নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন পায়রা বন্দর কর্তৃপক্ষ তাদের প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১৫টি অস্থায়ী পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা:- প্রধান শিক্ষক: ১ জন
- সহকারী শিক্ষক (পুরুষ): ২ জন
- সহকারী শিক্ষক (মহিলা): ৩ জন
- সহকারী শিক্ষক (আইসিটি): ১ জন
- সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা): ১ জন
- সহকারী শিক্ষক (চারুকলা/ড্রয়িং): ১ জন
- সহকারী শিক্ষক (বাদ্যযন্ত্র): ১ জন
- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১ জন
- এ্যাসিস্ট্যান্ট: ১ জন
- এমএলএসএস: ২ জন
- পরিচ্ছন্নতাকর্মী: ১ জন
বয়সসীমা:১ থেকে ৭ নং পদের জন্য আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর এবং ৮ থেকে ১১ নং পদের জন্য সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:- প্রধান শিক্ষক: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি; এবং প্রধান শিক্ষক/সহকারী প্রধান শিক্ষক পদে ন্যূনতম ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা।
- সহকারী শিক্ষক (পুরুষ/মহিলা): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- সহকারী শিক্ষক (আইসিটি): বিজ্ঞান বিভাগে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৬ মাসের আইসিটি/কম্পিউটার সম্পর্কিত প্রশিক্ষণের সনদ।
- সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা): বিপিএড/এমপিএড পাশ অথবা স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং ন্যূনতম ৩ বছরের চাকরির অভিজ্ঞতা।
- সহকারী শিক্ষক (চারুকলা/ড্রয়িং): ব্যাচেলর অব ফাইন আর্টস বা সমমানের ডিগ্রি। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- সহকারী শিক্ষক (বাদ্যযন্ত্র): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/কলেজ/ইন্সটিটিউট হতে স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ সংশ্লিষ্ট বাদ্যযন্ত্রে ন্যূনতম ৬ মাসের প্রশিক্ষণ সনদ। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
- এ্যাসিস্ট্যান্ট, এমএলএসএস, পরিচ্ছন্নতাকর্মী: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদনের প্রক্রিয়া:আগ্রহী প্রার্থীদেরকে পায়রা বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে আপলোডকৃত নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্রের কপির সাথে বয়স ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল সনদ/ট্রান্সক্রিপ্ট/মার্কশীট, জাতীয়তা/নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ, মুক্তিযোদ্ধা সনদ বা কোটা সংক্রান্ত অন্যান্য সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি সংযুক্ত করে সদস্য (প্রশাসন ও অর্থ), পায়রা বন্দর কর্তৃপক্ষ, কলাপাড়া, পটুয়াখালী বরাবর ডাকযোগে প্রেরণ করতে হবে। খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ:আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১১ ডিসেম্বর ২০২৫।
আবেদন ফি:আবেদন ফি বাবদ পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে:
- ১ নং পদের জন্য ১৫০/- টাকা
- ২-৮ নং পদের জন্য ১০০/- টাকা
- ৯-১১ নং পদের জন্য ৫০/- টাকা
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ