নয়?
ক. ভিয়েতনাম খ. তাইওয়ান গ. ফিলিপাইন ঘ. থাইল্যান্ড
উত্তরঃ খ. তাইওয়ান
১৪. ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ কোথায় অবস্থিত?
ক. যমুনা নদীতে খ. মেঘনা নদীতে গ. বঙ্গোপসাগরে ঘ. প্রশান্ত মহাসাগরে
উত্তরঃ গ. বঙ্গোপসাগরে
১৫. বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান কোন জেলায়?
ক. সিলেট খ. মৌলভীবাজার গ. হবিগঞ্জ ঘ. পঞ্চগড়
উত্তরঃ খ. মৌলভীবাজার
১৬. ‘মাতামুহুরী’ নদী কোথা হতে উৎপন্ন হয়েছে?
ক. লামার মাইভার পর্বত খ. খাগড়াছড়ির বদনাতলী পর্বত
গ. আসামের লুসাই পাহাড় ঘ. ত্রিপুরার লালমাই পর্বত
উত্তরঃ ক. লামার মাইভার পর্বত
১৭. সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের বিধান রয়েছে?
ক. ১১৫ খ. ১১৭ গ. ১১৮ ঘ. ১২২
উত্তরঃ গ. ১১৮
১৮. কোন রপ্তানি খাত হতে বাংলাদেশ বেশি আয় করে?
ক. তৈরী পোশাক খ. পাটজাত পণ্য গ. চিংড়ি ঘ. জাহাজ শিল্প
উত্তরঃ ক. তৈরী পোশাক
১৯. স্ক্যান্ডেনেভিয়ান দেশ নয়-
ক. সুইডেন খ. এস্তোনিয়া গ. ডেনমার্ক ঘ. নরওয়ে
উত্তরঃ খ. এস্তোনিয়া
২০. ‘রটার্ডাম’ কোন দেশের বন্দর?
ক. জার্মানী খ. সুইডেন গ. ডেনমার্ক ঘ. নেদারল্যান্ড
উত্তরঃ ঘ. নেদারল্যান্ড
২১. কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে?
ক. লাইবেরিয়া খ. নামিবিয়া গ. হাইতি ঘ. সিয়েরালিওন
উত্তরঃ ঘ. সিয়েরালিওন
২২. ৫০ টাকায় ৮টি ডিম বিক্রি করায় ২৫% ক্ষতি হলো। প্রতি ডজন ডিমের মূল্য কত টাকা ছিল?
ক. ১০০ টাকা খ. ৯০ টাকা গ. ৭৫ টাকা ঘ. ১২০ টাকা
উত্তরঃ ক. ১০০ টাকা
২৩. ১০ টাকায় ১ হালি লেবু কিনে ৬০ টাকায় কত হালি গুলবু বিক্রয় করলে ২০% লাভ হবে?
ক. ৫ খ. ৬ গ. ৭ ঘ. ৮
উত্তরঃ ক. ৫
২৪. একটি কলম ও দুইটি পেন্সিলের একত্রিত মূল্য ৬৮ টাকা, যদি একটি কলমের মূল্য একটি পেন্সিলের মূল্যের চেয়ে ৫ টাকা বেশি হয়, তবে পেন্সিলের মূল্য কত?
ক. ১৮ খ. ২০ গ. ২১ ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ. ২১
২৫. নিচের কোন ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
ক. ৩/8 খ. ২/৫ গ. ১/৬ ঘ. ৫/৮
উত্তরঃ ক. ৩/8
২৬. কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
ক. ৩/৪ খ. ৪/৫ গ. ৬/৭ ঘ. ৭/৮
উত্তরঃ ক. ৩/৪
২৭. ০.১ ০ ০.১ ০ ০.১ = ?
ক. ১ খ. ০১ গ. ০.০০১ ঘ. ০.০০০১
উত্তরঃ গ. ০.০০১
২৮. দুইটি সংখ্যার অনুপাত ২: ৩ এবং তাদের ল.সা.গু ২৪। সংখ্যা দুইটির যোগফল কত?
ক. ২০ খ. ১৬ গ. ১৮ ঘ. ১৫
উত্তরঃ ক. ২০
২৯. একটি স্কুলে প্যারেড করার সময় ছাত্রদের ১০, ১২ এবং ১৬ সারিতে সাজানো হয়। ঐ স্কুলে নূন্যতম কতজন ছাত্র আছে?
ক. ১২০ খ. ১৮০ গ. ২২০ ঘ. ২৪০
উত্তরঃ ঘ. ২৪০
৩০. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭০ বছর। ৭ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৬: ১। ৫ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?
ক. ৩: ১ খ. ৪: ১ গ. ৫:২ ঘ. ৭:২
উত্তরঃ ক. ৩: ১
৩১. ১০০ জন শিক্ষার্থীর গড় নম্বর ৯০, যার মধ্যে ৭৫ জন শিক্ষার্থীর গড় ৯৫। অবশিষ্ট শিক্ষার্থীদের গড় নম্বর কত?
ক. ৭৫ খ. ৭০ গ. ৮০ ঘ. ৬৫
উত্তরঃ ক. ৭৫
৩২. মি. রেজা তার সম্পদের ১২% স্ত্রীকে, ৫৮% ছেলেকে এবং অবশিষ্ট ৭,২০,০০০ টাকা মেয়েকে দিলেন। তার সম্পদের মূল্য কত?
ক. ২৪০০০০০ খ. ২০০০০০০ গ. ১৬০০০০০ ঘ. ১২০০০০০
উত্তরঃ ক. ২৪০০০০০
৩৩. একটি বিদ্যালয়ে ৪৫০ জন শিক্ষার্থীদের মধ্যে ৪৮% ছাত্রী। ঐ বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কত?
ক. ২১৬ খ. ২২৪ গ. ২৩২ ঘ. ২৩৪
উত্তরঃ ঘ. ২৩৪
৩৪. ৮ জন লোক একটি কাজ ১৮ দিনে করতে পারে। কাজটি ৬ দিনে করতে হলে কত জন নতুন লোক নিয়োগ করতে হবে?
ক. ২৪ জন খ. ১৬ জন গ. ১২ জন ঘ. ৮ জন
উত্তরঃ খ. ১৬ জন
৩৫. একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় ৮ কি.মি. এবং স্রোতের প্রতিকূলে ৪ কি.মি. যায়। নৌকার বেগ কত?
ক. ২ কি.মি. খ. ৩ কি.মি. গ. ৪ কি.মি. ঘ. ৬ কি.মি.
উত্তরঃ ঘ. ৬ কি.মি.
৩৬. a = 8 b = 6 এবং Y = 4 হলে ax + 2b -2xy এর মান কত? x = 1/2
ক. ১২ খ. ৯ গ. ৭ ঘ. ৬
উত্তরঃ ক. ১২
৩৭. x – y = 2 এবং xy = 24 হলে x + y এর মান কত?
ক. ± 20 খ. ± 5 গ. ± 10 ঘ. ± 15
উত্তরঃ গ. ± 10
৩৮. a + b + c = 9 এবং ab + bc + ca = 26 হলে a² + b² + c² এর মান কত?
ক. ৫৮ খ. ৪৮ গ. ২৯ ঘ. ৩০
উত্তরঃ গ. ২৯
৩৯. x³ = 27 হলে x এর মান কত?
ক. ২ খ. ৩ গ. ৮ ঘ. ৫
উত্তরঃ খ. ৩
৪০. log2^16এর মান কত?
ক. ৫ খ. ৩ গ. ৪ ঘ. ৬
উত্তরঃ গ. ৪
৪১. দুইটি সম্পূরক কোণের সমষ্টি কত?
ক. ৯০ ডিগ্রি খ. ১৮০ ডিগ্রি গ. ১৩০ ডিগ্রি ঘ. ১৫০ ডিগ্রি
উত্তরঃ খ. ১৮০ ডিগ্রি
৪২. ৯০ ডিগ্রি কোণের পূরক কোণ কত?
ক. ০ ডিগ্রি খ. ৯০ ডিগ্রি গ. ১৮০ ডিগ্রি ঘ. ৩৬০ ডিগ্রি
উত্তরঃ ক. ০ ডিগ্রি
৪৩. Choose the correct spelled word-
ক. Suname খ. Sunamee গ. Tsunami ঘ. Tunami
উত্তরঃ গ. Tsunami
88. ‘The door opened automatically’. The verb in this sentence is-
ক. Transitive খ. Intransitive গ. Linking ঘ. None of these
উত্তরঃ খ. Intransitive
৪৫. The antonym of ‘polite.’
ক. civil খ. rude গ. confuse ঘ. courteous
উত্তরঃ খ. rude
৪৬. What is the plural form of “Ovum”?
ক. Ovams খ. Ovames গ. Ova ঘ. None
উত্তরঃ গ. Ova
৪৭. The man was ______ murder.
ক. hanged for খ. hung for গ. hang for ঘ. hanged
উত্তরঃ ক. hanged for
৪৮. Hazi Mohsin was _____the poor.
ক. kind to খ. happpy গ. helpful ঘ. annoyed
উত্তরঃ ক. kind to
৪৯. চাঁদেরও কলঙ্ক আছে। (Translate it)
ক. No smoke without fire খ. There are less to every wine.
গ. Many drops make a shower ঘ. Where there is life, there is hope.
উত্তরঃ খ. There are less to every wine.
৫০. The study of “religion” is called-
ক. Apiology খ. Anthropology গ. Theology ঘ. Religionology
উত্তরঃ গ. Theology
৫১. The poet of beauty is-
ক. Wordsworth খ. Eliot গ. Milton ঘ. Keats
উত্তরঃ ঘ. Keats
৫২. Which form of the word is an adjective?
ক. Resolute খ. Resolve গ. Resolution ঘ. Resolutely
উত্তরঃ ক. Resolute
৫৩. The verb form of bitter is-
ক. Embit খ. Embitter গ. Bitterness ঘ. Bitterify
উত্তরঃ খ. Embitter
৫৪. Which one is plural?
ক. Oasis খ. Terminus গ. Vertex ঘ. Bureaux
উত্তরঃ ঘ. Bureaux
৫৫. Mr. Anwar is an expert _______physics.
ক. at খ. to গ. in ঘ. with
উত্তরঃ গ. in
৫৬. Your conduct admits ______no excuse.
ক. for খ. at গ. of ঘ. from
উত্তরঃ গ. of
৫৭. He died following the incident. Here “following” is a/an-
ক. Adjective খ. adverb গ. noun ঘ. preposition
উত্তরঃ ঘ. preposition
৫৮. ‘Adjacent to’ means-
ক. বিরক্ত হওয়া খ. নিকটবর্তী গ. বিপরীত দিক ঘ. খাপ খাওয়া
উত্তরঃ খ. নিকটবর্তী
৫৯. “Cry wolf” means-
ক. Give a false alarm খ. Bare one’s teeth গ. Clear the road ঘ. Show anger
উত্তরঃ ক. Give a false alarm
৬০. When he is pragmatic, he is being-
ক. Wasteful খ. Productive গ. Practical ঘ. Powerful
উত্তরঃ গ. Practical
৬১. Which one is the correct spelling?
ক. perliament খ. perlament গ. palament ঘ. parliament
উত্তরঃ ঘ. parliament
৬২. Whcich one is the correct spelling?
ক. irresistible খ. irresistable গ. iresistable ঘ. iresistible
উত্তরঃ ক. irresistible
৬৩. The antonym of insipid is-
ক. cold খ. dull গ. exciting ঘ. sanguine
উত্তরঃ গ. exciting
৬৪. সে এমনভাবে কথা বলে মনে হয় সব জানে। (Translate in English)
ক. He talks after knowing everything. খ. He talks like he knows everything.
গ. He talks knowing everything. ঘ. He talks as if he knew everything.
উত্তরঃ ঘ. He talks as if he knew everything.
৬৫. Choose the correct spelling-
ক. propritor খ. proitor গ. proprietor ঘ. proprietore
উত্তরঃ গ. proprietor
৬৬. Constitution:preamble ::
ক. Legislation: Assembly খ. Book: Preface
গ. Prelude:Overture ঘ. Opera: Music
উত্তরঃ খ. Book: Preface
৬৭. I spent_______ the right word with the patient. choose the
ক. sometimes খ. sometime গ. some time ঘ. some times
উত্তরঃ গ
৬৮. He reached the _______of his literary career.
ক. abattoir খ. acme গ. admonish ঘ. abdicate
উত্তরঃ খ. acme
৬৯. Wordsworth was inspired by-
ক. American revolution খ. Industrial Revolution
গ. Russian revolution ঘ. French Recolution
উত্তরঃ ঘ. French Recolution
৭০. “Man and Superman” is written by-
ক. Barnard Shaw খ. Monika Ali গ. Lord Byron ঘ. Charles Dickens
উত্তরঃ ক. Barnard Shaw
৭১. While in the morning, I saw them playing.
ক. walk খ. walked গ. walking ঘ. walks
উত্তরঃ গ. walking
৭২. ‘আষাঢ়ে বৃষ্টি নামে’- ‘আষাঢ়ে’ কোন কারকে কোন বিভক্তি?’
ক. কর্তায় ৫মী খ. কর্মে ২য়া গ. অপাদানে ৭মী ঘ. অধিকরণে ৭মী
উত্তরঃ ঘ. অধিকরণে ৭মী
৭৩. ‘পরীক্ষা আসলে জল ঝরে।’ চোখের কোন কারকে কোন বিভক্তি?
ক. অপাদানে ৭মী খ. করণে ৫মী গ. সম্প্রদানে ৭মী ঘ. অধিকরণে ৭মী
উত্তরঃ ক [ব্যাখ্যা: সঠিক উত্তর: অপাদানে ৬ষ্ঠী।]
৭৪. ‘প্রদীপ নিভে গেলো।’- বাক্যটি কোন কালের?
ক. নিত্যবৃত্ত অতীত খ. সাধারণ অতীত গ. পূরাঘটিত অতীত ঘ. ঘটমান অতীত
উত্তরঃ খ. সাধারণ অতীত
৭৫. ‘নিরাকরণ’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ক. নির+আকরণ খ. নিঃ+করণ গ. নিঃ+আকরণ ঘ. নিরা+করণ
উত্তরঃ গ. নিঃ+আকরণ
৭৬. ‘ষোড়শ’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ক. ষট+অশ খ. ষট্+দশ গ. ষড়+অশ ঘ. ষড়+দশ
উত্তরঃ খ. ষট্+দশ
৭৭. ‘চিকিৎসাশাস্ত্র’ কোন সমাস?
ক. কর্মধারয় খ. বহুব্রীহি গ. অব্যয়ীভাব ঘ. তৎপুরুষ
উত্তরঃ ক. কর্মধারয়
৭৮. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
ক. কালচক্র খ. পরাণপাখি গ. শশব্যস্ত ঘ. বহুব্রীহি
উত্তরঃ গ. শশব্যস্ত
৭৯. ‘ছাপান্ন হাজার বর্গমাইল’ উপন্যাসের রচয়িতা কে?
ক. হুমায়ুন আহমেদ খ. হুমায়ুন কবির গ. ফররুখ আহমেদ ঘ. হুমায়ুন আজাদ
উত্তরঃ ঘ. হুমায়ুন আজাদ
৮০. ‘জলবতী মেঘের বাতাস’-গল্পের রচয়িতা কে?
ক. বেগম রোকেয়া খ. সুফিয়া কামাল গ. সেলিনা হোসেন ঘ. নির্মলেন্দু গুণ
উত্তরঃ গ. সেলিনা হোসেন
৮১. ‘শ্রব্য’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. শ্রু+ব খ. শ্র+ব গ. শ্রু+ষ ঘ. শ্র+ব
উত্তরঃ গ. শ্রু+ষ
৮২. ‘সুহৃদ’ কোন ধরনের শব্দ?
ক. মৌলিক খ. রূঢ়ি গ. যোগরূঢ় ঘ. যৌগিক
উত্তরঃ গ. যোগরূঢ়
৮৩. ‘রেস্তোঁরা’ কোন ভাষার শব্দ?
ক. ফারসি খ. ফরাসি গ. চৈনিক ঘ. পর্তুগিজ
উত্তরঃ খ. ফরাসি
৮৪. মহাপ্রাণ অঘোষ ধ্বনি কোনটি?
ক. চ খ. ধ গ. ম ঘ. ঠ
উত্তরঃ ঘ. ঠ
৮৫. ‘বিজিত’ শব্দের অর্থ কি?
ক. জয়ী খ. পরাজিত গ. পুরস্কৃত ঘ. সমাদৃত
উত্তরঃ খ. পরাজিত
৮৬. ‘মাতঙ্গ’ কার সমার্থক শব্দ?
ক. হরিণ খ. ভুজঙ্গ গ. হাতি ঘ. হাতিয়ার
উত্তরঃ গ. হাতি
৮৭. ‘Artisan’ শব্দের বাংলা পরিভাষা কোনটি?
ক. কারিগর খ. কৃত্রিমতা গ. গ্রস্থন ঘ. কারুশিল্প
উত্তরঃ ক. কারিগর
৮৮. ‘তস্কর’ এর বিপরীত শব্দ কোনটি?
ক. লস্কর খ. নিরীহ গ. সাধু ঘ. নির্লোভ
উত্তরঃ গ. সাধু
৮৯. ‘ধামাধরা’ বাগধারায় অর্থ কি?
ক. কদরহীন লোক খ. তোষামোদকারী গ. চক্ষুশূল ঘ. হতভাগ্য
উত্তরঃ খ. তোষামোদকারী
৯০. ‘হরণ করার ইচ্ছা’ এক কথায় প্রকাশ কি হবে?
ক. জিহীর্ষা খ. বিবিক্ষা গ. জুগুপ্সা ঘ. বিভ্রমিষা
উত্তরঃ ক. জিহীর্ষা
৯১. ‘কমলে কামিনী’ নাটকের রচয়িতা কে?
ক. প্যারীচাঁদ মিত্র খ. দীনবন্ধু মিত্র গ. মীর মশাররফ হোসেন ঘ. হরিশ চন্দ্র মিত্র
উত্তরঃ খ. দীনবন্ধু মিত্র
৯২. মুসলিম রেনেসাঁর কবি বলা হয় কাকে?
ক. হুমায়ুন আহমেদ খ. ফররুখ আহমেদ গ. শওকত ওসমান ঘ. সেলিনা হোসেন
উত্তরঃ খ. ফররুখ আহমেদ
৯৩. ‘আমলার মামলা’ নাটকের রচয়িতা কে?
ক. সেলিনা কবির খ. রোকেয়া হোসেন গ. আবু ইসহাক ঘ. শওকত ওসমান
উত্তরঃ ঘ. শওকত ওসমান
৯৪. ‘মেঘ বলে চৈত্রে যাবে’ কাব্যের রচয়িতা কে?
ক. মহাদেব সাহা খ. শামসুর রাহমান
গ. আহসান হাবীব ঘ. জীবনানন্দ দাশ
উত্তরঃ গ. আহসান হাবীব
৯৫. ‘তিমির হননের কবি’ কে?
ক. জীবনানন্দ দাশ খ. সুফিয়া কামাল গ. সুকান্ত ভট্টাচার্য ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ক. জীবনানন্দ দাশ
৯৬. ‘প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে’ কার লেখা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. শামসুর রাহমান গ. আহমদ ছফা ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ খ. শামসুর রাহমান
৯৭. ‘সাঁঝের মায়া’ কাব্যের রচয়িতা কে?
ক. বুদ্ধদেব বসু খ. দেবী চৌধুরাণী গ. সেলিনা হোসেন ঘ. সুফিয়া কামাল
উত্তরঃ ঘ. সুফিয়া কামাল
৯৮. ‘নির্জন স্বাক্ষর’ উপন্যাসের রচয়িতা কে?
ক. অমিয় চক্রবর্তী খ. বুদ্ধদেব বসু গ. জীবনানন্দ দাশ ঘ. বিষ্ণু দে
উত্তরঃ খ. বুদ্ধদেব বসু
৯৯. ‘সোজন বাদিয়ার ঘাট’ কাব্যর রচয়িতা কে?
ক. সুফিয়া কামাল খ. বন্দে আলী মিয়া গ. জসীমউদ্দীন ঘ. ফরিদা খাতুন
উত্তরঃ গ. জসীমউদ্দীন
১০০. ‘বেলা অবেলা কালবেলা’ কাব্যের রচয়িতা কে?
ক. জীবনানন্দ দাশ গ. আহমদ ছফা খ. শামসুর রাহমান ঘ. হেলাল হাফিজ
উত্তরঃ ক. জীবনানন্দ দাশ