ঢাকা পানি সরবরাহ ও পয়ঃ নিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) তাদের বিভিন্ন সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদ পূরণের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ৪৫টি পদে জনবল নিয়োগ করা হবে।
পদের নাম ও সংখ্যা:
- উপ-প্রধান প্রশিক্ষক (ইংরেজি/অর্থনীতি/লোক প্রশাসন/বাণিজ্য/ব্যবসা প্রশাসন): ০১টি
- উপ-প্রধান প্রশিক্ষক (কম্পিউটার সায়েন্স): ০১টি
- উপ-প্রধান প্রশিক্ষক (সিভিল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/পানি সম্পদ): ০১টি
- সহকারী প্রকৌশলী: ০৭টি
- সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার (হার্ডওয়্যার): ০১টি
- সহকারী ব্যবস্থাপক (প্রশাসন/মানব সম্পদ/আইন): ০১টি
- সহকারী ব্যবস্থাপক (অর্থ/হিসাব/রাজস্ব): ০১টি
- সহকারী ব্যবস্থাপক (ভূ-তত্ত্ব/ভূ-পদার্থ): ০১টি
- সহকারী জনতথ্য কর্মকর্তা: ০১টি
- সহকারী ব্যবস্থাপক (পরিবেশ/রসায়ন): ০১টি
- উপ-সহকারী প্রকৌশলী: ১০টি
- সহকারী প্রোগ্রামার: ০১টি
- হিসাবরক্ষক: ০১টি
- রসায়নবিদ: ০১টি
- সহকারী রাজস্ব কর্মকর্তা: ০১টি
- উপ-সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/কম্পিউটার/আইটি): ০১টি
- ব্যক্তিগত সহকারী: ০১টি
- উচ্চমান সহকারী: ০১টি
- পাম্প মেকানিক: ০১টি
- পাম্প ড্রাইভার/মেইনটেনেন্স ড্রাইভার: ০১টি
- পাম্প অপারেটর: ০১টি
- প্রধান সহকারী: ০১টি
- সাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ০১টি
- সহকারী পাম্প অপারেটর: ০১টি
- লিফট চালক: ০১টি
- টুল রুম এটেন্ডেন্ট: ০১টি
- পিয়ন/বার্তা বাহক: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: প্রতিটি পদের জন্য বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তবে, অধিকাংশ পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/ডিপ্লোমা ডিগ্রী এবং শিক্ষাজীবনের সকল স্তরে নূন্যতম দ্বিতীয় বিভাগ/শ্রেণী থাকা আবশ্যক।
বয়সসীমা: ২৫/০৯/২০২৫ তারিখে আবেদনকারীদের বয়স সাধারণত অনুর্ধ্ব ৩২ বছর হতে হবে। তবে, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের ঢাকা ওয়াসার ওয়েবসাইট (www.dwasa.org.bd) এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা:
- আবেদন শুরু: ২৫/০৯/২০২৫
- আবেদনের শেষ তারিখ: ২৬/১০/২০২৫
আবেদন ফি:
- ক্রমিক নং-১ থেকে ১৬ পর্যন্ত পদের জন্য: ২২৪/- টাকা (ভ্যাট-ট্যাক্সসহ)
- ক্রমিক নং-১৭ থেকে ২৪ পর্যন্ত পদের জন্য: ১১২/- টাকা (ভ্যাট-ট্যাক্সসহ)
- ক্রমিক নং-২৫ থেকে ২৭ পর্যন্ত পদের জন্য: ৫৬/- টাকা (ভ্যাট-ট্যাক্সসহ)
কর্তৃপক্ষ যেকোনো সময় নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল করার এবং পদসংখ্যা কম/বেশি করার ক্ষমতা সংরক্ষণ করেন। প্রার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ