ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অধীনে বিভিন্ন পদের জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা নিচের তথ্যগুলো বিস্তারিতভাবে দেখে নিতে পারেন:
পরীক্ষার পদ ও পদসংখ্যা:
- মাষ্টার ড্রাইভার (মেরিন): ৫১৬৬ জন
- ইঞ্জিন ড্রাইভার (মেরিন): ২৫০৪ জন
- স্পীডবোট ড্রাইভার: ১০৩ জন
- ওয়্যারলেস মেকানিক: ২৯ জন
- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৯৪ জন
- ওয়েন্ডার: ২৪২ জন
- ওয়ার্কশপ হেলপার: ১৬৫ জন
- অফিস সহায়ক: ১০ জন
- মুচি: ৩ জন
লিখিত পরীক্ষার তারিখ ও সময়:
➤ তারিখ: ০৪ অক্টোবর ২০২৫, শনিবার
➤ সময়: বিকাল ০৩:০০ ঘটিকা
পরীক্ষার কেন্দ্র:
➤ বিএএফ শাহীন কলেজ, জাহাঙ্জীর গেইট, ঢাকা. ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
- প্রার্থীদেরকে ০৪ অক্টোবর ২০২৫ তারিখ বিকাল ০২:০০ ঘটিকার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।
- টেলিটক থেকে প্রার্থীদের নিকট পরীক্ষার স্থান ও সময় উল্লেখপূর্বক SMS প্রেরণ করা হয়েছে।
- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইটে (www.fireservice.gov.bd) এবং নোটিশ বোর্ডেও এ সংক্রান্ত তথ্যাদি প্রকাশ করা হবে।
- টেলিটক কর্তৃক SMS প্রাপ্তির প্রেক্ষিতে প্রবেশপত্র ডাউনলোড করে তার প্রিন্ট কপিসহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।
- বিস্তারিত আসন বিন্যাস প্রার্থীগণ কেন্দ্রে উপস্থিত হয়ে জানতে পারবেন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ