বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)-এর রাজস্বখাতভুক্ত "হিসাবরক্ষক" পদে ০২ (দুই) জন প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য নির্বাচন করা হয়েছে। পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে প্রাপ্ত আবেদন এবং পরবর্তীতে গৃহীত লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই নির্বাচন করা হয়েছে।
নির্বাচিত প্রার্থীদের জাতীয় বেতন স্কেল' ২০১৫ মোতাবেক গ্রেড-১২, বেসিক ১১৩০০-২৭৩০০/- টাকা বেতনক্রমে নিয়োগপত্র প্রদান করা হবে। চাকরিতে যোগদানের তারিখ হতে ০২ (দুই) বছর শিক্ষানবিশ হিসেবে নিয়োজিত থাকতে হবে।
নির্বাচিত প্রার্থীদের ২৬.১০.২০২৫ খ্রি. তারিখের (অফিস সময়ে) মধ্যে কর্মচারী প্রশাসন পরিদপ্তর, সদর দপ্তর ভবন (২য় তলা), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯-এ যোগদান করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে যোগদান না করলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
যোগদানের সময় প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে: নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট হতে প্রাপ্ত অব্যাহতিপত্র (যদি থাকে), মেডিকেল রিটেইনার বা কোন সিভিল সার্জন-এর নিকট হতে শারীরিক সুস্থতা সার্টিফিকেট (ডোপ টেস্টের রিপোর্টসহ), সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (মূল কপি), সর্বশেষ অধ্যয়নকৃত প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র ও জাতীয়তা/নাগরিকত্ব সনদ (মূল কপি)। এছাড়াও, Application Forms এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। চাকরিতে যোগদানের সময় ৩০০/- টাকা মূল্যমানের নন-জুডিসিয়াল স্ট্যাম্প সঙ্গে আনতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ