বাংলাদেশ পর্যটন করপোরেশনের অপেক্ষমাণ তালিকা থেকে সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা পদে ২ (দুই) জন প্রার্থীকে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হয়েছে। এই নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে এবং ০৬ (ছয়) মাস শিক্ষানবিশকাল হিসেবে বিবেচিত হবে।
পদের নাম ও সংখ্যা:
- সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা: ২ জন
বেতন স্কেল:
২০১৫ সালের গ্রেড-১১ (১২৫০০ - ৩০২৩০/-)
যোগদানের শেষ তারিখ:
আগামী ০১-০১-২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ে চেয়ারম্যান, বাংলাদেশ পর্যটন করপোরেশন, পর্যটন ভবন, ই-৫ সি/১, পশ্চিম আগারগাঁও, শের-ই-বাংলা নগর প্রশাসনিক এলাকা, ঢাকা-১২০৭ বরাবর সশরীরে উপস্থিত হয়ে যোগদানপত্র দাখিল করতে হবে।
গুরুত্বপূর্ণ শর্তাবলী:
- যোগদানের সময় জেলা পর্যায়ের সিভিল সার্জন/মেট্রোপলিটন এলাকার সমপদমর্যাদার সরকারি চিকিৎসক কর্তৃক ইস্যুকৃত স্বাস্থ্য সনদ (বাংলাদেশ ফরম নম্বর ৭৯০) এবং ডোপটেন্ট রিপোর্ট দাখিল করতে হবে।
- যোগদানের সময় মূলকপি প্রদর্শনপূর্বক জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, সকল শিক্ষাগত সনদের সত্যায়িত কপি, কোটা সংক্রান্ত সনদের সত্যায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে), নাগরিকত্বের সনদের মূলকপি, সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ০২ (দুই) কপি, প্রিলিমিনারি/লিখিত পরীক্ষার প্রবেশপত্র ও এ্যাপ্লিকেন্ট কপি (রঙ্গিন) জমা দিতে হবে।
- অন্য কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকলে ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।
- চাকরিতে যোগদানের তারিখ হতে ০৩ (তিন) বৎসরের মধ্যে চাকরি পরিত্যাগ করলে সংস্থার অনুকূলে প্রশিক্ষণ বাবদ যাবতীয় খরচ ফেরত প্রদান করতে হবে। এ সংক্রান্ত অঙ্গীকার ৩০০/- (তিনশত) টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে প্রদান করতে হবে।
- নির্ধারিত তারিখে যোগদানে ব্যর্থ হলে এ নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
নিয়োগপত্র বাংলাদেশ পর্যটন করপোরেশনের ওয়েবসাইট (www.parjatan.gov.bd) হতে ডাউনলোড করা যাবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ