প্রতিষ্ঠানের নামঃ গণপূর্ত অধিদপ্তর
পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক + হিসাব সহকারী + কার্য সহকারী
নিয়োগ পরীক্ষার তারিখঃ ১২ ডিসেম্বর ২০২৫
সময়ঃ ১ ঘণ্টা
পূর্ণমানঃ ১০০
১. ‘হুমায়ুন নামা’ এর রচয়িতা কে?
(ক) কাজী নজরুল ইসলাম (খ) গুলবদন (গ) ফররুখ আহমদ (ঘ) আবুল ফজল
উত্তরঃ (ঘ) আবুল ফজল
২. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্প নয়?
(ক) একরাত্রি (খ) নষ্টনীড় (গ) সমাপ্তি (ঘ) অনির্বাণ
উত্তরঃ (ঘ) অনির্বাণ
৩. কোনটি ‘মন্দভাগ্য’ অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) আট কপালে (খ) উড়নচন্ডী (গ) ছা-পোষা (ঘ) গোঁফ খেজুরে
উত্তরঃ (ক) আট কপালে
8. ‘আলপিন’ শব্দটি কোন ভাষা হতে বাংলা ভাষায় গৃহীত হয়েছে?
(ক) ফরাসি (খ) পর্তুগিজ (গ) ওলন্দাজ (ঘ) ফারসি
উত্তরঃ (খ) পর্তুগিজ
৫. ‘নীরব’ শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে?
(ক) নিঃ+রব (খ) নী+রব (গ) নৈ+রব (ঘ) নীর+রব
উত্তরঃ (ক) নিঃ+রব
৬. Wisdom শব্দের বাংলা প্রতিশব্দ?
(ক) প্রজ্ঞা (খ) বুদ্ধি (গ) চালাক (ঘ) জ্ঞান
উত্তরঃ (ক) প্রজ্ঞা
৭. নিচের কোন শব্দটি যৌগিক শব্দের উদাহরণ?
(ক) মিতালি (খ) জ্যাঠামি (গ) ডাকাতি (ঘ) কোনটি নয়
উত্তরঃ (ক) মিতালি
৮. নিচের কোনটি রূপক কর্মধারায় সমাসের উদাহরণ?
(ক) পুরুষসিংহ (খ) নীল আকাশ (গ) ক্রোধানল (ঘ) শঙ্খধবল
উত্তরঃ (গ) ক্রোধানল
৯. কোন স্বরবর্ণের কোন সংক্ষিপ্ত রূপ নেই?
(ক) আ (খ) অ (গ) উ (ঘ) ই
উত্তরঃ (খ) অ
১০ যে ভূমিতে ফসল জন্মায় না-
(ক) অনুর্বর (খ) পতিত (গ) বন্ধ্যা (ঘ) উষর
উত্তরঃ (ঘ) উষর
১১. কোন বানানটি শুদ্ধ?
ক) পাষাণ খ) পাষান গ) পাসান ঘ) পাশান
উত্তরঃ ক) পাষাণ
১২ ‘বনে বাঘ আছে’ কোন কারকে কোন বিভক্তি?
(ক) অধিকরণে ৭মী (খ) অপাদানে ৭মী (গ) অধিকরণে ৫মী (ঘ) অপাদানে ৫মী
উত্তরঃ (ক) অধিকরণে ৭মী
১৩. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত”
(ক) সাত (খ) আট (গ) নয় (ঘ) দশ
উত্তরঃ (ঘ) দশ
১৪ ভাষার ক্ষুদ্রতম একক কী?
(ক) ধ্বনি (খ) বর্ণ (গ) শব্দ (ঘ) বাক্য
উত্তরঃ (ক) ধ্বনি
১৫. সূর্য এর প্রতিশব্দ কোনটি?
(ক) সুধাংশু (খ) শশাঙ্ক (গ) বিধু (ঘ) আদিত্য
উত্তরঃ (ঘ) আদিত্য
১৬. ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি?
(ক) কবর (খ) রক্তাক্ত প্রান্তর (গ) আরেক ফাল্গুন (ঘ) মধুমালা
উত্তরঃ (ক) কবর
১৭. ‘শেষের কবিতা’ এর রচয়িতা কে?
(ক) কাজী নজরুল ইসলাম (খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) মীর মশাররফ হোসেন (ঘ) জসিম উদ্দিন
উত্তরঃ (খ) রবীন্দ্রনাথ ঠাকুর
১৮. বাংলা সনেটের প্রবর্তক কে?
(ক) দ্বিজেন্দ্রলাল রায় (খ) রজনীকান্ত সেন
(গ) মাইকেল মধুসূদন দত্ত (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (গ) মাইকেল মধুসূদন দত্ত
১৯. সমাস ভাষাকে কী করে?
(ক) সংক্ষেপ (খ) বিস্তৃত (গ) অর্থপূর্ণ (ঘ) শ্রুতিমধুর
উত্তরঃ (ক) সংক্ষেপ
২০ ‘আ মরি বাংলা ভাষা’ এ ‘আ’ দ্বারা কী প্রকাশ করা হয়েছে
(ক) আশা (খ) আনুগত্য (গ) আনন্দ (ঘ) আবেগ
উত্তরঃ (গ) আনন্দ
২১. জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এর সদর দপ্তর কোথায় অবস্থিত-
(ক) সুইজারল্যান্ড (খ) কেনিয়া (গ) অস্ট্রিয়া (ঘ) কানাডা
উত্তরঃ (খ) কেনিয়া [ কেনিয়ার রাজধানী নাইরোবিতে]
২২. প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়?
(ক) প্যারিস চুক্তি (খ) ভার্সাই চুক্তি (গ) জেনেভা চুক্তি (ঘ) রোম চুক্তি
উত্তরঃ (খ) ভার্সাই চুক্তি
২৩. জিএসপি (GSP) এর পূর্ণরূপ কী?
(ক) Generalized System of preference (খ) Global System of positioning
(গ) Global Strategic partnership (ঘ) Government Support program
উত্তরঃ (ক) Generalized System of preference
২৪. বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলা কয়টি?
(ক) ২৯টি (খ) ৩০টি (গ) ৩১টি (ঘ) ৩২টি
উত্তরঃ (খ) ৩০টি
২৫. নিচের কোন দেশের সমুদ্রবন্দর নেই?
(ক) আফগানিস্তান (খ) আলজেরিয়া (গ) মিশর (ঘ) লেবানন
উত্তরঃ (ক) আফগানিস্তান
২৬. ‘Das Capital’ প্রশ্নের লেখক কে?
(ক) স্যামুয়েলসন (র) জ্যাক দাবিদা (গ) মিশেল ফুকো (ঘ) কার্ল মার্কস
উত্তরঃ (ঘ) কার্ল মার্কস
২৭. জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ কে?
ক) আবু সাঈদ (ঘ) মীর মাহফুজুর রহমান মুগ্ধ (গ) তাহির জামান প্রিয় (ঘ) বুহান
উত্তরঃ ক) আবু সাঈদ
২৮. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
(ক) ১২০ তম (ঘ) ১৩০ তম (গ) ১৩৬ তম (ঘ) ১৪২ তম
উত্তরঃ (গ) ১৩৬ তম
২৯. সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় কোন জেলাকে?
(ক) বাগেরহাট (খ) খুলনা (গ) সাতক্ষীরা (ঘ) পিরোজপুর
উত্তরঃ (ক) বাগেরহাট
৩০. নীচের কোনটির স্থপতি লুই আই কান?
(ক) শহীদ মিনার (খ) হাই কোর্ট (গ) বাংলাদেশ জাতীয় সংসদ (ঘ) কার্জন হল
উত্তরঃ (গ) বাংলাদেশ জাতীয় সংসদ
৩১. ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC) এর সদর দপ্তর কোথায়?
(ক) ভারত (খ) শ্রীলংকা (গ) পাকিস্তান (ঘ) সংযুক্ত আরব আমিরাত
উত্তরঃ (ঘ) সংযুক্ত আরব আমিরাত
৩২. হুদায়বিয়ার সন্ধি কবে স্বাক্ষরিত হয়?
(ক) ৬২৮ খ্রি. (খ) ৬৩০ খ্রি. (গ) ৬৩২ খ্রি. (ঘ) ৬৩৪ খ্রি.
উত্তরঃ (ক) ৬২৮ খ্রি.
৩৩. নীচের কোনটি একটি এন্টিভাইরাস সফটওয়্যার?
(ক) ফটোশপ (খ) ফ্ল্যাশ (গ) জিমেইল (ঘ) নর্টন
উত্তরঃ (ঘ) নর্টন (Norton)
৩৪. বাংলাদেশের প্রথম ভ্যাট (VAT) চালু হয় কবে?
(ক) ১ জুলাই ১৯৯১ (খ) ১ আগস্ট ১৯৭৩ (গ) ১ জুলাই ১৯৮৫ (ঘ) ১ জুন ১৯৯৬
উত্তরঃ (ক) ১ জুলাই ১৯৯১
৩৫. মৌলিক রং কী কী?
(ক) লাল, হলুদ, নীল (ঘ) লাল, হলুদ, সবুজ (গ) কমলা, হলুদ, সবুজ (ঘ) লাল, হলুদ, কমলা
উত্তরঃ (ক) লাল, হলুদ, নীল
৩৬. অর্থনীতিতে জনসংখ্যা তত্ত্বটির প্রবক্তা কে?
(ক) এডাম স্মিথ খ) অমর্ত্য সেন গ) কার্ল মার্কস ঘ) রবার্ট ম্যালথাস
উত্তরঃ ঘ) রবার্ট ম্যালথাস
৩৭. Artificial Intelligence (AI) ধারণাটির জনক কে?
ক) লিড ফরেস্ট খ) চার্লস ব্যাবেজ গ) জন ম্যাকার্থি ঘ) জেপি ইকাট
উত্তরঃ গ) জন ম্যাকার্থি
৩৮ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি?
ক) ভারত খ) শ্রীলংকা গ) ভুটান ঘ) রাশিয়া
উত্তরঃ গ) ভুটান
৩৯. মুক্তিযুদ্ধের সময় নৌ-কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে?
ক) ০৮ খ) ১০ গ) ১১ ঘ) ১৫
উত্তরঃ খ) ১০
৪০. শালবন বিহার কোথায়?
ক) গাজীপুর খ) মধুপুর গ) রাজবাড়ী ঘ) কুমিল্লার ময়নামতি
উত্তরঃ ঘ) কুমিল্লার ময়নামতি
৪১. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
ক) জয়নুল আবেদীন ঘ) কামরুল হাসান গ) হামিদুর রহমান ঘ) হাশেম খান
উত্তরঃ ঘ) কামরুল হাসান
৪২. কান্তজীর মন্দির কোন জেলায় অবস্থিত?
ক) কুমিল্লা ঘ) রাঙ্গামাটি গ) জয়পুরহাট ঘ) দিনাজপুর
উত্তরঃ ঘ) দিনাজপুর
৪৩. বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি?
ক) ১৪ ডিসেম্বর খ) ১৬ ডিসেম্বর গ) ২৬ মার্চ ঘ) ১০ এপ্রিল
উত্তরঃ ক) ১৪ ডিসেম্বর
৪৪. গম্ভীরা কোন অঞ্চলের লোক সঙ্গীত?
ক) চট্টগ্রাম খ) সিলেট গ) রাজশাহী ঘ) রংপুর
উত্তরঃ গ) রাজশাহী
৪৫. কোথায় সাঁতার কাটা সহজ?
ক) পুকুরে খ) বিলে গ) নদীতে ঘ) সাগরে
উত্তরঃ ঘ) সাগরে
৪৬. কোনটি জীবাশ্ম জ্বালানী নয়?
ক) পেট্রোলিয়াম খ) কয়লা গ) প্রাকৃতিক গ্যাস ঘ) বায়োগ্যাস
উত্তরঃ ঘ) বায়োগ্যাস
৪৭. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে?
ক) ১৮৬৭ খ) ১৯০৫ গ) ১৯২১ ঘ) ১৯২৫
উত্তরঃ গ) ১৯২১
৪৮. দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয় কোনটি?
ক) চিলি ঘ) প্যারাগুয়ে গ) আলবেনিয়া ঘ) সুরিনাম
উত্তরঃ গ) আলবেনিয়া (দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ)
৪৯. বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে কোথায়?
ক) রানীগঞ্জ খ) বিজয়পুর গ) জামালগঞ্জ ঘ) মহাস্থানগড়
উত্তরঃ খ) বিজয়পুর (নেত্রকোণা)
৫০. উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
ক) বগুড়া খ) রাজশাহী গ) নওগাঁ ঘ) নাটোর
উত্তরঃ ঘ) নাটোর
৫১. শাহনামা কোন ভাষায় রচিত?
ক) আরবি খ) ফারসি গ) উর্দু ঘ) ফরাসি
উত্তরঃ খ) ফারসি
৫২. ফেয়ার ফ্যাক্স কী?
ক) সংবাদ সংস্থা খ) পরিবেশ সংস্থা গ) মানবাধিকার সংস্তা ঘ) গোয়েন্দা সংস্থা
উত্তরঃ ঘ) গোয়েন্দা সংস্থা
৫৩. Which one of the following words is not a part of a formal letter?
ক) Date খ) Email Address গ) Body ঘ) Signature
উত্তরঃ খ) Email Address
৫৪. What is the meaning of ‘Call on’?
ক) ডাক দেয়া খ) গালি দেয়া গ) দেখা করা ঘ) কথা বলা
উত্তরঃ গ) দেখা করা
৫৫ Fill with appropriate preposition. The tree has been blown _______By strong wind.
ক) A খ) After গ) Away ঘ) For
উত্তরঃ গ) Away
৫৬. Which one of the following words has a singular meaning?
ক) Mice খ) Goose গ) Knive ঘ) Loaves
উত্তরঃ খ) Goose
৫৭. Which one is with the correct spelling?
ক) Lieaftenant খ) Leaftenant গ) Lieutenant ঘ) Leiftenant
উত্তরঃ গ) Lieutenant
৫৮. What is the full meaning of ‘Comply with’?
ক) প্রতিকার খ) বিশ্বাস গ) সম্মত হওয়া ঘ) সঠিক হওয়া
উত্তরঃ গ) সম্মত হওয়া
৫৯. What is the full meaning of ‘WiFi’?
ক) Wireless Fidelity খ) Wireless Fun গ) Winning First ঘ) Wife & 1
উত্তরঃ ক) Wireless Fidelity
৬০. What is the meaning of ‘ABC’?
ক) ইংরেজি প্রথম অক্ষর খ) প্রাথমিক জ্ঞান গ) শিকড় ঘ) জীবিকা
উত্তরঃ খ) প্রাথমিক জ্ঞান
৬১. Which word of the following has a plural meaning?
ক) Data খ) Foot গ) Alumnus) Crisis
উত্তরঃ ক) Data
৬২. Which country is the closest competitor of Bangladesh in the RMG Sector?
(ক) India (খ) China (গ) Vietnam (ঘ) SriLanka
উত্তরঃ (গ) Vietnam
৬৩. Which one is the defence service in Bangladesh?
(ক) Army (খ) Fire Service (গ) BGB (ঘ) Police
উত্তরঃ (ক) Army
৬৪. The word Expensive means —
(ক) Cheap (খ) Costly (গ) Economical (ঘ) Low Cost
উত্তরঃ (খ) Costly
৬৫. The word Craft Means?
(ক) Device (খ) Asset (গ) Art (ঘ) Property
উত্তরঃ (গ) Art
৬৬. Fill in the Blanks: He is ______MA.
(ক) An (খ) A (গ) At (ঘ) With
উত্তরঃ (ক) An
৬৭. Translate into English- টুপটাপ বৃষ্টি হচ্ছে
(ক) It is raining (খ) It rains heavily (গ) It is drizzling (ঘ) It rains heavly
উত্তরঃ (গ) It is drizzling
৬৮. Write the opposite word of ‘WIN’
(ক) Achieve (খ) Loser (গ) Fail (ঘ) Lose
উত্তরঃ (ঘ) Lose
৬৯. Fill in the blanks: I put my mobile………… The drawer.
(ক) on (খ) in (গ) at (ঘ) with
উত্তরঃ (খ) in
৭০. What is the meaning of ‘GALA Day’?
(ক) বিদায়ের দিন (খ) স্মরণীয় দিন (গ) আনন্দের দিন (ঘ) দুঃখের দিন
উত্তরঃ (গ) আনন্দের দিন
৭১. What is the meaning of ‘BAD BLOOD’?
(ক) খারাপ রক্ত (খ) দুষিত রক্ত (গ) শত্রুতা (ঘ) বন্ধুত্ব
উত্তরঃ (গ) শত্রুতা
৭২. What is the superlative form of word’Bad’
(ক) Best (খ) Worse (গ) Better (ঘ) Worst
উত্তরঃ (ঘ) Worst
৭৩. Which one is with correct spelling?
(ক) Licencee (খ) Licents (গ) Lisence (ঘ) License
উত্তরঃ (ঘ) License
৭৪. Which of the following is the closest meaning of the word ‘insist’
(ক) advise (খ) argue (গ) urge (ঘ) agree
উত্তরঃ (গ) urge
৭৫. Who is the writer of the play ‘Othello’?
(ক) William Shakespeare (খ) Robert Frost (গ) P.B.Shelley (ঘ) Keats
উত্তরঃ (ক) William Shakespeare
৭৬ ৩০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭:৩। ঐ মিশ্রণে কী পরিমান পানি মেশালে এসিড ও পানির অনুপাত ৩:৭ হবে?
(ক) ৪০ লিটার (খ) ৩৫ লিটার (গ) ৩০ লিটার (ঘ) ২৫ লিটার
উত্তরঃ (ক) ৪০ লিটার
৭৭. বার্ষিক ১০% সরল মুনাফায় ১২০০ টাকার ৪ বছরের সরল মুনাফা কত?
ক) ১২০ টাকা খ) ২৪০ টাকা গ) ৩৬০ টাকা ঘ) ৪৮০ টাকা
উত্তরঃ ঘ) ৪৮০ টাকা
৭৮. ১ থেকে ২০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
ক) ৭টি খ) ৮টি গ) ১টি ঘ) ১০টি
উত্তরঃ খ) ৮টি
৭৯, একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ২৬৪ বর্গমিটার। এর ভূমি ২২ মিটার হলে উচ্চতা কত?
ক) ২২ মিটার খ) ২৪ মিটার গ) ২৬ মিটার ঘ) ২৮ মিটার
উত্তরঃ খ) ২৪ মিটার
৮০. a+b=6, a-b-4 হলে ab এর মান কত?
ক) 2 খ) 5 গ) 3 ঘ) 4
উত্তরঃ খ) 5
৮১. দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে কয়টি কোণ তৈরি হয়?
ক) ১টি খ) ২টি গ) ৩টি ঘ) ৪টি
উত্তরঃ ঘ) ৪টি
৮২. দুইটি সংখ্যার বর্গের সমষ্টি ১৮১ এবং সংখ্যা দুইটির গুণফল ৯০ হলে সংখ্যা দুইটি কত?
ক) ৫.১৮ খ) ১০,৯ গ) ২,৪৫ ঘ) ৬,১৫
উত্তরঃ খ) ১০,৯
৮৩. পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা হতে চার অংকের বৃহত্তম সংখ্যার বিয়োগফল কত?
ক) ৯০ খ) ১০ গ) ৫ ঘ) ১
উত্তরঃ ঘ) ১
৮৪. দুইটি সংখ্যার ল.সা.গু ৯০ এবং গ.সা.গু ১৫। একটি সংখ্যা ৪৫ হলে অপরটি কত?
ক) ৩০ খ) ৪০ গ) ৫০ ঘ) ৬০
উত্তরঃ ক) ৩০
৮৫. ১০x১০০x১০০x০.১০= কত?
ক) ১০০০ খ) ১০০০০ গ) ১০০০০০ ঘ) ১০০০০০০
উত্তরঃ খ) ১০০০০
৮৬. ০.০১০ x২/৫ = কত?
ক) ০.০০৩ খ) ০.০০৪ প) ০.০০৫ ঘ) ০.০০৬
উত্তরঃ খ) ০.০০৪
৮৭. একটি ক্লাসে ৬৪০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ৪০% ছাত্র। সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত?
ক) ২৫৬ খ) ২৬৫ গ) ৩৮৪ ঘ) ৩৯৪
উত্তরঃ গ) ৩৮৪
৮৮. টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
ক) ২০% খ) ৩০% গ) ৪০% খ) ৫০%
উত্তরঃ খ) ৫০%
৮৯. কোন লঘিষ্ট সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে?
ক) ৬৮ খ) ৭০ গ) ৭২ ঘ) ৭৪
উত্তরঃ খ) ৭০
৯০. তিন ভাই বোনের গড় ব্যয়স ১৬ বছর। পিতাসহ তিন ভাই বোনের গড় বয়স ২৫ বছর হলে পিতার বয়স কত?
ক) ৪৮ বছর খ) ৫০ বছর গ) ৫২ বছর ঘ) ৫৪ বছর
উত্তরঃ গ) ৫২ বছর
৯১. সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ ৮০ ডিগ্রী হলে অপর যেকোন একটি কোণের মান কত?
ক) ৪০ ডিগ্রী খ) ৪৫ ডিগ্রী গ) ৫০ ডিগ্রী ঘ) ৫৫ ডিগ্রী
উত্তরঃ গ) ৫০ ডিগ্রী
৯২. একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৪০ মিটার এবং প্রস্থ ৩০ মিটার ৩০ সেন্টিমিটার হলে ক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্সমিটার?
ক) ১২১২ বর্গমিটার খ) ১২২২ বর্গমিটার গ) ১২৩২ বর্গমিটার ঘ) ১২৪২ বর্গমিটার
উত্তরঃ ক) ১২১২ বর্গমিটার
৯৩. পানি ভর্তি বালতির ওজন ১২ কেজি, বালতি অর্ধেক ভর্তি অবস্থায় এর ওজন ৭ কেজি হলে খালি বালতির ওজন কত?
ক) ১ কেজি খ) ২ কেজি গ) ৩ কেজি ঘ) ৪ কেজি
উত্তরঃ খ) ২ কেজি
৯৪. a+b=3 এবং ab=2 হলে a³+b³ এর মান কত?
ক) 5 খ) 7 গ) 9 ঘ) 11
উত্তরঃ গ) 9
৯৫. ১০ মিলিমিটার=কত?
ক) ১ ডেসিমিটার খ) ১ সেন্টিমিটার গ) ১ কিলোমিটার ঘ) ১ মিটার
উত্তরঃ খ) ১ সেন্টিমিটার
৯৬. ৫ এর কত শতাংশ ৭ হবে?
ক) ৪০ খ) ১২৫ গ) ৯০ ঘ) ১৪০
উত্তরঃ ঘ) ১৪০
৯৭. ৯, ৩৬, ৮১, ১৪৪ এর পরবর্তী সংখ্যা কত?
ক) ১৬৯ খ) ২২৫ গ) ২৫৬ ঘ) ২৭২
উত্তরঃ খ) ২২৫
৯৮. ৪০ হতে ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?
ক) ৬১ খ) ৬৯ গ) ৭১ ঘ) ৭৩
উত্তরঃ খ) ৬৯
৯৯. একটি সংখ্যার একক স্থানীয় মান a এবং দশক স্থানীয় মান ৮ হলে সংখ্যাটি কত?
ক) 10ab খ) 10a+b গ) a+10b ঘ) ab+10
উত্তরঃ গ) a+10b
১০০. ৪০০ এর ৪৯% = কত?
ক) ১৯৬০ খ) ১৯৬ গ) ১৯.৬ ঘ) ১.৯৬
উত্তরঃ খ) ১৯৬