জেলা প্রশাসকের কার্যালয়, মানিকগঞ্জ এর রাজস্ব প্রশাসনের আওতাধীন অফিস সহায়ক পদে (২০তম গ্রেড) গত ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় ১৩৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।
উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল ১০:০০ টায় জেলা প্রশাসক, মানিকগঞ্জ এর অফিস কক্ষে অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদের মূল কপি, নিজ জেলার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন এর সনদ/প্রত্যয়ন পত্রের মূল কপি এবং কোটার প্রার্থীদের সরকারি সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ পত্র/প্রত্যয়ন পত্রের মূল কপি-সহ এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে। এছাড়াও, ভাইভা বোর্ডে প্রদর্শনের জন্য সকল সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে।
নির্ধারিত তারিখ ও সময়ে উল্লিখিত স্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি ও প্রবেশপত্রে উল্লিখিত সকল শর্তাবলী বলবৎ থাকবে এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ