বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC) তাদের রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট ২৪৫ জন প্রার্থীর ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন পদের প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগামী ১৮, ১৯, ২০, ২৩, ২৪, ২৫, ২৬ ও ২৭ নভেম্বর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।
বিস্তারিত সময়সূচী ও পদের তথ্য নিচে দেওয়া হলো:
- ১৮ নভেম্বর, ২০২৫ (মঙ্গলবার) – মৌখিক পরীক্ষা:
- পদের নাম: অফিস সহায়ক (গ্রেড-২০)
- পরীক্ষার্থীর সংখ্যা: ৭৪ জন
- সময়: বেলা ০২:০০ ঘটিকা
- স্থান: সভাকক্ষ-২, বিএআরসি, ফার্মগেট, ঢাকা
- ১৯ নভেম্বর, ২০২৫ (বুধবার) – মৌখিক পরীক্ষা:
- পদের নাম: অফিস সহায়ক (গ্রেড-২০)
- পরীক্ষার্থীর সংখ্যা: ৭৬ জন
- সময়: বেলা ০২:০০ ঘটিকা
- স্থান: সভাকক্ষ-২, বিএআরসি, ফার্মগেট, ঢাকা
- ২০ নভেম্বর, ২০২৫ (বৃহস্পতিবার) – মৌখিক পরীক্ষা:
- পদের নাম: অফিস সহায়ক (গ্রেড-২০)
- পরীক্ষার্থীর সংখ্যা: ৭৪ জন
- সময়: বেলা ০২:০০ ঘটিকা
- স্থান: সভাকক্ষ-২, বিএআরসি, ফার্মগেট, ঢাকা
- ২৩ নভেম্বর, ২০২৫ (রবিবার) – মৌখিক পরীক্ষা:
- পদের নাম: প্রধান সহকারী (গ্রেড-১১), অডিটর (গ্রেড-১৩)
- পরীক্ষার্থীর সংখ্যা: প্রধান সহকারী ১৬ জন, অডিটর ১১ জন
- সময়: বেলা ০২:০০ ঘটিকা
- স্থান: সভাকক্ষ-২, বিএআরসি, ফার্মগেট, ঢাকা
- ২৪ নভেম্বর, ২০২৫ (সোমবার) – মৌখিক পরীক্ষা:
- পদের নাম: ইলেকট্রিশিয়ান (গ্রেড-১৬), প্লাম্বার (গ্রেড-১৬), পাম্প অপারেটর (গ্রেড-১৬)
- পরীক্ষার্থীর সংখ্যা: ইলেকট্রিশিয়ান ১০ জন, প্লাম্বার ১০ জন, পাম্প অপারেটর ১১ জন
- সময়: বেলা ০২:০০ ঘটিকা
- স্থান: সভাকক্ষ-২, বিএআরসি, ফার্মগেট, ঢাকা
- ২৫ নভেম্বর, ২০২৫ (মঙ্গলবার) – মৌখিক পরীক্ষা:
- পদের নাম: প্রোগ্রামার (গ্রেড-৬), যানবাহন পরিদর্শক (গ্রেড-১০), রক্ষণাবেক্ষণ পরিদর্শক (গ্রেড-১০), ডেসপাস রাইডার (গ্রেড-১৮), টেলিফোন অপারেটর (গ্রেড-১৬)
- পরীক্ষার্থীর সংখ্যা: প্রোগ্রামার ৬ জন, যানবাহন পরিদর্শক ৬ জন, রক্ষণাবেক্ষণ পরিদর্শক ৫ জন, ডেসপাস রাইডার ৯ জন, টেলিফোন অপারেটর ১০ জন
- সময়: বেলা ০২:০০ ঘটিকা
- স্থান: সভাকক্ষ-২, বিএআরসি, ফার্মগেট, ঢাকা
- ২৬ নভেম্বর, ২০২৫ (বুধবার) – ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা:
- পদের নাম: অফিস সহকারী-কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬), ওয়ার্ড প্রসেসিং সহকারী (গ্রেড-১১)
- পরীক্ষার্থীর সংখ্যা: অফিস সহকারী-কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক ২৭ জন, ওয়ার্ড প্রসেসিং সহকারী ১০ জন
- ব্যবহারিক পরীক্ষার সময়: সকাল ১০:০০ ঘটিকা
- ব্যবহারিক পরীক্ষার স্থান: কম্পিউটার ও জিআইএস ইউনিট (৩য় তলা), এআইসি ভবন, বিএআরসি
- ২৭ নভেম্বর, ২০২৫ (বৃহস্পতিবার) – ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা:
- পদের নাম: পিএ/সাঁটলিপিকার-কাম- কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩), স্টোর ক্লার্ক-কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)
- পরীক্ষার্থীর সংখ্যা: পিএ/সাঁটলিপিকার-কাম- কম্পিউটার অপারেটর ১০ জন, স্টোর ক্লার্ক-কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক ১০ জন
- ব্যবহারিক পরীক্ষার সময়: সকাল ১০:০০ ঘটিকা
- ব্যবহারিক পরীক্ষার স্থান: কম্পিউটার ও জিআইএস ইউনিট (৩য় তলা), এআইসি ভবন, বিএআরসি
পরীক্ষার নির্দেশনাবলী:
- নির্বাচিত প্রার্থীদের পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে হবে।
- লিখিত পরীক্ষার প্রবেশপত্র, অনলাইনে আবেদনের কপি (এপ্লিকেন্টস কপি), শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র, কোটা (যদি থাকে) এর সপক্ষে সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্রসহ সকল কাগজপত্রের মূল কপি এবং এক সেট ফটোকপি সঙ্গে আনতে হবে।
- পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ (ভ্রমণ ভাতা/দৈনিক ভাতা) প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ