গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ২৭তম বিসিএস পরীক্ষা-২০০৫ এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন পদে সাময়িকভাবে সুপারিশকৃত ৩৫৬৬ জন প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে।
মেডিকেল বোর্ডের সামনে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিম্নলিখিত সময়সূচী অনুযায়ী উপস্থিত থাকতে হবে:
স্বাস্থ্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা অনলাইনে ট্রেজারী চালানের (১৪৪১২৯৯) মাধ্যমে এবং মেডিকেল বোর্ডের সদস্যদের ফি বাবদ অতিরিক্ত নগদ ৫০ টাকা বোর্ডের নিকট দাখিল করতে হবে।
প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার পূর্বে ০৫ (পাঁচ) কর্মদিবসের মধ্যে এক্স-রে চেস্ট পি/এ ভিউ, ইউরিন আর/ই, ব্লাড আর/ই, ভিডিআরএল/টিপিএইচএ/টিপিপিএ, ব্লাড গ্রুপিং ও আরএইচ টাইপ, ব্লাড সুগার (আরবিএস), এইচবিএসএজি, অ্যান্টি এইচসিভি, এইচআইভি (১ ও ২) এ্যান্টিবডি, ইসিজি, চক্ষু পরীক্ষা, স্টুল আর/ই, চেস্ট ব্লাড গ্যাসেস ইত্যাদি পরীক্ষা এক বা একাধিক সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান থেকে সম্পন্ন করতে হবে এবং রিপোর্ট মেডিকেল অফিসার কর্তৃক স্বাক্ষরিত হতে হবে।
প্রার্থীদের পিএসসি কর্তৃক প্রদত্ত প্রিলিমিনারী পরীক্ষার ছবিসহ প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ