বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) কর্তৃক আয়োজিত ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর স্থগিতকৃত প্রার্থীদের জন্য একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব প্রার্থী পূর্বে স্থগিত হয়েছিলেন, তাদের বিএমডিসি'র সনদ অথবা মুক্তিযোদ্ধা সনদ আগামী ১৫ অক্টোবর ২০২৫ থেকে ২২ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে নির্ধারিত অনলাইন ফর্মে আবশ্যিকভাবে পূরণ করে দাখিল করতে হবে।
তবে, কিছু রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থী ইতোমধ্যে তাদের বিএমডিসি'র সনদ কমিশনে দাখিল করায় তাদের এই ফর্ম পুনরায় পূরণ করার প্রয়োজন নেই। এদের মধ্যে সহকারী সার্জন পদে ৩২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৬ জন প্রার্থী রয়েছেন।
সনদ দাখিলের সময়সীমা: ১৫ অক্টোবর ২০২৫ থেকে ২২ অক্টোবর ২০২৫।
সনদ দাখিলের প্রক্রিয়া: নির্ধারিত অনলাইন ফর্ম পূরণের মাধ্যমে সনদ দাখিল করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ