পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর এর শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বমোট ৫৭টি পদে অস্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ করা হবে।

পদের নাম ও সংখ্যা:

  • পরিচালক: ০২ জন
  • যুগ্মপরিচালক: ০১ জন
  • উপপরিচালক: ০১ জন
  • সহকারী পরিচালক: ০৫ জন
  • সহকারী প্রোগ্রামার: ০১ জন
  • সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার: ০১ জন
  • মেডিকেল অফিসার: ০১ জন
  • অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল): ০১ জন
  • সহকারী গ্রন্থাগারিক: ০১ জন
  • ফিজিক্যাল ইনসট্রাক্টর (পুরুষ-১, মহিলা-১): ০২ জন
  • কারিগরি প্রশিক্ষক: ০৫ জন
  • সহকারী ফার্ম ম্যানেজার: ০৪ জন
  • ব্যক্তিগত সহকারী: ০১ জন
  • হোস্টেল সুপার: ০১ জন
  • সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার: ০১ জন
  • মূল্যায়ন সহকারী: ০১ জন
  • গবেষণা সহকারী: ০২ জন
  • প্রশিক্ষণ সহকারী: ০২ জন
  • স্টোর কিপার: ০১ জন
  • হিসাব সহকারী: ০১ জন
  • মাঠ সহকারী: ০২ জন
  • সহকারী হোস্টেল সুপার: ০১ জন
  • রিসার্চ ইনভেষ্টিগেটর: ০২ জন
  • সেলসম্যান (পুরুষ): ০১ জন
  • অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০৫ জন
  • অডিও ভিজ্যুয়াল টেকনিশিয়ান: ০১ জন
  • অফিস সহায়ক: ১০ জন

বয়সসীমা:

আবেদনকারীর বয়স ০১/০৯/২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে, ক্রমিক নং ০১ পদের জন্য সর্বোচ্চ ৪৫ বছর, ক্রমিক নং ০২ পদের জন্য সর্বোচ্চ ৪০ বছর এবং ক্রমিক নং ০৩ পদের জন্য সর্বোচ্চ ৩৫ বছর

আবেদনের সময়সীমা:

  • অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১০ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০:০০ টা।
  • অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৯ অক্টোবর ২০২৫, বিকাল ০৫:০০ টা।

আবেদনপত্র Submit করার ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

আবেদন ফি:

  • ক্রমিক নং ০১ থেকে ১১ পর্যন্ত পদের জন্য ২২৩/- টাকা
  • ক্রমিক নং ১২ থেকে ২৫ পর্যন্ত পদের জন্য ১১২/- টাকা
  • ক্রমিক নং ২৬ থেকে ২৭ পর্যন্ত পদের জন্য ৫৬/- টাকা
  • ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সকল পদের জন্য ৫৬/- টাকা

আবেদনের প্রক্রিয়া:

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা http://rda.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

পরীক্ষা সংক্রান্ত তথ্য:

লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর এর ওয়েবসাইট (www.rda.gov.bd) এবং SMS এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের যথাসময়ে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ