সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ০৫টি ব্যাংকে 'অফিসার (ক্যাশ)/অফিসার (টেলর)' (১০ম গ্রেড) পদের ৭৮৭টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২,৪৭২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

মৌখিক পরীক্ষা আগামী ১২/১১/২০২৫ তারিখ হতে শুরু হবে এবং বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (মূল ভবনের ৪র্থ তলা), মতিঝিল, ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রার্থীদের তাদের মৌখিক পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ ও সময় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের নিম্নলিখিত মূল দলিলাদি ও এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে:

  • লিখিত পরীক্ষার প্রবেশপত্র (সাদা কালো/কালার প্রিন্ট)
  • সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও মার্কশীট/ট্রান্সক্রিপ্ট (এসএসসি/সমমান থেকে স্নাতক/স্নাতক (সম্মান) এবং যদি থাকে স্নাতকোত্তর পর্যন্ত)
  • প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/শারীরিক প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গ কোটার সমর্থনে প্রয়োজনীয় দলিলাদি
  • স্থায়ী ঠিকানার সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ওয়ার্ড কমিশনার কর্তৃক অনধিক এক বছর পূর্বে ইস্যুকৃত নাগরিকত্ব সনদপত্র
  • যদি সনদে ফল প্রকাশের তারিখ উল্লেখ না থাকে, তাহলে পরীক্ষা নিয়ন্ত্রক বা রেজিস্ট্রার এর কার্যালয় হতে ইস্যুকৃত ফল প্রকাশের তারিখ সংক্রান্ত সনদ
  • অনলাইন আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে প্রার্থীর নিজ স্বাক্ষরযুক্ত স্বহস্তে লিখিত আবেদনপত্র
  • অনধিক তিন মাস পূর্বে তোলা ০৩ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি (ছবির পিছনে প্রার্থীর নাম লিখতে হবে)
  • যদি 'O' Level/'A' Level পরীক্ষায় উত্তীর্ণ হন অথবা বিদেশী বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রী প্রাপ্ত হন, তাহলে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষাবোর্ড/বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হতে ইস্যুকৃত সমমান সনদ

বিশেষ নির্দেশনা: চাকুরীরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র প্রদর্শন করতে হবে। মৌখিক পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন বন্ধ রাখতে হবে এবং নির্ধারিত সময়ে রিপোর্ট করতে হবে। প্রয়োজনীয় দলিলাদি প্রদর্শনে ব্যর্থ হলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ