সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

খাদ্য অধিদপ্তরের চাকরির MCQ পরীক্ষার প্রশ্ন

পদের নামঃ সহকারী উপ-খাদ্য পরিদর্শক-

পরীক্ষার তারিখঃ ২৯-১১-২০২৫ তারিখ

সম্পূর্ণ সমাধান.......

১. A rolling stone gathers no moss. The complex form of this sentence is-
(ক) When a stone rolls, it gathers no moss.
(খ) Since a stone rolling, it gathers no moss.
(গ) A stone that rolls gathers no moss.
(ঘ) A stone what rolls gathers no moss.
সঠিক উত্তর: (গ) A stone that rolls gathers no moss.

২. All of the people at the conference are-
(ক) mathematics teachers
(খ) mathematic teachers
(গ) mathematics teacher
(ঘ) mathematic's teacher
সঠিক উত্তর: (ক) mathematics teachers

৩. "জলোচ্ছ্বাস" কার রচিত গ্রন্থ?
(ক) বেগম সুফিয়া কামাল
(খ) নীলিমা ইব্রাহিম
(গ) জাহানারা ইমাম
(ঘ) সেলিনা হোসেন
সঠিক উত্তর: (ঘ) সেলিনা হোসেন

৪. Which one of the following words has been formed with a prefix?
(ক) amoral
(খ) authentic
(গ) amnesia
(ঘ) aspersions
সঠিক উত্তর: (ক) amoral

৫. অন্যের দোষ ধরা সহজ -এর ইংরেজি হলো-
(ক) It is easy to find fault of others.
(খ) It is easy to find out fault of others.
(গ) It is easy to find fault with others.
(ঘ) It is easy to find out faults of others.
সঠিক উত্তর: (গ) It is easy to find fault with others.

৬. "দুর্নাম" ও "দুর্নিবার" শব্দ দুটিতে মূর্ধন্য-ণ ব্যবহার হয়নি কেন?
(ক) তৎসম শব্দ বলে
(খ) বিদেশী শব্দ বলে
(গ) সমাসবদ্ধ পদ বলে
(ঘ) দেশি শব্দ বলে
সঠিক উত্তর: (গ) সমাসবদ্ধ পদ বলে

৭. একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ৮, ১২ ও ২৪ ঘণ্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির তিন-চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে?
(ক) ৪ ঘন্টা
(খ) ৫ ঘন্টা
(গ) ২ ঘন্টা
(ঘ) ৩ ঘন্টা
সঠিক উত্তর: (ঘ) ৩ ঘন্টা

৮. টাকায় এক ডজন বড়ই বিক্রি করায় ২৫% ক্ষতি হয়। ৫০% লাভ করতে হলে টাকায় কতটি বড়ই বিক্রি করতে হবে?
(ক) ৬টি
(খ) ৭টি
(গ) ৮টি
(ঘ) ৯টি
সঠিক উত্তর: (ক) ৬টি

৯. "গবেষণা" শব্দটি কোন ধরণের শব্দের উদাহরণ?
(ক) রূঢ়ি শব্দ
(খ) যোগরূঢ় শব্দ
(গ) যৌগিক শব্দ
(ঘ) সাধিত শব্দ
সঠিক উত্তর: (ক) রূঢ়ি শব্দ

১০. X3 + X2 y, X2 y + X y2 এর ল. সা. গু. কোনটি?

ক) xy (x + y) (খ) x + y     (গ) xy        (ঘ) x2 y (x + y)

 সঠিক  উত্তরঃ (ঘ) x2 y (x + y)


১১. বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থের রচয়িতা কে?
(ক) অসিত কুমার বন্দ্যোপাধ্যায়
(খ) দীনেশ চন্দ্র সেন
(গ) সুকুমার রায়
(ঘ) ডঃ মুহম্মদ শহীদুল্লাহ
সঠিক উত্তর: (খ) দীনেশ চন্দ্র সেন

১২. He knocked me down with a feather. এর সঠিক বাংলা কোনটি?
(ক) সে আমাকে পালক দিয়ে আঘাত করলো।
(খ) সে আমাকে ব্যাহত করলো।
(গ) সে আমাকে অপমান করলো।
(ঘ) সে আমাকে বিস্মিত করলো।
সঠিক উত্তর: (ঘ) সে আমাকে বিস্মিত করলো।

১৩. A philosopher ponders _______ the meaning of life. Fill the blank with correct word-
(ক) on
(খ) in
(গ) about
(ঘ) for
সঠিক উত্তর: (ক) on


১৪. I could not _______ laughing.
(ক) though
(খ) help
(গ) but
(ঘ) assist
সঠিক উত্তর: (খ) help

১৫. বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়?
(ক) ফসফরাস
(খ) নাইট্রোজেন
(গ) পটাশিয়াম
(ঘ) অক্সিজেন
সঠিক উত্তর: (খ) নাইট্রোজেন

১৬. জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন?
(ক) স্থায়ী সদস্যদের
(খ) ন্যাটো সদস্যদের
(গ) নিরাপত্তা পরিষদের
(ঘ) সাধারণ পরিষদের
সঠিক উত্তর: (গ) নিরাপত্তা পরিষদের

১৭. Did not you play chess? Make it indirect-
(ক) He asked me if I did not play chess.
(খ) He asked me did not you play chess.
(গ) He said to me if I not played chess.
(ঘ) He asked me if I do not play chess.
সঠিক উত্তর: (ক) He asked me if I did not play chess.

১৮. "দেবতা থেকে উৎপন্ন" এর সঠিক বাক্য সংকোচন কোনটি?
(ক) দৈবিক
(খ) অধিদৈবিক
(গ) দেবাভিক
(ঘ) আধিদৈবিক
সঠিক উত্তর: (ঘ) আধিদৈবিক

১৯. মাটির pH মান ৩ -এর কম হলে, কোন খনিজ পদার্থযুক্ত সার ব্যবহার করতে হয়?
(ক) নাইট্রোজেন ও সালফার
(খ) পটাশিয়াম ও ফসফরাস
(গ) ফসফরাস ও ক্যালসিয়াম
(ঘ) ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম
সঠিক উত্তর: (ঘ) ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম

২০. "Animal Farm" was written by-
(ক) Jonathan Swift
(খ) Mark Twain
(গ) George Orwell
(ঘ) T. L. Stevenson
সঠিক উত্তর: (গ) George Orwell

২১. এক ব্যক্তি ৯০০ টাকায় একটি জিনিস ক্রয় করে ৪ মাস পর ৯৬৩ টাকায় বিক্রয় করল। তার বার্ষিক শতকরা কত লাভ হলো?
(ক) ১৮ টাকা
(খ) ২৩ টাকা
(গ) ২১ টাকা
(ঘ) ২০ টাকা
সঠিক উত্তর: (গ) ২১ টাকা

২২. HTML কি?
(ক) ডাটাবেজের ভাষা
(খ) ডেটা উপস্থাপনের ভাষা
(গ) ওয়েব ব্রাউজার
(ঘ) প্রোগ্রামিংয়ের ভাষা
সঠিক উত্তর: (খ) ডেটা উপস্থাপনের ভাষা

২৩. Identify the correct antonym for the word "PROFLIGATE"-
(ক) Criticize
(খ) Copicus
(গ) Frugal
(ঘ) Aggravate
সঠিক উত্তর: (গ) Frugal

২৪. ফুলে ফুলে সাজিয়েছে ঘর- এখানে 'ফুলে ফুলে' কোন কারকে কোন বিভক্তি?
(ক) অধিকরণে ৭মী
(খ) কর্মে ৭মী
(গ) অপাদানে ৭মী
(ঘ) করণে ৭মী
সঠিক উত্তর: (ঘ) করণে ৭মী

২৫. ২৪ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত?
(ক) ১২৩২ বর্গ সে.মি.
(খ) ১২২৩ বর্গ সে.মি.
(গ) ২৪৬৪ বর্গ সে.মি.
(ঘ) ২৪৪৬ বর্গ সে.মি.
সঠিক উত্তর: (ক) ১২৩২ বর্গ সে.মি.  ( এইটা ২৮ হলে এই উত্তর ঠিক আছে)

২৬. "দারোগা" শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় প্রচলিত হয়েছে?
(ক) পর্তুগিজ
(খ) তুর্কি
(গ) চীনা
(ঘ) ফরাসী
সঠিক উত্তর: (খ) তুর্কি

২৭. When the guests arrived, they _______ their lunch.
(ক) were having
(খ) had
(গ) have had
(ঘ) would have
সঠিক উত্তর: (ক) were having

২৮. ফিফা-২০২৬ বিশ্বকাপের বলের নাম কি?
(ক) অ্যালেন
(খ) ট্রায়োন্ডা
(গ) আজটেকা
(ঘ) ট্যাঙ্গো
সঠিক উত্তর: (খ) ট্রায়োন্ডা
২৯. ১ম বিশ্বযুদ্ধে "অক্ষশক্তির" দেশ নিচের কোনটি?
(ক) রাশিয়া
(খ) বুলগেরিয়া
(গ) বেলজিয়াম
(ঘ) ফ্রান্স
সঠিক উত্তর: (খ) বুলগেরিয়া

৩০. দুইটি বৃত্তের পরিধির দৈর্ঘ্যের অনুপাত ৩:৪ হলে বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত?
(ক) ৯:১৬
(খ) ৩:৪
(গ) ৯:৪
(ঘ) ৯:৩২
সঠিক উত্তর: (ক) ৯:১৬

৩১. Find the correct spelling-
(ক) Reconnaissance
(খ) Reconnaissence
(গ) Reconnaisance
(ঘ) Reconaissance
সঠিক উত্তর: (ক) Reconnaissance

৩২. "চাঁদের অমাবস্যা" গ্রন্থটির লেখক কে?
(ক) শওকত ওসমান
(খ) আবদুল কাদির
(গ) সৈয়দ ওয়ালীউল্লাহ
(ঘ) সৈয়দ মুজতবা আলী
সঠিক উত্তর: (গ) সৈয়দ ওয়ালীউল্লাহ

৩৩. চর্যাপদের ভাষাকে 'সন্ধ্যা ভাষা' বলেছেন কে?
(ক) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(খ) বিজয়চন্দ্র মজুমদার
(গ) হরপ্রসাদ শাস্ত্রী
(ঘ) ডঃ মুহম্মদ শহীদুল্লাহ
সঠিক উত্তর: (গ) হরপ্রসাদ শাস্ত্রী

৩৪. বাংলাদেশ আন্তর্জাতিক খাদ্য ও কৃষি সংস্থার (FAO) সদস্য পদ লাভ করে-
(ক) ১৪ মার্চ, ১৯৭২
(খ) ১৬ ডিসেম্বর, ১৯৭২
(গ) ১২ অক্টোবর, ১৯৭৩
(ঘ) ১২ নভেম্বর, ১৯৭৩
সঠিক উত্তর: (ঘ) ১২ নভেম্বর, ১৯৭৩

৩৫. রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যে সব্যসাচী লেখক বলা হয় কাকে?
(ক) মাইকেল মধুসূদন দত্ত
(খ) প্রমথ চৌধুরী
(গ) বুদ্ধদেব বসু
(ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর: (গ) বুদ্ধদেব বসু

৩৬. ১৪৩ টাকাকে ২:৪:৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য হয়-
(ক) ৪২
(খ) ৩৯
(গ) ৪৩
(ঘ) ৪৪
সঠিক উত্তর: (খ) ৩৯

৩৭. ১৭ সে.মি., ১৫ সে.মি. এবং ৮ সে.মি. দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজটি হবে-
(ক) সমবাহু
(খ) সমদ্বিবাহু
(গ) স্থূলকোণী
(ঘ) সমকোণী
সঠিক উত্তর: (ঘ) সমকোণী

৩৮. "মালগুদাম" কোন সমাসের অন্তর্গত?
(ক) উপপদ তৎপুরুষ
(খ) চতুর্থী তৎপুরুষ
(গ) তৃতীয়া তৎপুরুষ
(ঘ) অলুক ষষ্ঠী তৎপুরুষ
সঠিক উত্তর: (খ) চতুর্থী তৎপুরুষ

৩৯. "Moot point" Means-
(ক) Just opposite
(খ) Major part
(গ) Defective
(ঘ) An undecided matter
সঠিক উত্তর: (ঘ) An undecided matter

৪০. প্রথম সনেট রচয়িতা মুসলিম বাঙালী মহিলা কবি কে?
(ক) কাজী ফজিলাতুন্নেছা
(খ) মাহমুদা খাতুন সিদ্দিকা
(গ) বেগম সুফিয়া কামাল
(ঘ) ফেরদৌসি বেগম
সঠিক উত্তর: (খ) মাহমুদা খাতুন সিদ্দিকা

৪১. বাংলাদেশের সংবিধানে কত ধরণের মালিকানার কথা বলা আছে?
(ক) ৪ ধরণের
(খ) ৫ ধরণের
(গ) ২ ধরণের
(ঘ) ৩ ধরণের
সঠিক উত্তর: (ঘ) ৩ ধরণের

৪২. যদি b=a+c এবং b=3 হয় তাহলে (ab+bc)2=?
(ক) 81
(খ) 36
(গ) 72
(ঘ) 32
সঠিক উত্তর: (ক) 81

৪৪. The poet of beauty is _______.
(ক) T. S. Eliot
(খ) John Keats
(গ) William Wordsworth
(ঘ) John Milton
সঠিক উত্তর: (খ) John Keats

৪৫. Select the meaning of the word "Stagflation".
(ক) Controlled prices
(খ) A disintegration
(গ) Cultural dullness
(ঘ) Economic slow down
সঠিক উত্তর: (ঘ) Economic slow down

৪৬. ১৪৪ সংখ্যাটি কোন সংখ্যার ৪০%?
(ক) ২৯০
(খ) ৩৮০
(গ) ৩৬০
(ঘ) ২৬০
সঠিক উত্তর: (গ) ৩৬০

৪৭. বিশ্ব ক্ষুধা সূচক (GHI) এ বাংলাদেশের অবস্থান কত?
(ক) ৮৫ তম
(খ) ১০২ তম
(গ) ৭২ তম
(ঘ) ১০৬ তম
সঠিক উত্তর: (ক) ৮৫ তম
(বাংলাদেশ ৮৪তম ছিল, অপশনে ৮৫তম নিকটতম হিসেবে দেওয়া হয়েছে)

৪৮. Come on, it's time to go home. Here "home" is a/an
(ক) Adjective
(খ) Noun
(গ) Pronoun
(ঘ) Adverb
সঠিক উত্তর: (ঘ) Adverb

৪৯. পর্বতের সমার্থক শব্দ কোনটি?
(ক) বিহগ
(খ) হিমালয়
(গ) ক্ষিতিধর
(ঘ) বিশাল
সঠিক উত্তর: (গ) ক্ষিতিধর

৫০. নিচের কোনটি শুদ্ধ বানান?
(ক) উপর্যুক্ত
(খ) স্বায়ত্ত্বশাসন
(গ) শ্রদ্ধাঞ্জলী
(ঘ) দারিদ্রতা
সঠিক উত্তর: (ক) উপর্যুক্ত