বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) কর্তৃক পররাষ্ট্র মন্ত্রণালয়ের “ব্যক্তিগত কর্মকর্তা” (১০ম গ্রেড) পদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এই পদের ব্যবহারিক পরীক্ষা গত ১৬ থেকে ২০ এবং ২৩ ও ২৪ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়।
মোট ১১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।
উত্তীর্ণ প্রার্থীদের বিপিএসসি ফরম-৫/৬ সহ ২নং অনুচ্ছেদে উল্লিখিত সকল প্রয়োজনীয় কাগজপত্র আগামী ৩০.১১.২০২৫ খ্রি: তারিখ হতে ০৪.১২.২০২৫ খ্রি: তারিখের মধ্যে সকাল ১০:০০ ঘটিকা থেকে বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত অফিস চলাকালীন পরিচালক, ইউনিট-৩, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ এর দপ্তরে হাতে হাতে অথবা ডাকযোগে জমা দিতে হবে।
মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময়সূচি সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলী পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ