বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বর্ডার গার্ড বাংলাদেশ এর “স্টাফ নার্স” (১০ম গ্রেড) পদের ১৮ (আঠারো) টি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের “স্টাফ অফিসার” (গ্রেড-১২) পদের ১৭ (সতেরো) টি শূন্য পদে সরাসরি নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
মৌখিক পরীক্ষার সময়সূচি:
- “স্টাফ নার্স” (১০ম গ্রেড): মোট ১৫০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা ১৭ নভেম্বর ২০২৫, সোমবার, সকাল ১০:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
- “স্টাফ অফিসার” (গ্রেড-১২): মোট ৬৮ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা ২৫ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, সকাল ১০:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
উভয় পদের মৌখিক পরীক্ষা বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী:
- মৌখিক পরীক্ষার জন্য কমিশন হতে কোনো আলাদা সাক্ষাৎকারপত্র প্রেরণ করা হবে না। অনলাইনে রেজিস্ট্রেশনকালে ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে। প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের ওয়েবসাইট অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করা যাবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
- মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে BPSC Form-3A, প্রবেশপত্রের কপি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি ও মূল সনদ, অভিজ্ঞতা সনদ (যদি থাকে), জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ এবং পাসপোর্ট সাইজের ০৩ কপি সত্যায়িত রঙিন ছবি সহ প্রয়োজনীয় সকল কাগজপত্র (সত্যায়িত ফটোকপি ও মূল কপি) মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে ও প্রদর্শন করতে হবে।
- “স্টাফ নার্স” পদের প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশন সনদের কপি জমা দিতে হবে।
- “স্টাফ অফিসার” পদের প্রার্থীদের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার দিন উচ্চতা, ওজন, বুকের মাপ উল্লেখ সংবলিত বি.এম.ডি.সি. রেজিষ্টার্ড মেডিকেল প্রাকটিশনার কর্তৃক শারীরিক গঠনের প্রত্যয়নপত্র এবং চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর/ইউনিয়ন পরিষদ কর্তৃক অবিবাহিত সনদ দাখিল করতে হবে।
- কোন সরকারি/স্বায়ত্তশাসিত/আধাস্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ প্রদত্ত ছাড়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।
- মৌখিক পরীক্ষার নির্ধারিত সময়ের ন্যূনতম আধা ঘন্টা (৩০ মিনিট) পূর্বে সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষার বোর্ডে উপস্থিত থাকতে হবে।
- মৌখিক পরীক্ষার দিন কমিশন চত্বরে মোবাইল ফোন বা কোনো প্রকার যোগাযোগ যন্ত্রসহ প্রবেশ ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
- কিছু সংখ্যক প্রার্থীর প্রার্থিতা সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তাবলী পূরণ না হওয়ায় বাতিল করা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ