বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের 'অফিস সহকারী' পদে সরাসরি নিয়োগের জন্য গত ২৯/১১/২০২৫ খ্রি. তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় মোট ২২৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা (টাইপিং জ্ঞান/গতি যাচাই) ও মৌখিক পরীক্ষা আগামী ০৮ ডিসেম্বর, ২০২৫ খ্রি. রোজ সোমবার অনুষ্ঠিত হবে।
পরীক্ষা সকাল ১০:০০ ঘটিকা হতে বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর মূল ভবনে বিভিন্ন বোর্ডে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের সকাল ৯:৩০ ঘটিকার মধ্যে বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর মূল ভবনস্থ সাধারণ ও সংস্থাপন শাখায় উপস্থিত থাকতে হবে।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য সকল পরীক্ষার্থীকে প্রবেশপত্র, আবেদনপত্র, জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ, কোটার সমর্থনে কাগজপত্র ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সনদপত্রের মূল কপিসহ সকল সনদপত্রের এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল কাগজপত্রের ১ (এক) সেট সত্যায়িত ফটোকপি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি,এ/ডি,এ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ