বাংলাদেশ রেলওয়ের চাকরির MCQ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান Bangladesh Railway Exam Question Solution 2026.
প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ রেলওয়ে
পরীক্ষার তারিখঃ ২৩ জানুয়ারি ২০২৬
পদের নাম: ট্রেন কন্ট্রোলার
পরীক্ষার সময়ঃ ১ ঘণ্টা ৩০ মিনিট
প্রশ্নের মানঃ ৭০
Exam Type: MCQ
সম্পূর্ণ সমাধান দেখুন নিচেঃ
১. George Orwell was born in-
ক. England খ. India গ. Finland ঘ. Austria
উত্তরঃ খ. India
২. These flowers are not ______to Bangladesh, because these are not found here.
ক. ingenuous খ. indigenous গ. exigent ঘ. afluent
উত্তরঃ খ. indigenous
৩. দুটি সংখ্যার অনুপাত 2: 3 এবং গ.সা.গু 4 হলে বৃহত্তম সংখ্যাটি কত?
ক. 21 খ. 7 গ. 12 ঘ. 20
উত্তরঃ গ. 12
৪. বাংলা ব্যাকরণ প্রথম কোন ভাষায় লেখা হয়েছে?
ক. রোমান খ. পর্তুগিজ গ. সংস্কৃত ঘ. ফার্সি
উত্তরঃ খ. পর্তুগিজ
৫. কোন শব্দটি ভুল?
ক. অঞ্জলী গ. কটূক্তি খ. ক্ষমা ঘ. পরিপক্ব
উত্তরঃ ক. অঞ্জলী
৬. কোন দেশটি দুইটি মহাদেশে অবস্থিত?
ক. জর্ডান খ. মেক্সিকো গ. সুদান ঘ. তুরস্ক
উত্তরঃ ঘ. তুরস্ক
৭. “Let the cat out of the bag” means-
ক. bring out a cat from a bag খ. reveal a secret carelessly
গ. Let a cat move at large ঘ. take a pre cautious step.
উত্তরঃ খ. reveal a secret carelessly.
৮. এক কথায় প্রকাশ করুন: ‘মৃত্তিকা দিয়ে তৈরি’
ক. মেটেল খ. মৃন্ময় গ. মন্ময় ঘ. চিন্ময়
উত্তরঃ খ. মৃন্ময়
৯. ফ্লোরা/Flora বলা হয় কোনটিকে?
ক. প্রাণীকুলকে খ. পক্ষীকুলকে গ. উদ্ভিদকুলকে ঘ. মৎস্যকুলকে
উত্তরঃ গ. উদ্ভিদকুলকে
১০. The snow swirls _______the valley.
ক. in খ. through গ. down ঘ. up
উত্তরঃ গ. down
১১. বাংলাদেশ রেলওয়েতে কত ধরনের গেজ রয়েছে?
ক. ২ ধরনের খ. ৩ ধরনের গ. ৪ ধরনের ঘ. ১ ধরনের
উত্তরঃ খ. ৩ ধরনের
১২. The “father of humanism” was-
ক. Petrarch খ. Dante গ. Boccaccio ঘ. Jane Austen,
উত্তরঃ ক. Petrarch
১৩. ‘মর্সিয়া’ কি?
ক. ধ্বনিতত্ত্ব খ. অর্থতত্ত্ব গ. রূপতত্ত্ব ঘ. বাক্যতত্ত্ব
উত্তরঃ প্রশ্ন ও অপশন অসঙ্গতিপূর্ণ।
১৪. একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গ একক। এর কর্ণের দৈর্ঘ্য কত?
ক. √x খ. √3 গ. √2x ঘ. 1/√x
উত্তরঃ গ. √2x
১৫. (3√3 × 2√4)^6 = কত?
ক. 12 খ. 48 গ. 36 ঘ. 144
উত্তরঃ ঘ. 144
১৬. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?
ক. বঙ্গসুন্দরী খ. সেঁজুতি গ. প্রেম ও ফুল ঘ. শেষের কবিতা
উত্তরঃ খ. সেঁজুতি
১৭. যদি হয়, Q/P=1/4 হয় তবে P+Q/ P-Q এর মান কত?
ক. 5/3 খ. 4/2 গ. 2/4 ঘ. 3/5
উত্তরঃ ক. 5/3
১৮. প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে?
ক. মাইকেল মধুসূদন দত্ত খ. শাহ মুহম্মদ সগীর
গ. কায়কোবাদ ঘ. আলাওল
উত্তরঃ খ. শাহ মুহম্মদ সগীর
১৯. The power of reading the thoughts of others is called-
ক. psychopathy খ. Psychology গ. telepathy ঘ. Telecomunmunication
উত্তরঃ গ. telepathy
২০. বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
ক. কারক খ. লিখিত গ. বেদনা ঘ. খেলনা
উত্তরঃ ঘ. খেলনা
২১. কোন ভাষায় সাহিত্যের আভিজাত্য প্রকাশ পায়?
ক. কথ্য ভাষা খ. চলিত ভাষা গ. সাধু ভাষা ঘ. আঞ্চলিক ভাষা
উত্তরঃ গ. সাধু ভাষা
২২. A synonym of the word “Bellicose” is-
ক. Bigotry খ. Belligerent গ. Averse ঘ. Assuage
উত্তরঃ খ. Belligerent
২৩. বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?
ক. বাঙ্গালা সাহিত্যের ইতিহাস খ. বাংলা সাহিত্যের কথা
গ. বাংলা সাহিত্যের রূপকথা ঘ. বঙ্গভাষা ও সাহিত্য
উত্তরঃ ঘ. বঙ্গভাষা ও সাহিত্য
২৪. ‘খয়ের খাঁ’ বাগধারাটির অর্থ কী?
ক. মন্দভাগ্য খ. তুচ্ছপদার্থ গ. চাটুকার ঘ. নির্বোধ
উত্তরঃ গ. চাটুকার
২৫. The study of the human race is-
ক. Biology খ. Anatomy গ. Anthropology ঘ. Physiology
উত্তরঃ গ. Anthropology
২৬. ‘ট্রেন ঢাকা ছাড়ল’- এখানে ‘ঢাকা’ কোন কারক?
ক. কর্ম খ. করণ গ. কর্তৃ ঘ. অপাদান
উত্তরঃ ঘ. অপাদান
২৭. Who said “The greatest remedy for anger is delay”?
ক. Calvin খ. Socrates গ. Seneea ঘ. Cicero
উত্তরঃ গ. Seneea
২৮. মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা কোনটি?
ক. ডুরাল্ড লাইন খ. ম্যাকনামারা লাইন
গ. সনোরা লাইন ঘ. হিন্ডারবার্গ লাইন
উত্তরঃ গ. সনোরা লাইন
২৯. উপসর্গ কোনটি?
ক. চেয়ে খ. অতি গ. থেকে ঘ. দ্বারা
উত্তরঃ খ. অতি
৩০. Which one has the identical singular and plural form?
ক. memento খ. dozen গ. alumni ঘ. basis
উত্তরঃ খ. dozen
৩১. ‘পর্বত’ এর সমার্থক শব্দ কোনটি?
ক. ক্ষিতিধর খ. পর্বতমালা গ. গজানন ঘ. দশরথ
উত্তরঃ ক. ক্ষিতিধর
৩২. কোনটি সংখ্যা গণনা পদ্ধতি নয়?
ক. ডেসিমেল খ. অক্টাল গ. বিসিডি ঘ. হেক্সাডেসিমেল
উত্তরঃ গ. বিসিডি
৩৩. a³ – 9 + (a + 1)³’ রাশিটির একটি উৎপাদক (a – 1) হলে, অপর উৎপাদক কোনটি?
ক. 2a² + 5a + 8 খ. 2a² – 5a + 8
গ. 2a² – 6a + 8 ঘ. 2a² + 5a – 8
উত্তরঃ ক. 2a² + 5a + 8
৩৪. ‘পরানের গহীন ভিতর’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
ক. শামসুর রাহমান খ. আলাওল গ. আল মাহমুদ ঘ. কোনটিই নয়
উত্তরঃ ঘ. কোনটিই নয় [‘পরানের গহীন ভিতর’ কাব্যগ্রন্থের রচয়িতা হলেন বাংলাদেশের বিখ্যাত ‘সব্যসাচী লেখক’ সৈয়দ শামসুল হক।]
৩৫. ‘এলিফ্যান্ট পয়েন্ট’ কোথায় অবস্থিত?
ক. ভোলা খ. কক্সবাজার গ. কুষ্টিয়া ঘ. চট্টগ্রাম
উত্তরঃ খ. কক্সবাজার
৩৬. ০.৩ এর ২০% = কত?
ক. ০.০৪ খ. ০.০৮ গ. ০.১২ ঘ. ০.০৬
উত্তরঃ ঘ. ০.০৬
৩৭. যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে কি বলে?
ক. ট্রাপিজিয়াম খ. সামান্তরিক গ. আয়তক্ষেত্র ঘ. রম্বস
উত্তরঃ খ. সামান্তরিক
৩৮. কোন কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়?
ক. বাণিজ্য ঘাটতি খ. তারল্য সংকট
গ. মুদ্রাস্ফীতি ঘ. সরকারের ব্যয় সংকোচন
উত্তরঃ গ. মুদ্রাস্ফীতি
৩৯. একটি সার্থক বাক্যের গুণ নয় কোনটি?
ক. আকাঙ্ক্ষা খ. অবসান গ. যোগ্যতা ঘ. আসত্তি
উত্তরঃ খ. অবসান
৪০. √2 /√6+2= কত?
ক. √3+√2 খ. 3-√2 গ. √3-√2 ঘ. √3+2
উত্তরঃ গ. √3-√2
৪১. একক ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত?
ক. ১ বর্গ একক খ. ২ বর্গ একক
গ. π বর্গ একক ঘ. π2 বর্গ একক
উত্তরঃ গ. π বর্গ একক
৪২. “The Last Supper” চিত্রকর্মের শিল্পী কে?
ক. মাইকেল অ্যাঞ্জেলো খ. জয়নুল আবেদীন
গ. লিওনার্দো দ্যা ভিঞ্চি ঘ. হোমার
উত্তরঃ গ. লিওনার্দো দ্যা ভিঞ্চি
৪৩. একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে ১৩২ সে.মি. ও ১৩৮৬ বর্গ সে.মি.। বৃত্তটির বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য কত?
ক. ৬৬ সে.মি. খ. ৪২ সে.মি. গ. ২১ সে.মি ঘ. ২২ সে.মি.
উত্তরঃ খ. ৪২ সে.মি.
88. Which of the words can be used as masculine and feminine?
ক. gander খ. spinster গ. spouse ঘ. actor
উত্তরঃ গ. spouse
৪৫. স্ট্যানলি ও লিভিংস্টোন দুইটি-
ক. বিখ্যাত জলপ্রপাত খ. বিখ্যাত নদী গ. বিখ্যাত গিরিপথ ঘ. বিখ্যাত শহর
উত্তরঃ ক. বিখ্যাত জলপ্রপাত
৪৬. ডিজিটাল মুদ্রার উদাহরণ কোনটি?
ক. ডলার খ. বিটকয়েন গ. ক্রেডিট কার্ড ঘ. সবগুলোই
উত্তরঃ খ. বিটকয়েন
৪৭. ‘যদি বৃষ্টি হয়, তবে বের হব না’- এটি কোন ধরনের বাক্য?
ক. মিশ্র বাক্য খ. যৌগিক বাক্য গ. জটিল বাক্য ঘ. সরল বাক্য
উত্তরঃ গ. জটিল বাক্য
৪৮. Select the correct spelling of the word.
ক. Affedevit খ. Afidevit গ. Affidevit ঘ. Affidavit
উত্তরঃ ঘ. Affidavit
৪৯. Translate into English: ফুলটি ফুটি ফুটি করেও ফুটলো না
ক. The flower is about to bloom but did not bloom.
খ. The flower was about to bloom but did not bloom.
গ. The flower is about to blooming but did not bloom.
ঘ. None of the above.
উত্তরঃ খ. The flower was about to bloom but did not bloom.
৫০. A person whose head is in the cloud is-
ক. proud person খ. a day dreamer গ. an aviator ঘ. pilot
উত্তরঃ খ. a day dreamer
৫১. ‘নিজেকে জানো’ উক্তিটি কার?
ক. সক্রেটিস খ. প্লেটো গ. এরিস্টটল ঘ. হেরাক্লিয়াস
উত্তরঃ ক. সক্রেটিস
৫২. পরপর তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ১২০ হলে, তাদের যোগফল কত?
ক. ১২ খ. ১৪ গ. ২০ ঘ. ১৫
উত্তরঃ ঘ. ১৫
৫৩. জ্বালানী তেল উৎপাদনে কোন দেশ শীর্ষে?
ক. সৌদি আরব খ. রাশিয়া গ. ইরাক ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ ঘ. যুক্তরাষ্ট্র
৫৪. একটি নতুন খাটের মূল্য ৩০০০ টাকা। প্রতি বছর শেষে ৩ খাটটির মুল্য পূর্বতন মূল্যের দাঁড়ায়। ৩য় বছর শেষে খাটটির মূল্য কত হবে?
ক. ১৮০০ খ. ৬৪৮ গ. ১১৮০ ঘ. খ. ৭৪৮
উত্তরঃ খ. ৬৪৮
৫৫. কোন বানানটি শুদ্ধ-
ক. কনীনিকা খ. কণিনীকা গ. কনিনিকা ঘ. কণিনিকা
উত্তরঃ ক. কনীনিকা
৫৬. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে?
ক. ৪টি খ. ৬টি গ. ৭টি ঘ. ৮টি
উত্তরঃ ক. ৪টি
৫৭. Identify the correct spelling.
ক. colateral খ. colaterral গ. collateral ঘ. colatteral
উত্তরঃ গ. collateral
৫৮. “Once in a blue moon” means-
ক. always খ. very rarely গ. nearly ঘ. hourly
উত্তরঃ খ. very rarely
৫৯. Itinerary means-
ক. Plan of journey খ. List of items to be discussed in a meeting
গ. Record of events occurred in a day ঘ. List of event in fixed time
উত্তরঃ ক. Plan of journey
৬০. Choose the plural number.
ক. news খ. physics গ. syllabi ঘ. girl
উত্তরঃ গ. syllabi
৬১. কাজী নজরুল ইসলামের ‘দারিদ্র্য’ কবিতা কোন কাব্যের অন্তর্ভুক্ত?
ক. অগ্নিবীণা খ. বিষের বাঁশি গ. সিন্ধু-হিন্দোল ঘ. দারিদ্র্য
উত্তরঃ গ. সিন্ধু-হিন্দোল
৬২. গ্রীনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত?
ক. এশিয়া খ. উত্তর আমেরিকা গ. দক্ষিণ আমেরিকা ঘ. ওশেনিয়া
উত্তরঃ খ. উত্তর আমেরিকা
৬৩. ৭, ১১, ১২, ১৪, ১৭, ১৭, ২২,?….. প্রশ্নবোধক স্থান্নে কোন সংখ্যাটি বসবে?
ক. ২০ গ. ২৪ খ. ২২ ঘ. ২৭
উত্তরঃ ক. ২০
৬৪. সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করুন- ২৩, ১১, ২৫, ১৫, ২১, ১২, ১৭, ১৮, ২২, ২৭, ২৯, ৩০, ২৬, ১৯
ক. ২০ খ. ৩০ গ. ২৪ ঘ. ১৮
উত্তরঃ অপশনে সঠিক উত্তর নাই [সঠিক উত্তর: ২২]
৬৫. নিচের কোনটি আন্তনগর ট্রেন নয়-
ক. সূবর্ণ খ. চট্টগ্রাম গ. তিস্তা এক্সপ্রেস ঘ. পদ্মা এক্সপ্রেস
উত্তরঃ খ. চট্টগ্রাম
৬৬. ‘রাত্রিকালীন যুদ্ধ’-কে এক কথায় কি বলে?
ক. ভুজঙ্গ খ. নৈশরণ গ. জুগুপ্সা ঘ. সৌপ্তিক
উত্তরঃ ঘ. সৌপ্তিক
৬৭. Which periods of English literature is Barren Age?
ক. 1350-1400 খ. 1066-1350
গ. 1400-1485 ঘ. 1800-1840
উত্তরঃ গ. 1400-1485
৬৮. ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. ভাষাতত্ত্ব খ. ধ্বনিতত্ত্ব গ. রূপতত্ত্ব ঘ. বাক্যতত্ত্ব
উত্তরঃ খ. ধ্বনিতত্ত্ব
৬৯. একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ১৫ মিটার এবং প্রস্থ ১০ মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার?
ক. 30√2 খ. 50√5 গ. 40√1 ঘ. 50√6
উত্তরঃ খ. 50√5
৭০. A broad road bordered with trees is called-
ক. boudoir গ. avenue খ. boulevard ঘ. facade
উত্তরঃ গ. avenue