খুলনা বিভাগীয় বাছাই কমিটির তত্ত্বাবধানে জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরা-এর সাধারণ প্রশাসনের অধীন ১৬তম গ্রেডের বিভিন্ন পদের জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচীও একই সাথে ঘোষণা করা হয়েছে।
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: ০৩ জানুয়ারি ২০২৬, বেলা ০৩:০০ ঘটিকা।
পরীক্ষার স্থান: বিভাগীয় কমিশনারের কার্যালয়, খুলনা।
মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদ এবং কোটা সংক্রান্ত প্রমাণপত্রের মূল কপি সাথে আনতে হবে। এছাড়া লিখিত পরীক্ষার প্রবেশপত্র এবং সকল নথিপত্রের ০১ (এক) সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
বিশেষ নির্দেশনাবলী:
মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ