সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

ব্যাংকার্স সিলেকশন কমিটি’র তত্ত্বাবধানে সমন্বিত ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর জন্য ০৯টি ব্যাংক ও ০২টি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (সাধারণ) (Senior Officer Job 2025) পদে মোট ১,০১৭ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এই পদগুলোতে আবেদন করতে পারবেন।

পদের নাম: সিনিয়র অফিসার (সাধারণ)
পদ সংখ্যা: ১,০১৭টি

ব্যাংকের নাম ও পদ সংখ্যাঃ

১। সোনালী ব্যাংক পিএলসি -১১৮টি 

২। জনতা ব্যাংক পিএলসি ২০০টি, 

৩। অগ্রণী ব্যাংক পিএলসি ৭০টি

৪। রূপালী ব্যাংক পিএলসি ২৫টি, 

৫। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ৭৫টি,

৬।  বাংলাদেশ কৃষি ব্যাংক ৩১৬টি, 

৭। প্রবাসী কল্যাণ ব্যাংক ১৮টি,

৮। নকর্মসংস্থান ব্যাংক ১৮টি,

৯। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ১৪৪টি, 

১০। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ২৫টি

১১। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ১৫টি।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০২(দুই) টিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।

বয়সসীমা: ০১/০৭/২০২৫ তারিখে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd) এ নির্ধারিত ছক পূরণের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন ফি: অফেরতযোগ্য ২০০/- টাকা (অনগ্রসর নাগরিক গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য ৫০/- টাকা)। ডাচ বাংলা ব্যাংক পিএলসি এর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) “রকেট” এর মাধ্যমে ফি প্রদান করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১০ নভেম্বর, ২০২৫ তারিখ, রাত ১১.৫৯ টা।

ফি প্রদান ও Payment Confirmation এর শেষ তারিখ: ১২ নভেম্বর, ২০২৫ তারিখ, রাত ১১.৫৯ টা।

অনলাইনে আবেদন করার বিস্তারিত নিয়ম:

১. Online Registration: আবেদনকারীকে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ ওয়েবসাইটে প্রবেশ করে Online Application Form পূরণের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। পূর্বে নিবন্ধন করা থাকলে বিদ্যমান CV ID Number ও Password ব্যবহার করে আবেদন করা যাবে।

২. ছবি ও স্বাক্ষর আপলোড:
* ছবি: নির্ধারিত স্থানে 600x600 পিক্সেল (ফাইল সাইজ 100 KB এর কম) এর রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড) আপলোড করতে হবে।
* স্বাক্ষর: 300x80 পিক্সেল (ফাইল সাইজ 60 KB এর কম) এর স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।

৩. প্রতিষ্ঠান পছন্দের ক্রম: বিজ্ঞপ্তিতে উল্লিখিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য আপনার পছন্দের ক্রম নির্ধারণ করতে হবে। পরবর্তীতে এই ক্রম পরিবর্তন করা যাবে না।

৪. আবেদন ফি পেমেন্ট পদ্ধতি: ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সার্ভিস 'রকেট' এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। Biller ID হিসেবে "Bankers Selection Committee Secretariat" সিলেক্ট করে Job ID ও CV ID Number ব্যবহার করে পেমেন্ট সম্পন্ন করতে হবে। পেমেন্ট শেষে প্রাপ্ত Transaction ID (TxnID) সংরক্ষণ করতে হবে।

৫. Payment Verify ও Tracking Page সংগ্রহ: প্রাপ্ত TxnID ব্যবহার করে নিয়োগ ওয়েবসাইটে Payment Verify সম্পন্ন করতে হবে। ভেরিফাই সম্পন্ন হলে একটি Tracking Page আসবে, যা অবশ্যই ভবিষ্যৎ প্রয়োজনের জন্য হার্ডকপি ও সফটকপি আকারে সংরক্ষণ করতে হবে।

বিশেষ নির্দেশাবলী:

  • আবেদনপত্রে কোনো ভুল তথ্য প্রদান করলে বা অসম্পূর্ণ আবেদন করলে তা কোনো প্রকার যোগাযোগ ছাড়াই বাতিল করা হবে।
  • লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজের মূলকপি প্রদর্শন করতে হবে।
  • চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র দাখিল করতে হবে।

যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আর দেরি না করে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। এই নিয়োগ সংক্রান্ত যেকোনো পরিবর্তনে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে নজর রাখুন।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ