বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের 'উপসহকারী প্রকৌশলী' (১০ম গ্রেড) পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। এটি মূলত ১১ ক্যাটাগরির ৫১৬ টি পদে নিয়োগের জন্য পূর্বপ্রকাশিত বিজ্ঞপ্তির (০৯ ডিসেম্বর ২০১৯ এবং ০৬ ফেব্রুয়ারি ২০২৩) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা।
মৌখিক পরীক্ষার সময়সূচি:
মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষার দিন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সকল মূল/সাময়িক সনদ, প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে) এবং সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীর ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সিল স্বাক্ষরিত ছাড়পত্রের মূল কপি দাখিল করতে হবে। উল্লিখিত সনদ/কাগজপত্রের মূল কপি ছাড়া মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না। এছাড়াও, প্রার্থীদের BPSC Form-5A সহ প্রয়োজনীয় কাগজপত্রের ১ সেট মূলকপি ও ১ সেট সত্যায়িত কপি সংশ্লিষ্ট বোর্ডের ব্যক্তিগত কর্মকর্তার নিকট জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ