মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই (গ্রেড-১৭) এবং ওয়্যারলেস অপারেটর (গ্রেড-১৮) পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।
মৌখিক পরীক্ষার তারিখ: ১০ নভেম্বর, ২০২৫ হতে ২৫ নভেম্বর, ২০২৫ পর্যন্ত।
মৌখিক পরীক্ষার স্থান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, প্রধান কার্যালয়, কক্ষ নং-৩০১, ৪র্থ তলা, ৪১ সেগুনবাগিচা, ঢাকা।
পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা:
- পরীক্ষার্থীদেরকে প্রবেশপত্র (রঙিন কপি), সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, অভিজ্ঞতার সনদ (যদি থাকে), কোটার প্রমাণপত্র (যদি থাকে) এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।
- আবেদনপত্রে দাখিলকৃত সকল সনদ, প্রবেশপত্র এবং জাতীয় পরিচয়পত্রের এক সেট ফটোকপি জমা দিতে হবে।
- আবেদনকারীর স্থায়ী ঠিকানার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।
- বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধা/বিরঙ্গনার সন্তান হলে সংশ্লিষ্ট সনদের সত্যায়িত ফটোকপিসহ উপস্থিত থাকতে হবে।
- মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার দৈনিক ভাতা বা যাতায়াত ভাতা প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ