বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক (প্রকৌশল-তড়িৎ)’ পদে নিয়োগ পরীক্ষার কেন্দ্র তালিকা এবং আসন বিন্যাস সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে আবেদনকারী মোট ২৯০০ জন প্রার্থীর পরীক্ষা আগামী ১৪ নভেম্বর ২০২৫ তারিখ (শুক্রবার) সকাল ০৯:০০টা থেকে ১১:০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষার কেন্দ্রসমূহ নিম্নরূপ:
প্রার্থীদের প্রবেশপত্র ব্যতীত পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। ইতঃপূর্বে প্রবেশপত্র ডাউনলোডকারী প্রার্থীগণ আগামী ১১ নভেম্বর ২০২৫ তারিখ থেকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে প্রয়োজনে ডুপ্লিকেট প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। নতুনভাবে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।
পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাগসহ যেকোনো নিষিদ্ধ সামগ্রী আনা সম্পূর্ণ নিষেধ। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। সকাল ০৯:০০টায় পরীক্ষা কেন্দ্রের মূল ফটক বন্ধ হয়ে যাবে এবং এরপর কোনো প্রার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ