সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের “সহকারী প্রকৌশলী (পুর)/উপজেলা সহকারী প্রকৌশলী (৯ম গ্রেড)” পদের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। এই পরীক্ষায় মোট ১৪৫০ জন প্রার্থী অংশগ্রহণ করবেন।

পরীক্ষার বিস্তারিত সময়সূচী:

  • পদের নাম: সহকারী প্রকৌশলী (পুর)/উপজেলা সহকারী প্রকৌশলী
  • পরীক্ষার তারিখ: ২৩ নভেম্বর ২০২৫ (রবিবার)
  • সময়: দুপুর ১২:০০টা হতে বিকাল ৪:০০টা পর্যন্ত
  • পরীক্ষার স্থান: সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭

গুরুত্বপূর্ণ নির্দেশাবলী:

  • লিখিত পরীক্ষার জন্য নতুন কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। পূর্বে ডাউনলোড করা প্রবেশপত্র নিয়ে পরীক্ষায় উপস্থিত হতে হবে। প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করা যাবে।
  • প্রবেশপত্র ব্যতীত কোনো পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না।
  • পরীক্ষার নির্ধারিত সময়ের কমপক্ষে ১৫ মিনিট পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর কোনো পরীক্ষার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না এবং পরীক্ষা শুরু হওয়ার ০২ ঘণ্টার মধ্যে কেউ কক্ষ ত্যাগ করতে পারবেন না।
  • উত্তরপত্রে রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে না লিখলে, বৃত্ত পূরণ না করলে বা কোনো কাটাকাটি বা ফ্লুইড ব্যবহার করলে প্রার্থিতা বাতিল হবে।
  • পরীক্ষা কক্ষে বই-পুস্তক, ব্যাগ, যেকোনো ধরনের ঘড়ি, মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস, গহনা, ক্রেডিট/ডেবিট/ব্যাংক কার্ড আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
  • দৃষ্টিপ্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য শ্রুতিলেখকের প্রয়োজন হলে ১২ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে পরিচালক, ইউনিট-১, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন, ঢাকা প্রধান কার্যালয় বরাবর ২ কপি রঙিন ছবি ও প্রতিবন্ধিতার সনদের সত্যায়িত কপিসহ আবেদন করতে হবে।
  • পরীক্ষায় সাইন্টিফিক ক্যালকুলেটর বা প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, তবে সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
  • লিখিত পরীক্ষা মোট ২০০ নম্বরের ৪ ঘণ্টা সময়ে অনুষ্ঠিত হবে। বাংলা-৪০, ইংরেজি-৪০, সাধারণ জ্ঞান-৪০ এবং টেকনিক্যাল-৮০ নম্বরের জন্য ৪টি ভিন্ন ভিন্ন উত্তরপত্র প্রদান করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ