চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) কর্তৃক ১৭ মে, ২০২৫ তারিখে অনুষ্ঠিত "উপ সহকারী প্রকৌশলী" পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উক্ত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মোট ৫০ (পঞ্চাশ) জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন।
মনোনীত প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২৭ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে সকাল ১০:০০ টায় চবক বোর্ড রুমে অনুষ্ঠিত হবে।
প্রার্থীগণ ২০ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখ থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট থেকে আবেদনপত্রে উল্লিখিত রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে মৌখিক পরীক্ষার ইন্টারভিউ কার্ড ডাউনলোড করতে পারবেন। ডাকযোগে কোনো ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের সকল সনদের মূলকপি এবং এক সেট সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ