পদ্মা অয়েল পিএলসি'র এভিয়েশন বিভাগে ১৯ জন শ্রমিক কর্মচারী নিয়োগের লক্ষ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে আবেদনকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে।
লিখিত পরীক্ষার তারিখ ও সময়:
পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার সময় সকল পরীক্ষার্থীকে অবশ্যই প্রবেশপত্র (রঙিন প্রিন্ট) সঙ্গে আনতে হবে এবং পরীক্ষা চলাকালীন উপস্থিত পরিদর্শককে প্রদর্শন করতে হবে। এছাড়া, সকল পরীক্ষার্থীকে কালো বলপয়েন্ট কলম সঙ্গে আনতে হবে। পেন্সিল বা জেলপেন ব্যবহার করা যাবে না।
পরীক্ষার হলে মোবাইল ফোন, কোনো ধরনের ক্যালকুলেটর, ডিজিটাল ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার হলে অনৈতিক বা অসদাচরণের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীগণের মৌখিক বা ব্যবহারিক পরীক্ষার সময়সূচী ও ভেন্যু পরবর্তীতে জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না। পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট পদ্মা অয়েল পিএলসি'র ওয়েবসাইট (www.padmaoil.com.bd) এ পাওয়া যাবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ