সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ০৯টি ব্যাংক ও ০২টি আর্থিক প্রতিষ্ঠানে “সিনিয়র অফিসার (সাধারণ)” (৯ম গ্রেড) পদে ১৫৫৪ টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিতব্য প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার সময়সূচি, প্রশ্নপত্রের কন্টেন্ট ও নম্বর বিভাজন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পরীক্ষার সময়সূচি:

প্রিলিমিনারি পরীক্ষা (MCQ):
তারিখ: ০৫ ডিসেম্বর ২০২৫ (শুক্রবার)
সময়: সকাল ১০টা - ১১টা (১ ঘন্টাব্যাপী)

লিখিত পরীক্ষা:
তারিখ: ১৯ ডিসেম্বর ২০২৫ (শুক্রবার)
সময়: সকাল ১০টা - ১২টা (২ ঘন্টাব্যাপী)

প্রশ্নপত্রের কন্টেন্ট ও নম্বর বিভাজন:

প্রিলিমিনারি (MCQ) – মোট ১০০ নম্বর:
১. বাংলা – ২৫ নম্বর
২. ইংরেজি – ২৫ নম্বর
৩. সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক বিষয়াবলি – ২০ নম্বর
৪. সাধারণ গণিত – ২০ নম্বর
৫. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি – ১০ নম্বর
প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.০০ নম্বর প্রদান করা হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।

লিখিত পরীক্ষা – মোট ২০০ নম্বর:
১. বাংলা – ৩৫ নম্বর
২. ইংরেজি – ৩৫ নম্বর
৩. সাধারণ গণিত – ৩০ নম্বর
৪. কম্পিউটার – ৩০ নম্বর
৫. সাধারণ জ্ঞান – ৩০ নম্বর
৬. অনুবাদ – ৩০ নম্বর

পরীক্ষা কেন্দ্রের নাম ও আসনবিন্যাস বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে যথাসময়ে অবহিত করা হবে। পরীক্ষার্থীদেরকে পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘন্টা পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ