সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

১. দুইটি সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল 20 হলে, সংখ্যা দুইটি কত?
ক. 60, 40
খ. 70, 30
গ. 55, 45
ঘ. 65, 35
উত্তর: ক. 60, 40

২. কোনো বৃত্তের ব্যাসার্ধ r হলে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
ক. 2π
খ. 4π
গ. π
ঘ. 1.5π
উত্তর: গ. π

৩. x -  = হলে  +  =?
ক. 16
খ. 14
গ. 20
ঘ. 18
উত্তর: ঘ. 18
৪. একটি আয়তকার লোহার দৈর্ঘ্য ১০০০ সে.মি., প্রস্থ ১০০ সে.মি. ও পুরুত্ব ১ সে.মি.। ১ ঘন সে.মি. লোহার ওজন ৭.৫ গ্রাম হলে লোহার টুকরার ওজন কেজিতে কত?
ক. ৭.৫০০ কেজি
খ. ৭৫ কেজি
গ. ৭৫০ কেজি
ঘ. ৭.৫ কেজি
উত্তর: গ. ৭৫০ কেজি

৫. একটি গরু ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। গরুটি আরও ১০০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ১০% লাভ হত। গরুটির ক্রয়মূল্য কত টাকা?
ক. ৪,০০০
খ. ৪,৫০০
গ. ৫,০০০
ঘ. ৫,৫০০
উত্তর: গ. ৫,০০০

৬. পাড়সহ একটি পুকুরের দৈর্ঘ্য ১০০ মিটার ও প্রস্থ ৫০ মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৫ মিটার হয়, তবে পুকুরপাড়ের ক্ষেত্রফল কত?
ক. ১০০০ বর্গমিটার
খ. ১২০০ বর্গমিটার
গ. ১৬০০ বর্গমিটার
ঘ. ১৪০০ বর্গমিটার
উত্তর: ঘ. ১৪০০ বর্গমিটার

৭. a³b² + 2a²b³ কে a + 2b দ্বারা ভাগ করলে মান কত হবে?
ক. ab
খ. a²b
গ. a²b²
ঘ. a²b³
উত্তর: গ. a²b²

৮. গীতা, রিতা ও মিতার একত্রে ১৮০ টাকা আছে। রিতার চেয়ে গীতার ৬ টাকা কম ও মিতার ১২ টাকা বেশী আছে। গীতার কাছে কত টাকা আছে?
ক. ৫২
খ. ৬২
গ. ৪২
ঘ. ৭২
উত্তর: ক. ৫২

৯. Which is the correct plural form of word 'Loaf'?
ক. Leaf
খ. Loafs
গ. Loaves
ঘ. Leaves
উত্তর: গ. Loaves

১০. Which is the example of collective noun?
ক. Teacher
খ. Class
গ. Plants
ঘ. Love
উত্তর: খ. Class

১১. Which is the correct passive form of sentence- 'Matin was calling me.'?
ক. I was called by Matin.
খ. I was being called by Matin.
গ. I have been called by Matin.
ঘ. Let me be called by Matin.
উত্তর: খ. I was being called by Matin.

১২. Which is the indirect speech of the following? He said, "Bina may ask her."
ক. He said that Bina might ask her.
খ. He said that Bina may ask her.
গ. He said, Bina may ask her.
ঘ. He said, Bina might ask her.

উত্তর: ক. He said that Bina might ask her.

১৩. Which is the synonym of the word 'Neglect'?
ক. Attention
খ. Carelessness
গ. Watchfulness
ঘ. Attentiveness
উত্তর: খ. Carelessness

১৪. He is accessible ... all.
ক. of
খ. on
গ. into
ঘ. to
উত্তর: ঘ. to

১৫. Which is the correct spelling?
ক. Asignment
খ. Asignement
গ. Assignment
ঘ. Assignement
উত্তর: গ. Assignment

১৬. The idiom 'Nip in the bud' means-
ক. Raer-up
খ. Beginning of something
গ. Bed of roses
ঘ. Destroy at the very beginning
উত্তর: ঘ. Destroy at the very beginning

১৭. হাকালুকি হাওড় কোথায় অবস্থিত?
ক. মৌলভীবাজার
খ. সুনামগঞ্জ
গ. সিলেট
ঘ. কিশোরগঞ্জ
উত্তর: ক. মৌলভীবাজার এবং গ. সিলেট (প্রশ্নে দুটি সঠিক উত্তর রয়েছে)।

১৮. চিম্বুক পাহাড়ের অবস্থান কোথায়?
ক. খাগড়াছড়ি
খ. বান্দরবান
গ. রাঙামাটি
ঘ. চট্টগ্রাম
উত্তর: খ. বান্দরবান

১৯. চাঁদপুর কোন দুইটি নদীর মিলনস্থল?
ক. পদ্মা-যমুনা
খ. পদ্মা-মেঘনা
গ. তিস্তা-যমুনা
ঘ. কুশিয়ারা-মেঘনা
উত্তর: খ. পদ্মা-মেঘনা

২০. আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. ওয়াশিংটন
খ. নিউইয়র্ক
গ. হেগ
ঘ. রোম
উত্তর: গ. হেগ

২১. সার্কের সর্বশেষ সদস্য দেশ কোনটি?
ক. আফগানিস্তান
খ. মিয়ানমার
গ. থাইল্যান্ড
ঘ. মালদ্বীপ
উত্তর: ক. আফগানিস্তান

২২. পারমাণবিক বোমার জনক কে?
ক. এডওয়ার্ড টেলার
খ. ওপেন হেইমার
গ. অটোহ্যান
ঘ. রোজেনবার্গ
উত্তর: খ. ওপেন হেইমার

২৩. গাজায় ইসরাইলী বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করেছে?
ক. বাংলাদেশ
খ. দক্ষিণ আফ্রিকা
গ. ইরান
ঘ. তুরস্ক
উত্তর: খ. দক্ষিণ আফ্রিকা

২৪. নীচের কোনটি চতুর্থ শিল্পবিপ্লবের সাথে সম্পর্কিত প্রযুক্তি নয়?
ক. AI
খ. IoT
গ. Robotics
ঘ. GSM
উত্তর: ঘ. GSM

২৫. নীচের কোনটি কম্পিউটার ভাইরাস?
ক. Malware
খ. Norton
গ. Avasi
ঘ. AVG
উত্তর: ক. Malware

২৬. 'এবার মা খেতে ডেকেছেন' বাক্যটি কোন কাল?
ক. সাধারণ বর্তমান
খ. পুরাঘটিত বর্তমান
গ. সাধারণ অতীত
ঘ. পুরাঘটিত অতীত
উত্তর: খ. পুরাঘটিত বর্তমান

২৭. 'লবণ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. লোব+বণ
খ. লব্‌+অণ
গ. লো+অন
ঘ. লে+অন
উত্তর: গ. লো+অন

২৮. নীচের কোনটি যৌগিক বাক্য?
ক. ছেলেটি গরীব কিন্তু মেধাবী।
খ. যিনি অন্যের উপকার করেন, তাকে সবাই ভালোবাসেন।
গ. লোকটি যদিও ধনী, তবুও সে কৃপণ।
ঘ. জগতে অসম্ভব বলে কিছু আছে কি?
উত্তর: ক. ছেলেটি গরীব কিন্তু মেধাবী।

২৯. 'ঢাকের কাঠি' বাগধারাটির সঠিক অর্থ কী?
ক. কপটচারী
খ. মোসাহেব
গ. স্পষ্টভাষী
ঘ. অপদার্থ
উত্তর: খ. মোসাহেব

৩০. 'আমি তাকে চিনি' বাক্যে 'তাকে' শব্দটি কারক ও বিভক্তি-
ক. কর্তৃকারকে প্রথমা বিভক্তি
খ. কর্মকারকে প্রথমা বিভক্তি
গ. কর্তৃকারকে দ্বিতীয়া বিভক্তি
ঘ. কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি
উত্তর: ঘ. কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি

৩১. নীচের কোন বানানটি সঠিক?
ক. স্বতস্ফূর্ত
খ. স্বতঃস্ফূর্ত
গ. স্বতস্ফূর্ত
ঘ. স্বতঃস্ফূর্ত
উত্তর: ঘ. স্বতঃস্ফূর্ত

৩২. 'যিনি বক্তৃতা দানে পটু'- তাকে এক কথায় কী বলে?
ক. বক্তা
খ. বাগ্মী
গ. বাচাল
ঘ. মিতভাষী
উত্তর: খ. বাগ্মী

৩৩. বাংলা 'ট' ও 'ড' বর্ণের উচ্চারণস্থান কোনটি?
ক. কণ্ঠ
খ. তালু
গ. ওষ্ঠ
ঘ. মুর্ধা
উত্তর: ঘ. মুর্ধা

৩৪. কাজী নজরুল ইসলামের লেখা গ্রন্থগুলোর মধ্যে কোনটি উপন্যাস?
ক. কুহেলিকা
খ. ব্যথার দান
গ. শিউলিমালা
ঘ. রিক্তের বেদন
উত্তর: ক. কুহেলিকা

৩৫. 'চিরস্থির কবে নীর, হায় রে, জীবন-নদে' বাক্যে 'নীর' শব্দের অর্থ কী?
ক. ঘর
খ. নৌকা
গ. পানি
ঘ. ঢেউ
উত্তর: গ. পানি