বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) বিসিএস মৌখিক পরীক্ষার জন্য সাক্ষাৎকারপত্র প্রকাশ করেছে। এই সাক্ষাৎকারপত্রের মাধ্যমে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নির্ধারিত তারিখ, সময় ও স্থানে মৌখিক পরীক্ষার জন্য উপস্থিত হতে অনুরোধ জানানো হয়েছে।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের নিম্নোক্ত গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী ও ডকুমেন্টগুলো প্রস্তুত রাখতে হবে:
- সাক্ষাৎকারপত্র এবং বিসিএস প্রিলিমিনারি টেস্টের জন্য অনলাইনে প্রাপ্ত ছবি সংবলিত প্রবেশপত্র মৌখিক পরীক্ষার বোর্ডে অবশ্যই প্রদর্শন করতে হবে।
- অনলাইন ফরমের (যেমন, 31730) সাথে প্রার্থীকে নিম্নলিখিত সনদ/প্রত্যয়নপত্র/ডকুমেন্টস এর ২ (দুই) সেট সত্যায়িত কপি জমা দিতে হবে এবং মূল সনদসমূহ বোর্ডে প্রদর্শন করতে হবে:
- ৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি (ফরম 87290 এর বাম পাশে সংযুক্ত)।
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের সকল মূল/সাময়িক সনদের সত্যায়িত ফটোকপি। (অবতীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষা শুরু ও শেষ হওয়ার তারিখসহ প্রত্যয়নপত্র)
- বয়স প্রমাণের জন্য এস.এস.সি./সমমানের পরীক্ষার মূল/সাময়িক সনদের সত্যায়িত কপি। (জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্ম নিবন্ধন সনদও প্রযোজ্য)
- বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত কপি।
- মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার পুত্র-কন্যা হিসেবে আবেদনকারীকে পিতার/মাতার মুক্তিযোদ্ধা সনদ।
- প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক সনদ অথবা সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধী সনদ।
- তৃতীয় লিঙ্গভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদ।
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদ।
- জাতীয় পরিচয়পত্র (NID), জন্ম নিবন্ধন সনদ অথবা পাসপোর্ট – এই তিনটির অন্তত একটি অবশ্যই সাথে নিয়ে আসতে হবে।
- সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীদের জন্য নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত অনাপত্তি/ছাড়পত্রের কপি।
- চাকরি হতে অপসারিত বা ইস্তফাদানকারী প্রার্থীদের ক্ষেত্রে অপসারণ আদেশের বা ইস্তফাপত্র গৃহীত হয়েছে মর্মে নিয়োগকারী কর্তৃপক্ষের আদেশের সত্যায়িত কপি।
- স্থায়ী ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র/কাউন্সিলর/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত সনদপত্রের কপি।
- কমিশনের ওয়েবসাইট থেকে প্রাপ্ত প্রাক্ চাকরি-বৃত্তান্ত যাচাই ফরম (পুলিশ ভেরিফিকেশন ফরম) ৩ (তিন) কপি যথাযথভাবে পূরণ ও স্বাক্ষর করে জমা দিতে হবে।
- মৌখিক পরীক্ষার বোর্ডে পূরণকৃত ফরম (যেমন, 8790 চ0110-3) আবশ্যিকভাবে জমা দিতে হবে।
- বিদেশী নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে সরকারের অনুমতিপত্র।
- উচ্চতা (সেমি.), ওজন (কে.জি.) ও বুকের মাপ (সেমি.) উল্লেখ সংবলিত বি.এম.ডি.সি. রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের কপি।
- কমিশনের মৌখিক পরীক্ষার বোর্ডে উপস্থিত হওয়ার জন্য কোনো প্রকার ভ্রমণভাতা বা অন্য কোনো ভাতা প্রদান করা হবে না।
- মৌখিক পরীক্ষার দিন কমিশন চত্বরে (ক্যান্টিনসহ) মোবাইল ফোন ও কোনো প্রকার যোগাযোগযন্ত্রসহ প্রবেশ এবং ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
- কোনো অবস্থাতেই মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ