খাদ্য অধিদপ্তর কর্তৃক ১ম পর্যায়ে কারিগরি ১৩ ক্যাটাগরির ৪০০টি শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে। ৩১/০৮/২০২৩ এবং ০৯/০৩/২০২৫ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী এই ফলাফল প্রকাশ করা হয়েছে।
নির্বাচিত প্রার্থীদের তালিকা খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। নিচে পদভিত্তিক নির্বাচিত প্রার্থীর সংখ্যা উল্লেখ করা হলো (মেধাক্রম অনুসারে নয়):
সাময়িকভাবে সুপারিশকৃত প্রার্থীদের চূড়ান্ত নিয়োগপত্র জারির জন্য কিছু শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো, নির্বাচিত প্রার্থীদের আগামী ২৪/১১/২০২৫ খ্রি. তারিখের মধ্যে “প্রাক-চাকরি বৃত্তান্ত যাচাই ফরম” (পুলিশ ভেরিফিকেশন ফরম) পূরণপূর্বক মহাপরিচালক, খাদ্য অধিদপ্তর বরাবর দাখিল করতে হবে।
এছাড়াও, আবেদনপত্রের সাথে প্রদত্ত তথ্য ও ডকুমেন্টস যাচাই, স্বাস্থ্য পরীক্ষা এবং ডোপ টেস্ট সম্পন্ন করা সাপেক্ষে চূড়ান্ত নিয়োগপত্র জারি করা হবে। পরবর্তীতে স্বাস্থ্য পরীক্ষা ও ডোপ টেস্টের সময়সূচি এবং নির্ধারিত প্রতিষ্ঠানের তালিকা বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। কোনো যোগ্যতা বা কাগজপত্রের ঘাটতি, দুর্নীতি, সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে বা অসত্য তথ্য প্রদান করলে প্রার্থীর সাময়িক সুপারিশ বাতিল বলে গণ্য হবে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ