বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লা-এর ১৩তম হতে ২০তম গ্রেডের বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত পরীক্ষার ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। মোট ২৭টি ক্যাটাগরিতে ৫৪টি শূন্য পদের বিপরীতে এই ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচিত পদের নামসমূহ:
লেডি হেলথ ভিজিটর, ফার্মাসিস্ট, সহকারী পরিদর্শিকা, অফিস সহায়ক, দাই, ফটোগ্রাফার, ড্রাইভার, বাইন্ডার, দপ্তরী, কার্যসহকারী, এসএমডব্লিউ, টি-ম্যান, সহকারী বাবুচি, সহকারী নাস্তা কারিগর, প্লাম্বিং সহকারী, ক্যাটালগার, মোয়াজ্জীন, বাগানমালী, ডেমোনেস্ট্রেটর, পরিচ্ছন্নতাকর্মী, নিরাপত্তা প্রহরী, অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর, সহকারী শিক্ষক/শিক্ষিকা, তথ্য সংগ্রহকারী এবং অফিস সহকারী।
নির্বাচিত প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা:
১. প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের বার্ডের ওয়েবসাইট থেকে পুলিশ ভেরিফিকেশন ফরম ডাউনলোড করে ৩ সেট পূরণকৃত ফরম এবং প্রয়োজনীয় সকল সনদপত্রসহ সরাসরি দাখিল করতে হবে।
২. কাগজপত্র দাখিলের শেষ তারিখ: ২৫ জানুয়ারি ২০২৬, বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।
৩. দাখিলের স্থান: পরিচালক (প্রশাসন), বার্ড, কুমিল্লা-এর অফিস কক্ষ।
৪. প্রার্থীদের সরকার অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে ডোপটেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টসহ বার্ড মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য সনদ সংগ্রহ করতে হবে এবং যোগদানের সময় তা দাখিল করতে হবে।
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের তারিখ পরবর্তীতে যথাসময়ে জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ