জেলা প্রশাসকের কার্যালয়, বরিশাল ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে এবং বরিশাল সার্কিট হাউজে নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী বরিশাল জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে।
পদের নাম ও সংখ্যা:
মোট পদ সংখ্যা: ৮৩টি।
শিক্ষাগত যোগ্যতা: পদের ভিন্নতা অনুসারে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ড্রাইভার পদের জন্য অষ্টম শ্রেণী পাস ও হালকা যানবাহন চালনার বৈধ লাইসেন্স প্রয়োজন।
বয়স সংক্রান্ত তথ্য: ২৯ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ (আঠারো) বছর এবং সর্বোচ্চ বয়স সীমা ৩২ (বত্রিশ) বছর। সরকারি বিধি অনুযায়ী মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা শিথিলযোগ্য হবে।
আবেদনের প্রক্রিয়া: আবেদন শুধুমাত্র অনলাইনে http://dcbarisal.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনের সময়সীমা:
আবেদন ফি বাবদ ৫০/- টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ০৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা অফেরতযোগ্য হিসেবে অনলাইনে আবেদনপত্র সাবমিট করার অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে পরিশোধ করতে হবে।
উল্লেখ্য, যারা পূর্বের (৩০ ডিসেম্বর ২০২১ তারিখের স্মারকে প্রকাশিত ৪৭টি পদের) বিজ্ঞপ্তির আলোকে আবেদন করেছিলেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
নিয়োগের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়, বরিশাল এর ওয়েবসাইট (dcbarisal.gov.bd) এবং টেলিটকের জব পোর্টাল (http://alljobs.teletalk.com.bd) থেকে জানা যাবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ