সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

বাংলাদেশ পর্যটন করপোরেশন কর্তৃক উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) পদে অস্থায়ী নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে আবেদন, লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের পর এই নিয়োগপত্র জারি করা হলো।

নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে যোগদানের তারিখ থেকে ৬ (ছয়) মাস শিক্ষানবিশকাল হিসেবে বিবেচিত হবে।

গুরুত্বপূর্ণ শর্তাবলী ও নির্দেশনাবলী:

  • যোগদানের তারিখ হতে নিয়োগ কার্যকর হবে।
  • শিক্ষানবিশকাল সন্তোষজনক না হলে অথবা বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ না হলে চাকরি স্থায়ী হবে না।
  • যোগদানের সময় জেলা পর্যায়ে সিভিল সার্জন/মেট্রোপলিটন এলাকায় সমপদমর্যাদার সরকারি চিকিৎসক কর্তৃক ইস্যুকৃত স্বাস্থ্য সনদ (বাংলাদেশ ফরম নম্বর ৭৯০) এবং ডোপটেস্ট রিপোর্ট জমা দিতে হবে।
  • যোগদানের সময় জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত সনদের সত্যায়িত কপি, কোটা সংক্রান্ত সনদের সত্যায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে), ছাড়পত্র (যদি অন্য প্রতিষ্ঠানে কর্মরত থাকেন), নাগরিকত্বের সনদের মূলকপি, সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি (২ কপি), প্রিলিমিনারি/লিখিত পরীক্ষার প্রবেশপত্র ও এ্যাপ্লিকেন্ট কপি (রঙিন) প্রদর্শন ও জমা দিতে হবে।
  • চাকরিতে যোগদানের তারিখ হতে ০৩ (তিন) বৎসরের মধ্যে চাকরি পরিত্যাগ করলে প্রশিক্ষণ বাবদ যাবতীয় খরচ ফেরত দিতে হবে (৩০০/- টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারপত্র)।
  • নিয়োগকৃত পদটি বদলিযোগ্য

নিয়োগ গ্রহণে সম্মত হলে আগামী ২৮-০৯-২০২৫ খ্রিস্টাব্দ (১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ) তারিখ অফিস চলাকালীন সশরীরে চেয়ারম্যান, বাংলাদেশ পর্যটন করপোরেশন বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে। নির্ধারিত তারিখে যোগদানে ব্যর্থ হলে এই নিয়োগ বাতিল বলে গণ্য হবে। নিয়োগপত্র বাংলাদেশ পর্যটন করপোরেশনের ওয়েবসাইট (www.parjatan.gov.bd) হতে ডাউনলোড করা যাবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ