বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর ১১ হতে ২০তম গ্রেডের ব্যক্তিগত কর্মকর্তা (গ্রেড-১১, ২০ জন), কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩, ৩৩ জন), অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩, ২০ জন) এবং পরিচ্ছন্নতাকর্মী (গ্রেড-২০, ১০ জন) সহ বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ০৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীগণের মধ্যে থেকে নির্বাচিত প্রার্থীগণকে ব্যবহারিক ও মৌখিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।
ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান:
লিখিত পরীক্ষার প্রবেশপত্রই ব্যবহারিক/মৌখিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা ও প্রযোজ্য সকল কাগজপত্র ও অভিজ্ঞতার সমর্থনে প্রয়োজনীয় সনদপত্রের মূলকপি ভাইভা বোর্ডের সামনে প্রদর্শন ও অতিরিক্ত একসেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। মৌখিক পরীক্ষার তারিখ প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএস এবং বিটিআরসি'র ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ