বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি-২০২৫ এর আওতায় সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের ই-প্রত্যয়নপত্র (e-certificate) যাচাই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র প্রস্তুত ও বিতরণ প্রক্রিয়াটি সময়সাপেক্ষ ও ব্যয়বহুল হওয়ায়, অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই-প্রত্যয়নপত্র প্রদান করা হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে, সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের ই-প্রত্যয়নপত্র অনলাইনে এনটিআরসিএ'র ওয়েবসাইট থেকে যাচাই করার জন্য। প্রার্থীরা তাদের রোল ও ব্যাচ নম্বর ব্যবহার করে এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এর মাধ্যমে প্রার্থী এবং এনটিআরসিএ উভয়েরই সময় ও অর্থের সাশ্রয় হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ